গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ২০০৮ সালে প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার ২৮টি কলেজের প্রায় সবকটিই এই বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত। একমাত্র রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ, যেটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত, এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত নয়।
নীতিবাক্য | চরৈবেতি |
---|---|
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | মার্চ ১০ ২০০৮ |
আচার্য | পশ্চিমবঙ্গের রাজ্যপাল |
উপাচার্য | প্রফেসর পবিত্র চট্টোপাধ্যায় (ভারপ্রাপ্ত) |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | শহরাঞ্চলীয় |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত) |
ওয়েবসাইট | www |
কলকাতার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুরভি বন্দ্যোপাধ্যায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারপ্রাপ্ত রেজিস্টার হলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্টার তাপসকুমার চট্টোপাধ্যায়।
২০০৮ সালের জুন মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগের প্রধান সমীর রক্ষিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রতীকটি প্রস্তুত করেন।[১] এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনটির নকশা প্রস্তুতির দায়িত্বও তারই উপর অর্পিত। বর্তমানে মালদা কলেজের স্নাতকোত্তর বিভাগে এই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম চলছে।
এই বিশ্ববিদ্যালয়ে মোট ১৮টি বিষয়ে পঠনপাঠনের সুযোগ আছে।[১] সমগ্র উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের সুবিধার জন্যই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিগ্রি কলেজগুলি
সম্পাদনাগৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিগ্রি কলেজগুলি জেলা অনুযায়ী নিচে উল্লেখিত[২]:
জেলা - মালদহ:
- চাঁচল কলেজ
- মালদা মহিলা মহাবিদ্যালয়
- চাঁচল মহাবিদ্যালয়
- সাউথ মালদা কলেজ
- সামসি মহাবিদ্যালয়
- কালিয়াচক কলেজ
- পাকুরহাট ডিগ্রি কলেজ
- গাজল মহাবিদ্যালয়
- গৌড় মহাবিদ্যালয়
- হরিশচন্দ্রপুর কলেজ
- মানিকচক কলেজ
জেলা - উত্তর দিনাজপুর:
- অগ্রসেন মহাবিদ্যালয়
- ডাঃ মেঘনাদ সাহা কলেজ
- রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়
- কালিয়াগঞ্জ কলেজ
জেলা - দক্ষিণ দিনাজপুর:
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অনুমোদিত বিএড কলেজগুলি
সম্পাদনাগৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অনুমোদিত বিএড কলেজগুলি জেলা অনুযায়ী নিচে উল্লেখিত[২]:
জেলা - মালদহ
- গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ
- সতীশ বিএড কলেজ
- বিবেকানন্দ বিএড কলেজ
- উত্তরবঙ্গ ওমেনস বিএড কলেজ
- নর্থ মালদা টিচার্স এডুকেশন কলেজ
- বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ
- গৌড় মালদা কলেজ অব এডুকেশন
- কালিচক সুলতানা কলেজ অব এডুকেশন(বিএড)
- হোলি চাইল্ড বিএড কলেজ
- ডাঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ বিএড কলেজ
- ডেভিড হেয়ার টিচার্স ট্রেনিং কলেজ
- চাঁচল বিএড কলেজ
- পাকুয়াহাট টিচার্স এডুকেশন কলেজ
- আদর্শবাণী টিচার্স ট্রেনিং কলেজ
- বিদ্যাসাগর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট(বিএড)
- রহমানিয়া বিএড কলেজ
- সিদরা বিএড কলেজ
- ইউনুস বিএড কলেজ
জেলা - উত্তর দিনাজপুর:
- রায়গঞ্জ বিএড কলেজ
- মৌলানা আবুল কালাম আজাদ টিচার্স ট্রেনিং কলেজ
- নেতাজি সুভাষচন্দ্র বোস টিচার্স ট্রেনিং কলেজ
- নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ
জেলা - দক্ষিণ দিনাজপুর:
- বালুরঘাট বিএড কলেজ
- গঙ্গারামপুর বিএড কলেজ
- দক্ষিণ দিনাজপুর বিএড কলেজ
(সূত্র: www.ugb.ac.in)
পাদটীকা
সম্পাদনা- ↑ ক খ "Varsity logo ready"। The Telegraph। 2008-06-20। সংগ্রহের তারিখ 2008-06-30। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ ক খ "গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়"। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৫।