আগ্রা জেলা
আগ্রা জেলা; (হিন্দি: आगरा जिला, প্রতিবর্ণীকৃত: আগরা জিলা) ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ৭৫ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। ঐতিহাসিক আগ্রা শহরে এই জেলার সদর দপ্তর অবস্থিত। জেলাটি আগ্রা বিভাগের অন্তর্গত।
আগ্রা জেলা आगरा जिला | |
---|---|
উত্তরপ্রদেশের জেলা | |
উত্তরপ্রদেশে আগ্রার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তরপ্রদেশ |
প্রশাসনিক বিভাগ | আগ্রা |
সদরদপ্তর | আগ্রা |
তহশিল | ৬ |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | ১. আগ্রা (লোকসভা আসন) - ক্যান্টনমেন্ট, উত্তর, দক্ষিণ, এতমাদপুর ২। ফতেপুর সিক্রি (লোকসভা এলাকা) - গ্রামীণ, বাহ, ফাতেহাবাদ, ফতেপুর সিক্রি, খড়গড় |
• বিধানসভা আসন | ১. ক্যান্টনমেন্ট ২। উত্তর ৩। দক্ষিণ ৪.গ্রামীণ ৫। বাহ ৬। এতমদপুর ৭। ফাতেহাবাদ ৮। ফতেপুর সিক্রি ৯। খড়গড় |
আয়তন | |
• মোট | ৪,০২৭ বর্গকিমি (১,৫৫৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪৪,১৮,৭৯৭[১] |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | 69.৪৪%.[১] |
প্রধান মহাসড়ক | জাতীয় সড়ক ২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ভৌগোলিক অবস্থান
সম্পাদনাআগ্রা জেলার উত্তরে রয়েছে মথুরা জেলা, দক্ষিণে রাজস্থানের ঢোলপুর জেলা, পূর্ব দিকে ফিরোজাবাদ জেলা এবং পশ্চিমে রাজস্থানের ভরতপুর জেলা। জেলাটির মোট আয়োতন ৪,০২৭।
বিভাগ
সম্পাদনাআগ্রার জেলায় ৬ টি তালুক রয়েছে। তালুকগুলি হল এটমপুর, আগ্রা, কিরাওলি, খড়গড়, ফতেহাবাদ ও বাহ। জেলা সদর হল আগ্রা শহর। এই জেলায় ১৫ টি ব্লক রয়েছে, যথা- এটাদপুর, খাঁদৌলি, শমশাবাদ, ফাতেহাবাদ, জগনার, খেরগড়, সাইয়াইন, আখেননার, আকলা, বিছপুরি, ফতেহপুর সিড়ি, বারৌলি আহির, বাহ, পিনহাট ও জয়তপুর কালান। [2]
এই বিভাগে ৩ টি লোকসভা নির্বাচনী এলাকার য়েছে। লোকসভা নির্বাচনী এলাকাগুলি হল জলেশ, ফিরোজাবাদ এবং আগ্রা। জেলায় ৯ টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই ৯ টি বিধানসভা কেন্দ্র হল- বাহ, ফাতেহাবাদ, ইটমদপুর, দয়াল বাগ, আগড়া ক্যান্টনমেন্ট, আগরা পূর্ব, আগরা পশ্চিম, খেরগড় এবং ফতেহপুর সিড়ি।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুসারে আগ্রা জেলার জনসংখ্যা ৪৩,৮০,৭৯৩ জন,[১] যা মালদ্বীপ [২] বা মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকির রাজ্যের সমান।[৩] জেলাটি জনসংখ্যার হিসাবে ভারতের মধ্যে ৪১ তম স্থান পেয়েছে (মোট ৬৪০ টির মধ্যে)।[১] জেলার জনসংখ্যার ঘনত্ব (২৮১০ জন/বর্গ মাইল) ১,০৪৮ জন/প্রতি বর্গ কিলোমিটার।[১] আগ্রারা জেলায় হিন্দুরা ৮৮.৭৭% এবং মুসলমানরা ৯.৩০%।[৪] ২০০১-২০১১ দশকে জেলাটির জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২১%।[১] আগ্রা জেলায় প্রতি ১০০০ পুরুষ প্রতি নারীর সংখ্যা ৮৫৯ জন[১] এবং সাক্ষরতার হার ৬৯.৪৪%।[১]
ভাষাসমূহ
সম্পাদনাএই জেলার মানুষ ব্রজ ভাষায় কথা বলেন। এই ভাষাটিকে হিন্দি ভাষার অন্তর্গত একটি গ্রামীণ ভাষা হিসাবে ধরা হয়, যা উত্তরপ্রদেশের মথুরা ও আগ্রার এবং রাজস্থানের ধৌলপুর ও ভারতপুর জেলা নিয়ে গঠিত ব্রজ অঞ্চলের প্রধান ভাষা। এটি গঙ্গা-যমুনা দোয়াব অঞ্চলের কেন্দ্রীয় প্রান্তের অন্যতম প্রধান ভাষা।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২০১১-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১।
Moldova 4,314,377 July 2011 est.
- ↑ "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২০১০-১২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
Kentucky 4,339,367
- ↑ "Muslim growth outsmarts Hindus for the first time in Mughal city Agra"।