আশা ভালবাসা
তমিজ উদ্দীন রিজভী পরিচালিত ১৯৯৫-এর চলচ্চিত্র
আশা ভালবাসা হল ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন তমিজ উদ্দীন রিজভী এবং সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনাজ, সাবরীনা, ডন ও মিশা সওদাগর। চলচ্চিত্রটিতে প্রথম খলচরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর।[২]
আশা ভালবাসা | |
---|---|
![]() আশা ভালবাসা চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | তমিজ উদ্দীন রিজভী |
রচয়িতা | ছটকু আহমেদ (সংলাপ) |
চিত্রনাট্যকার | তমিজউদ্দীন রিজভী |
কাহিনিকার | তমিজউদ্দীন রিজভী |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আবু তাহের |
চিত্রগ্রাহক | শহীদুল্লাহ দুলাল |
সম্পাদক | মুজিবুর রহমান দুলু |
প্রযোজনা কোম্পানি | আদৃতা চলচ্চিত্র |
পরিবেশক | আদৃতা চলচ্চিত্র |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৯৫ সালের ১লা ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পায়।
কুশীলব
সম্পাদনা- সালমান শাহ - আকাশ
- শাবনাজ - ডানা
- সাবরীনা - পরী
- ডন - রকি
- মিশা সওদাগর - আকরাম জোতদার
- গোলাম মুস্তাফা - জনাব খান
- প্রবীর মিত্র - উস্তাদ রইসুদ্দিন
- রাশেদা চৌধুরী
- মায়া চৌধুরী
- শেখর
- মিঠু
- জামিলুর রহমান শাখা
এছাড়া অন্যান্য অপ্রধান চরিত্রে অভিনয় করেছেন তৈমুর, মিলন, আরমান, সানোয়ার মোর্শেদ, নাজমুল হোসাইন, আবু তাহের, মিন্টু, রুস্তম, বৃষ্টি, মনি, বিজু, রাবেয়া, মাসুম, বাতেন, আমিন, মিঠু, হাসান, ও ফরহাদ।
সঙ্গীত
সম্পাদনাআশা ভালবাসা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আবু তাহের। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার ও মনিরুজ্জামান মনির।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "তুমি ছাড়া ভাল লাগে না" | ||
২. | "গান আমি গেয়ে যাব" | এন্ড্রু কিশোর | |
৩. | "ব্যথা বড় লাগে যদি তুমি দাও" | ||
৪. | "প্রেম প্রীতি আর ভালবাসা" | আগুন | ৪:১১ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Archive Movie List - 1995"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মিশার আফসোস"। দৈনিক প্রথম আলো। ৯ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে আশা ভালবাসা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আশা ভালবাসা (ইংরেজি)