আমা (১৯৬৪-এর চলচ্চিত্র)মিডিয়া এবং নাটকবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
এই নিবন্ধটি উইকিপ্রকল্প চলচ্চিত্রের অংশ, যা উইকিপিডিয়ায় চলচ্চিত্র সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
এই নিবন্ধটি উইকিপ্রকল্প নেপালের অংশ, যা উইকিপিডিয়ায় নেপাল সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
আমা (১৯৬৪-এর চলচ্চিত্র) নিবন্ধ থেকে একটি তথ্য ৯ জুলাই ২০২১ তারিখে উইকিপিডিয়ার প্রধান পাতারআপনি জানেন কি? কলামে প্রদর্শিত হয়েছে (পরিদর্শন পরীক্ষা করুন)। প্রদর্শিত তথ্যটি নিম্নে দেওয়া হলো:
এই পর্যালোচনাটি আলাপ:আমা (১৯৬৪-এর চলচ্চিত্র)/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।
প্রিয় ফায়সাল ভাই,
নিবন্ধটি মোটামুটি ঠিকই আছে। শুধু কয়েকটি ছোটোখাটো পরিবর্তন করলেই সর্বাঙ্গসুন্দর হবে:
অল্প দু’-একটি ক্ষেত্রে দু’রকম বানান চোখে পড়ল। যেমন, কাহিনী/কাহিনি দুইই আছে। গোটা নিবন্ধটি পড়ে মনে হল, আপনি পুরনো বানানরীতির পক্ষপাতী। সেক্ষেত্রে ‘কাহিনি’ বাদ দিয়ে ‘কাহিনী’ করে দিলেই চলবে।
বাঁকা হরফে লেখার পরে একটি ড্যাশ (-) দিয়ে অক্ষর যোগ করুন। কয়েকটিতে করেছেন; যেমন কাটমান্ড ক্রেজ-কে। কিন্তু অল্প কয়েকটি হয়তো আপনার দৃষ্টি এড়িয়ে গিয়েছে।
‘ভুবন চন্দ’ বানানে ঊ-কার দিয়েছেন। ওটি উ-কার হবে। লিংকে ক্লিক করলে মূল নিবন্ধটিতেও ওই বানান পাবেন। সঙ্গে ‘কাটমান্ডু ভ্যালি’ নয়, ওটি ‘কাটমান্ডু উপত্যকা’ করলে আরও সুন্দর হয়।
তথ্যসূত্রের ইংরেজি অংশগুলি বাংলা করতে হবে। যেমন, "Aama, first movie produced in Nepal" কথাটিকে দুই ভাবে লিখতে পারেন; হয় "আমা, নেপালে প্রযোজিত প্রথম চলচ্চিত্র (ইংরেজি ভাষায়)" অথবা "আমা, ফার্স্ট মুভি প্রোডিউসড ইন নেপাল"। ৩ নং তথ্যসূত্রটি প্রায় পুরোটাই ইংরেজিতে থেকে গিয়েছে। ওটিও বাংলা করতে হবে।
ভূমিকার প্রথম অনুচ্ছেদে লাল লিংকের আধিক্য বড়োই দৃষ্টিকটু লাগছে। বাংলা উইকিপিডিয়ায় সংশ্লিষ্ট নিবন্ধগুলি না থাকলে লিংক ছাড়া দিলেও কোনও ক্ষতি নেই।
শুধুমাত্র 'কাহিনি' বানান সবস্থানে ব্যবহার করলাম। বাঁকা হরফের পর (-) বসিয়ে দিয়েছি। কয়েক স্থানে বাঁকা শব্দ বাদ দিয়েছি। ‘ভুবন চন্দ’ বানানে ঊ-কার অপসারণ করে উ-কার করে দিয়েছি। ভূমিকার লাল লিংক কমিয়ে দিয়েছি। জনাব আফতাবের পরামর্শ অনুযায়ী অনূদিত শিরোনাম যোগ করে প্রত্যেকটি ইংরেজি শিরোনামের এক যুতসই বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি।কিছু অনুল্লেখ্য বানান ভুল ঠিক করে দিয়েছি।
আমা হিরা সিং খত্রি'র প্রথম নির্মিত, ১৯৬৪ সালের নেপালিচলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনি লিখেন দূর্গা শ্রেষ্ঠ ও চৈত্য দেবী। চলচ্চিত্রটি নেপাল সরকারের তথ্য বিভাগের (প্রাক্তন রাজকীয় নেপাল চলচ্চিত্র কর্পোরেশন) ব্যানারে নেপালের তৎকালীন রাজা মহেন্দ্র বীর বিক্রম শাহ দেব কর্তৃক প্রযোজিত হয়েছিল। চলচ্চিত্রটির মূখ্য ভূমিকায় শিব শংকর ও ভুবন চন্দ থাপা ছাড়াও পার্শ্ব চরিত্র সমূহে বসুন্ধরা ভুশল, হিরা সিং খত্রি এবং হরি প্রসাদ রিমল প্রমুখ অভিনয় করেছেন।আমা-তে সেনাবাহিনীর চাকুরী ফেরত এক যুবকের কাহিনি চিত্রায়িত হয়েছে।রাজা মহেন্দ্র হিরালাল খত্রিকে আমা পরিচালনার জন্য অনুরোধ করেছিলেন। মূলত ভারতেরকলকাতায় চলচ্চিত্রটির গৃহমধ্যস্থ দৃশ্য ধারণ ও নির্মাণ পরবর্তী সম্পাদনা হয়েছিল। আমা নেপালে প্রযোজিত প্রথম নেপালি চলচ্চিত্র হিসেবে ১৯৬৪ সালের ৭ অক্টোবর মুক্তি পায়। (বাকি অংশ পড়ুন) - উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১১৫