উইকিপিডিয়া:উইকিপ্রকল্প গৌড়

বাংলার হারিয়ে যাওয়া রাজধানী গৌড়ের ইতিহাস খুঁজতে আমরা বদ্ধ পরিকর

গৌড় বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর যার অবস্থান বর্তমান ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। প্রাচীন এই দুর্গনগরীর অধিকাংশ পড়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় এবং কিছু অংশ পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। হারিয়ে যাওয়া এই শহরটিই উপমহাদেশীয় অঞ্চলের মধ্যে সবথেকে নগরায়িত বলে সুপরিচিত ছিল। কিন্তু বিভক্তির কারনে এর খন্ডিত খন্ডিত ইতিহাস উইকিপিডিয়ার পশ্চিমবঙ্গের উইকিপিডিয়ান ও বাংলাদেশের বাংলাদেশী উইকিপিডিয়ানদের দ্বারা লিখিত হয়েছে।

উইকিপ্রকল্প গৌড় এর লক্ষ্য হচ্ছে বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত নগর সংশ্লিষ্ট নিবন্ধসমূহ সৃষ্টি ও সেগুলোতে পূর্ণতা দান। আপনি যে-ই হোন না কেন, চাইলেই যেকোনো নিবন্ধে অবদান রাখতে পারেন। এই প্রকল্পে যাঁরা অবদান রাখতে আগ্রহী তাঁদেরকে নিজেদের নাম নিচের অনুচ্ছেদ এ যোগ করতে উৎসাহ দেয়া হচ্ছে।

নিয়ম # ১:
উল্লেখযোগ্য এমন নিবন্ধ এই তালিকায় না থাকলেও তা তৈরি করতে বাধা নেই। তবে অবশ্যই তা গৌড়ের অন্তর্ভুক্ত বা গৌড় সম্পর্কিত হতে হবে।

নিয়ম # ২:
তালিকা ভর্তি করতে নিবন্ধ শুধু তৈরি করলেই চলবে না, নিবন্ধকে সম্পূর্ণ নিবন্ধে পরিণত করতে হবে, তবে নিয়মতান্ত্রিকভাবে।

প্রয়োজনীয় তথ্য ও উপকরণাদি
গৌড়ের শাসক ও বিশিষ্ট ব্যক্তিদের নিবন্ধে যোগ করার জন্য টেমপ্লেট
গৌড়ের স্থাপনা সমূহের নিবন্ধে যোগ করার জন্য টেমপ্লেট
উইকিপিডিয়ায় গৌড় সংশ্লিষ্ট নিবন্ধসমূহ
উইকিমিডিয়াতে গৌড় সংক্রান্ত মিডিয়াসমূহ

প্রয়োজনীয় নিবন্ধসমূহ


গৌড়ের শাসনাঞ্চল বা গৌড় নামের নিবন্ধ সমূহ সম্পাদনা

  • গৌড় - বাংলার এককালীন রাজধানী নগর যা লখনৌতি, লক্ষণাবতী এবং জান্নাতাবাদ নামেও পরিচিত ছিলো
  • গৌড় রাজ্য - মধ্য ও ধ্রুপদী যুগের বঙ্গদেশ-র একটি রাজ্য ছিল। গৌড় বর্তমান মালদা জেলার লক্ষণাবতীর সাথে একীভূত
  • গৌড় অঞ্চল - আধুনিক কালের মুর্শিদাবাদ ও বীরভূম জেলা এবং বর্ধমান জেলার পশ্চিমাঞ্চল নিয়ে প্রাচীন গৌড় অঞ্চল গঠিত ছিল
  • শাহী বাংলা - মধ্যযুগের বাংলায় একটি মুসলিম স্বাধীন রাষ্ট্র। ১২০২ থেকে ১২০৪ এর মধ্যে বখতিয়ার খিলজির গৌড় বিজয়ের মধ্য দিয়ে এটি শুরু হয়েছিল
  • মালদহ জেলা - প্রাচীন গৌড়ের ৬৯% অর্থাৎ ৩৭৩৩ বর্গকিলোমিটার নিয়ে বর্তমানের ভারতে এই জেলাটি গঠিত
  • চাঁপাই নবাবগঞ্জ জেলা - প্রাচীন গৌড়ের ৩১% অর্থাৎ ১৭০৩ বর্গকিলোমিটার যার মধ্যে পড়েছে শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল নিয়ে বর্তমানের বাংলাদেশে এই জেলাটি গঠিত
  • গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় - ২০০৮ সালে প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়

গৌড়ের শাসক গন সম্পাদনা

স্থাপনা সম্পাদনা

ভারত অংশ সম্পাদনা

শিরোনাম স্থাপনার সাল স্থাপকের নাম সংক্ষিপ্ত বর্ননা ছবি
বড় সোনা মসজিদ অজানা অজানা গৌড়ে নির্মিত প্রাচীন মসজিদ যা বারদুয়ারী নামেও পরিচিত
 
বাইশগজী দেওয়াল অজানা অজানা গৌড়ে নির্মিত প্রাচীন সিমানা প্রাচীর
 
চাঁদ সদাগরের বাড়ি অজানা অজানা গৌড়ে নির্মিত চাঁদ সদাগর এর বাড়ি
 
চামকাটি মসজিদ অজানা অজানা গৌড়ে নির্মিত প্রাচীন মসজিদ
 
চিকা মসজিদ অজানা অজানা গৌড়ে নির্মিত প্রাচীন মসজিদ
 
কোতয়ালী দরওয়াজা অজানা অজানা বাংলাদেশ এবং ভারত সীমান্তে অবস্থিত গৌড়ের দূর্গপ্রাচীর
 
লুকোচুরি দরওয়াজা অজানা অজানা গৌড়ে নির্মিত প্রাচীন স্থাপনা
 
দাখিল দরওয়াজা অজানা অজানা গৌড়ে নির্মিত প্রাচীন স্থাপনা
 
কদম রসুল মসজিদ অজানা অজানা গৌড়ে নির্মিত প্রাচীন মসজিদ
 
ফিরোজ মিনার ১৪৮৫ থেকে ১৪৮৯ সাইফউদ্দিন ফিরোজ শাহ গৌড়ে নির্মিত প্রাচীন স্থাপনা
 
লোটন মসজিদ অজানা অজানা গৌড়ে নির্মিত প্রাচীন মসজিদ
 
ফতেহ খান এর সমাধি অজানা অজানা গৌড়ে নির্মিত প্রাচীন স্থাপনা
 

বাংলাদেশ অংশ সম্পাদনা

শিরোনাম স্থাপনার সাল স্থাপকের নাম সংক্ষিপ্ত বর্ননা ছবি
ছোট সোনা মসজিদ ১৪৯৩-১৫১৯ ওয়ালী মোহাম্মদ সুলতান আলাউদ্দী‌ন শাহ এর শাসনামলে নির্মিত প্রাচীন মসজিদ
 
ছোট সোনা মসজিদের নিকটস্থ সমাধি ১৪৯৩-১৫১৯ অজানা অজ্ঞাত ৩৫ টি শহীদের কবর, গুপ্ত ব্যাংক হিসেবে ব্যবহৃত দুটি মেকি কবর
 
দারাস বাড়ী মসজিদ ১৪৭৯ (আনুমানিক) বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্য কীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন সুলতান শামস উদ্দীন ইউসুফ শাহ
 
দারাস বাড়ী মাদ্রাসা ১৫০২ আলাউদ্দীন শাহ বাংলাদেশের সবচাইতে প্রাচীন মাদ্রাসার নিদর্শন
 
শাহ নেয়ামত উল্লাহ ওয়ালী মসজিদ ১৬৩৯-১৬৫৮ শাহ সুজা শাহ সুজার রাজপ্রাসাদ তাহখানা সংলগ্ন মসজিদ
 
শাহ নেয়ামত উল্লাহ ওয়ালীর সমাধি ১৬৬৪ শাহ সুজা মুঘল যুগের সর্বপ্রথম সমাধি স্থাপত্য নিদর্শন
 
মুঘল তাহখানা ১৬৩৯-১৬৫৮ শাহ্ সূজা শীতকালীন বাসের জন্য ফিরোজপুরে শাহ সুজার জন্য নির্মিত তাপনিয়ন্ত্রণ ইমারত
 
দাফিউল বালা অজানা শাহ্ সূজা তাহখানার পাশে বিশেষ ক্ষমতা সম্পন্ন জলাধার
 
খানিয়া দীঘি মসজিদ ১৪৮০ কোন এক রাজবিবি গৌড়ের প্রাচীন কৃতিগুলোর অন্যতম
 
ধানীচক মসজিদ অজানা অজানা মধ্যযুগীয় স্থাপত্যকলার নিদর্শন।
 
কানসাট রাজবাড়ি অজানা অজানা সূর্যকান্ত, শশীকান্ত ও শীতাংশুকান্ত জমিদার বংশের বাড়ি
 
রহনপুর অষ্টভুজী সমাধিসৌধ অজানা অজানা বাংলার মুসলিম স্থাপত্যের ইতিহাসে সর্বপ্রথম অষ্টভূজি ভবনের নিদর্শন
 
নওদা বুরুজ অজানা অজানা বর্তমানে সর্ব প্রাচীন প্রত্নসম্পদ ও লুকায়িত ইতিহাস সমৃদ্ধ স্থান
 

অন্যান্য সম্পাদনা

অবদানকারী সম্পাদনা