উইকিপিডিয়া:উইকিপ্রকল্প নিবন্ধ মানোন্নয়ন

প্রস্তাবনা

সম্পাদনা

উইকিপিডিয়াতে অনেক নিবন্ধ শুরু হয় অল্প দুই একটি বাক্য দিয়ে। এধরণের নিবন্ধকে ‌‌‌অসম্পূর্ণ বা stub তথ্যপুচ্ছ নিবন্ধ বলা হয়। আমাদের এই প্রকল্পটির লক্ষ্য হল এ ধরণের নিবন্ধ চিহ্নিত করা, এবং নিবন্ধকে সম্পূর্ণতার দিকে নিয়ে যাওয়া। এছাড়াও উইকিপিডিয়াতে বহু নিবন্ধ আছে যেগুলো আপাতঃ সম্পূর্ণ হলেও অধিকতর মানোন্নয়নের স্বতঃস্ফুট সুযোগ রয়েছে। এগুলোকে বলা হয় মানোন্নয়নসম্ভব নিবন্ধ।

আপনি কোন নিবন্ধের সম্পূর্ণতার জন্য বা মানোন্নয়নের লক্ষ্যে কাজ করছেন এবং তা কী পর্যায়ে আছে তা অন্যদের জানাতে এ পাতাটি ব্যবহার করুন।

সদস্যবৃন্দ

সম্পাদনা
এই প্রকল্পে যোগ দিতে চাইলে নিম্নে আপনার নাম যোগ করুন
  1. আবদুল্লাহ হারুন জুয়েল (আলাপ | অবদান)--১৮:৫৩, ১০ জানুয়ারি ২০০৯ (UTC)
  2. রাগিব (আলাপ | অবদান) ২১:৩৬, ১৬ জুলাই ২০০৬ (UTC)
  3. Peripatetic ২২:৫৫, ১৬ জুলাই ২০০৬ (UTC)
  4. অর্ণব (আলাপ | অবদান) ২৩:০৩, ১৬ জুলাই ২০০৬ (UTC)
  5. বেলায়েত (আলাপ | অবদান) ২০:৫৫, ১৭ জুলাই ২০০৬ (UTC)
  6. mak ০২:০৮, ১৮ জুলাই ২০০৬ (UTC)
  7. রাজিবুল ১১:১১, ১৮ জুলাই ২০০৬ (UTC)
  8. সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৮:০২, ১৮ জুলাই ২০০৬ (UTC)
  9. আবির ১৬:০১, ২৬ জুলাই ২০০৬ (UTC)
  10. Amr ১৩:২৬, ৫ আগস্ট ২০০৬ (UTC)
  11. অয়ন ( আলাপ | অবদান ) ২১:৩৫, ২৮ আগস্ট ২০০৬ (UTC)
  12. মুহাম্মদ ০২:০১, ২৭ আগস্ট ২০০৭ (UTC)
  13. তারিফ এজাজ
  14. সুরঞ্জিত মণ্ডল
  15. অর্ণব দত্ত ০৯:৪৩, ২৮ আগস্ট ২০০৮ (UTC)
  16. ফয়জুল লতিফ চৌধুরী ১৪:৪২, ১৫ সেপ্টেম্বর ২০০৯ (UTC)
  17. তানভির (আলাপ |
  18. নুরুন্নবী হাছিব (আলাপ) ১৪:৫১, ১৫ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
  19. রাহাত (আলাপ) ১৩:৪৩, ৩০ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
  20. যুদ্ধমন্ত্রী (আলাপ) ০৮:১২, ২৬ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
  21. খালেদ (আলাপ) ০৫:০৯, ২০ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
  22. Ashiq Shawon Ashiq Shawon (আলাপ) ১৮:২১, ১২ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
  23. মহীন (আলাপ) ২১:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  24. ফেদৌ (টক শো) ১০:২৭, ১১ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  25. Kishor Sopnoneel (আলাপ) ১৩:১৬, ২৬ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  26. --ইকবাল হোসেন (আলাপ) ১০:০২, ১২ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  27. আবু সাঈদ (আলাপ) ১৮:১১, ৮ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

কার্যপন্থা

সম্পাদনা
  • আপাততঃ প্রতিদিন একটি নিবন্ধকে প্রসারণ করে অন্ততঃ অসম্পূর্ণ অবস্থা থেকে উন্নীত করা এবং 'ভাল নিবন্ধ' হিসেবে প্রস্তাব করার মত মানে উত্তীর্ণ করা।


আপনি যদি নিবন্ধের মানোন্নয়নে সাহায্য করতে চান। দয়া করে আপনার পছন্ধের নিবন্ধের পাশে আপনার ব্যবহারকারী নাম যোগ করুন।

আমরা এখন যা করছি

সম্পাদনা
এখানে এই প্রকল্পের বর্তমান বিষয়সমূহের তালিকা যুক্ত হবে অচিরেই

*** প্রথম অগ্রাধিকার পাবে। ** দ্বিতীয় অগ্রাধিকার পাবে।

  1. W:Folk Literature of Bangladesh (বাংলাদেশের লোক সাহিত্য), W:Bangladesh Sangbad Shangstha (বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)), অনুবাদ করছি।--আবদুল্লাহ হারুন জুয়েল (আলাপ | অবদান)--১৮:৫৩, ১০ জানুয়ারি ২০০৯ (UTC)
  1. আপাতত কোন একটি নির্দিষ্ট নিবন্ধের উপর কাজ করার পরিকল্পনা নাই। তবে কোন সাম্প্রতিক কোন বড় নিবন্ধের স্টাইল গত উন্নয়নে কাজ করি। এছাড়া উইকিপিডিয়ার জন্য স্বেচ্ছাসেবকদের পাঠানো কপিরাইট ফ্রি ছবিগুলো আপলোড করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:১৫, ২৮ আগস্ট ২০০৮ (UTC)
  1. রবীন্দ্রনাথ ঠাকুর - ইংরেজি থেকে অনুবাদ করছি। জীবনী ও ভ্রমণ শেষ, সাহিত্যকর্ম অনুচ্ছেদটি শুরু করবো।
  1. মহাত্মা গান্ধী - বেলায়েত ভাইয়ের সাথে মহাত্মা গান্ধী অনুবাদ করছি, ২ অক্টোবরের মধ্যে আমার ভাগের অংশটুকু শেষ করার ইচ্ছে আছে।
তারিফ আমার মনে হয় আমার থেকেও কিছু অংশ তোমার করতে হবে, কারণ ইদানিং আমি নিবন্ধটিতে বেশি সময় দিতে পারছি না। তুমি তো জানই আমি বর্তমানে বেটাউইকি এবং ওমেগাউইকি প্রজেক্টগুলোতে একটু ব্যস্ত আছি। তবে তোমাকে অনুরোধ করবো আমার ভাগের অংশের শেষ দিক থেকে তুমি ভাগ করে নাও।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৪০, ২১ সেপ্টেম্বর ২০০৭ (UTC)
  1. প্রথমতঃ বাংলাদেশ/পশ্চিমবঙ্গ বিষয়ক নতুন-নতুন নিবন্ধ প্রণয়নের জন্য চেষ্টা করছি। তথ্যের প্রাপ্যতা সাপেক্ষে সেটা কখনো 'পরিপূর্ণ' আদল পাচ্ছে, কখনো মানোন্নয়নসম্ভব‌ পর্যায়ে উন্নীত হচ্ছে। দ্বিতীয়তঃ আমার জানা বিষয়ের নিবন্ধগুলোতে তথ্যসংযোজনের চেষ্টা করে থাকি। এগুলো হলো সাহিত্য ও ভাষা, ধর্ম, আইন, রাষ্ট্রব্যাবস্থা, যৌনপ্রসঙ্গ, ইতিহাস, বাংলাদেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি ইত্যাদি, ইত্যাদি। তৃতীয়তঃ ভাষাগত উন্নয়ন ও বানান সংশোধনের চেষ্টা করে থাকি।
  2. অক্টোবর ২০০৯-এ অন্ততঃ ৩টি নিবন্ধ পরিপূর্ণ আকারে নিতে চাই। এর একটি জীবনানন্দ দাশ। তাঁর মৃত্যু বার্ষিকী এ মাসে।
  3. একটি নিবন্ধ অন্ততঃ ৫টি পর্যায়ে থাকতে পারে। (ক) তথ্যপুচ্ছ (স্টাব, বা সামান্য তথ্য), (খ) সংক্ষিপ্ত (মৌলিক তথ্যাদি সম্পন্ন ১০-১৬ বাক্যের একটি মাত্র অনুচ্ছেদ এবং স্পষ্টতঃ সম্প্রসারণযোগ্য), (গ) অসম্পূর্ণ (কাঠামো আছে, কিন্তু মোটামুটি দীর্ঘ কিন্তু আবশ্যকয়য় তথ্যের অভাব পরিস্ফুট, সম্পাদনার প্রয়োজনীয়তাও দৃশ্যমান), (ঘ) মানোন্নয়নসম্ভব (কাঠামো + তথ্যসমৃদ্ধ) এবং (ঙ) আদর্শস্থানীয়। শেষোক্তটিতে থাকবে সঠিক কাঠামো, প্রয়োজনীয় সকল তথ্য, তথ্য ছক, প্রয়োজনীয় চিত্রবলী, তথ্যসূত্র, অধিকতর তথ্যউৎস, বহির্সসংযোগ, নির্ভুল ভাষা এবং এতে অবশ্যই কারিগরী সমস্যা থাকবে না। তথ্যপুচ্ছ এবং অসম্পূর্ণ অভিন্ন নয়। তেমনি ভাবে অসম্পূর্ণ আর মানোন্নয়ন সম্ভব সমার্থক হতে পারে না। আবার আদর্শস্থানীয় ২-৩টি ভাগে ভাগ করা যায়। আদর্শস্থানীয় থেকেই মাসের নির্বাচিত নিবন্ধ বাছাই করতে হবে। - এই পাঁচ শ্রেণীর জন্য পৃথক ফলক বা ট্যাগ সৃষ্টির অনুরোধ করি।
  4. অবদানকারীরা বাংলাদেশ সংক্রান্ত অন্তর্ভুক্তির ওপর মনোযোগ দিলে ভাল হয়, কেননা এসব নিবন্ধ হয়তো ‍ইংরেজী‍ বা অন্য কোন ভাষার উইকিপিডিয়াতে প্রাপ্য নয়। গত ২ সপ্তাহের অন্তর্ভুক্তিসমূহের পর্যালোচনা থেকে প্রতীয়মান হয় অবদানের গতিপ্রকৃতি শতধা বিভক্ত ; যার যা ইচ্ছে যোগ করে যাচ্ছে, গুরুত্ব ও প্রাসঙ্গিকতা অবহেলিত। ‍ইংরেজী‍ বা অন্য কোন ভাষার উইকিপিডিয়া থেকে অনুবাদের ক্ষেত্রেও অব্যবহিত প্রসঙ্গিকতার বিবেচনায় ‍‌‌‌‌‌'বিষয়‍' নির্বাচন করা উচিৎ।
  5. ভয় পাচ্ছি যতটুকু বলা দরকার তার চেয়ে বেশী বলে ফেলেছি। Faizul Latif Chowdhury (talk) ০১:২৩, ২ অক্টোবর ২০০৯ (UTC)
  • ভূগোল বিষয়ক নিবন্ধগুলোর দিকে একটু নজর দিতে চাই।
  • নতুন নিবন্ধের সাথে সাথে আমার করে রাখা অসমাপ্ত কাজগুলোও চলবে।

১. বাংলাদেশ-সংক্রান্ত বিষয়ের তালিকা তৈরী করছি।-- মহীন রীয়াদ (আলাপ) ২১:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশের পৌরসভা আর পবিত্র কুরআন শরীফের সূরা সমূহ নিয়ে কাজ করছি। আপনাদের সহযোগিতা কাম্য।--ইকবাল হোসেন (আলাপ) ১০:০৬, ১২ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]