দাখিল দরওয়াজা
গৌড়ের তোরণ
দাখিল দরজা ওরফে সালামী দরজা গৌড় দুর্গে প্রবেশ পথে নির্মিত একটি প্রধান ফটক। বর্তমানে এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলা অবস্থিত।[১]
দাখিল দরওয়াজা | |
---|---|
![]() ২০১৮ সালে দাখিল দরওয়াজা এর অবশিষ্টাংশ | |
![]() | |
বিকল্প নাম | সালামী দরজা |
সাধারণ তথ্যাবলী | |
অবস্থা | সংরক্ষিত |
ঠিকানা | রামকেলী, মালদা |
শহর | পশ্চিমবঙ্গ |
দেশ | ভারত |
অন্যান্য তথ্য | |
কক্ষসংখ্যা | ১ |
ইতিহাস
সম্পাদনাইতিহাসের অনেক জায়গায় উল্লেখ আছে গৌড় দুর্গ বানানোর সময় সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ এই দাখিল দরোয়াজা তৈরি করিয়েছিলেন।[২]
অবকাঠামো
সম্পাদনাঅবস্থান
সম্পাদনাএটি মালদা এর রামকেলী গ্রামে অবস্থিত। মালদা থেকে পাঁয়ে হেঁটে ১৫-২০ মিনিট এর মতো লাগবে এবং মালদা এর পিয়াসবাড়ি বাস স্ট্যান্ড থেকে মাহাদিপুর এর গন্তব্যের যে বাস পাওয়া যায় তার মাধ্যমে এখানে পৌঁছানো যায়।
আরো দেখুন
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে দাখিল দরওয়াজা সংক্রান্ত মিডিয়া রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গৌড় দুর্গ বানানোর সময় সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ দাখিল দরওয়াজা তৈরি করিয়েছিলেন - জিয়ো বাংলা"। jiyobangla.com। জুলাই ৩১, ২০১৯। সংগ্রহের তারিখ এপ্রিল ১৭, ২০২০।
- ↑ খাঁন, এম. আবিদ আলী (মার্চ ১৯৮৭)। গৌড় ও পান্ডুয়ার স্মৃতিকথা। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃষ্ঠা ৮৫।