ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্যের তালিকা
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়।[১][২] এটি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া সংক্ষেপে ইবি নামেই অধিক পরিচিত। এখানে ধর্মতত্ত্ব, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসা প্রশাসন, আইন, সামাজিক বিজ্ঞান এবং মানবিক ও কলা অনুষদের অন্তর্ভুক্ত বিভাগে পাঠদান করা হয়।[৩][৪] ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া জেলায় প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়।[৫] ইসলামী বিশ্ববিদ্যালয় ১৯৮৬ সালের ২৮ জুন তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে ৮টি অনুষদের অধীনে ৩৬টি বিভাগ চালু আছে।[৬][৭] এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রধান পদের নাম উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য | |
---|---|
সম্বোধনরীতি | মাননীয় |
বাসভবন | উপাচার্যের বাসভবন, ইবি |
আসন | প্রশাসনিক ভবন, ইবি |
নিয়োগকর্তা | বাংলাদেশের রাষ্ট্রপতি |
মেয়াদকাল | ৪ বছর |
সর্বপ্রথম | এ এন এম মমতাজ উদ্দিন চৌধুরী |
গঠন | ৩১ জানুয়ারি ১৯৮১ |
ওয়েবসাইট | iu |
উপাচার্যের তালিকা
সম্পাদনাবিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ও নির্মাণ প্রকল্প পরিচালকের নাম এ এন এম মমতাজ উদ্দিন চৌধুরী। মোট ১৩ জন উপাচার্য এই বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ১৪ তম উপাচার্যের নাম নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তালিকার মধ্যে ফয়েজ মুহাম্মাদ সিরাজুল হক ও মুহাম্মাদ আলাউদ্দিন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
নং | নাম | প্রতিকৃতি | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব হস্তান্তর | সময়কাল | মন্তব্য |
---|---|---|---|---|---|---|
১ | এ এন এম মমতাজ উদ্দিন চৌধুরী | ৯ ফেব্রুয়ারি ১৯৭৯ | ২৭ ডিসেম্বর ১৯৮৮ | ৯ বছর, ১০ মাস ও ১৮ দিন | তিনি প্রতিষ্ঠার জন্য প্রকল্প পরিচালকের দায়িত্ব ও প্রথম উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন।[৮][৯] তার নামে ইবিতে শিক্ষকদের একটি আবাসিক ভবনের নামকরণ করা হয়েছে। | |
২ | মুহম্মদ সিরাজুল ইসলাম | ২৮ ডিসেম্বর ১৯৮৮ | ১৭ জুন ১৯৯১ | ২ বছর, ৫ মাস ও ২০ দিন | তিনি ক্যাম্পাস গাজীপুর থেকে কুষ্টিয়ার স্থানান্তরের ব্যবস্থা করে বিশেষ অবদান রাখেন।[১০] | |
৩ | মুহাম্মাদ আব্দুল হামিদ | ১৮ জুন ১৯৯১ | ২১ মার্চ ১৯৯৫ | ৩ বছর, ৯ মাস ও ৩ দিন | তিনি কুষ্টিয়া শহরে অস্থায়ী কার্যক্রমের সমাপ্তি করে শান্তিডাঙ্গার মূল ক্যাম্পাসে ফেরাতে অবদান রেখেছেন।[১১] | |
৪ | মুহাম্মাদ ইনাম-উল হক | ৯ মে ১৯৯৫ | ২ সেপ্টেম্বর ১৯৯৭ | ২ বছর, ৩ মাস ও ২৪ দিন | তিনি প্রকৌশল অনুষদে কম্পিউটার, তড়িৎ ও রাসায়নিক প্রকৌশলের উপর তিনটা বিভাগ চালু করেন। এছাড়াও মুক্ত বাংলা ভাস্কর্য উদ্বোধন করেন।[১২] | |
৫ | কায়েস উদ্দিন | ৩ সেপ্টেম্বর ১৯৯৭ | ১৯ অক্টোবর ২০০০ | ৩ বছর, ১ মাস ও ১৬ দিন | তিনি তথ্য প্রযুক্তি, খাদ্য প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর তিনটা বিভাগ চালু করেন। শেখ মুজিবুর রহমান হল চালু করেন। | |
৬ | মুহাম্মাদ লুৎফর রহমান | ২০ অক্টোবর ২০০০ | ৩ নভেম্বর ২০০১ | ১ বছর ও ১৪ দিন | ||
৭ | মুহাম্মাদ মুস্তাফিজুর রহমান | ১০ ডিসেম্বর ২০০১ | ২ এপ্রিল ২০০৪ | ২ বছর, ৩ মাস ও ২৩ দিন | ||
৮ | এম রফিকুল ইসলাম | ৩ এপ্রিল ২০০৪ | ১০ জুলাই ২০০৬ | ২ বছর, ৪ মাস ও ৭ দিন | ||
৯ | ফয়েজ মুহাম্মাদ সিরাজুল হক | ১০ অগাস্ট ২০০৬ | ৮ মার্চ ২০০৯ | ২ বছর, ৬ মাস ও ২৬ দিন | তিনি এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন, তিনিই ইবি শিক্ষক হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের দায়িত্ব পালন করেন। | |
১০ | এম আলাউদ্দিন | ৯ মার্চ ২০০৯ | ২৭ ডিসেম্বর ২০১২ | ৩ বছর, ৯ মাস ও ১৮ দিন | তিনি এমএ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, শেখ হাসিনা হল এবং কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠা করেছিলেন। | |
১১ | আব্দুল হাকিম সরকার | ২৭ ডিসেম্বর ২০১২ | ৩০ জুন ২০১৬ | ৩ বছর, ৬ মাস ও ৩ দিন | তিনি মার্কেটিং, লোক প্রশাসন, ফোকলোর নামে তিনটা বিভাগ প্রতিষ্ঠা করেন। | |
১২ | হারুন-উর-রশিদ আসকারী | ২১ অগাস্ট ২০১৬ | ২০ অগাস্ট ২০২০ | ৩ বছর, ১১ মাস ও ৩০ দিন | তিনি চার বছর মেয়াদ পূর্ণকারী প্রথম উপাচার্য, তিনি ইবি ক্যাম্পাসের জনপ্রিয় ভিসি ছিলেন। | |
১৩ | শেখ আব্দুস সালাম | ৩০ সেপ্টেম্বর ২০২০ | ৯ আগস্ট ২০২৪ | ৩ বছর, ১০ মাস ও ১০ দিন | ||
১৪ | নকীব মোহাম্মদ নসরুল্লাহ | ২৪ সেপ্টেম্বর ২০২৪ | বর্তমান | ১ মাস ও ২৭ দিন |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Islamic University"। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ২০০৭-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১৭।
- ↑ "ইসলামী বিশ্ববিদ্যালয়"। banglapedia.org।
- ↑ "ইসলামী জ্ঞানের আলোয় উদ্ভাসিত ইবির ধর্মতত্ত্ব অনুষদ"। দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০।
- ↑ "বৈচিত্রময় ইসলামী বিশ্ববিদ্যালয়"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০।
- ↑ THE ISLAMIC UNIVERSITY ACT, 1980
- ↑ Engineer, Nazmus Shahadat, Senior Software। "Islamic University"। iu.ac.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৫।
- ↑ "ইবিতে খোলা হলো সাংবাদিকতা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২২-০৯-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৫।
- ↑ "ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী"। Barta24.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪।
- ↑ "ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৮ বছর"। bdnewshour24.com। ২০২১-১২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪।
- ↑ "ইসলামী বিশ্ববিদ্যালয় কোন পথে পরিচালিত হবে"। যুগান্তর। ২০২০-১০-০৪। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯।
- ↑ "ইসলামী বিশ্ববিদ্যালয় কোন পথে পরিচালিত হবে"। দৈনিক যুগান্তর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৮।
- ↑ https://www.risingbd.com। "মহান মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত ইবির মুক্ত বাংলা"। RisingBD Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৩।