আমিশাপাড়া ইউনিয়ন
আমিশাপাড়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি উপজেলার একটি ইউনিয়ন।
আমিশাপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
১০নং আমিশাপাড়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে আমিশাপাড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০′৭″ উত্তর ৯১°২′২৮″ পূর্ব / ২৩.০০১৯৪° উত্তর ৯১.০৪১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | সোনাইমুড়ি উপজেলা |
আসন | ২৬৮ নোয়াখালী-১ |
সরকার | |
• চেয়ারম্যান | খলিলুর রহমান (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৭.৪৮ বর্গকিমি (৬.৭৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩২,২৪৪ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৮.২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৪৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাআমিশাপাড়া ইউনিয়নের আয়তন ১৭.৪৮ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমিশাপাড়া ইউনিয়নের জনসংখ্যা ৩২,২৪৪ জন।
অবস্থান ও সীমানা
সম্পাদনাসোনাইমুড়ি উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে আমিশাপাড়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে দেওটি ইউনিয়ন, পূর্বে সোনাপুর ইউনিয়ন ও বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন, দক্ষিণে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন এবং পশ্চিমে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাআমিশাপাড়া ইউনিয়ন সোনাইমুড়ি উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সোনাইমুড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- আবিরপাড়া
- তথারখিল
- শোকরপুর
- আইছাপাড়া
- কৃষ্ণপুর
- আমিশাপাড়া
- আফুলশী
- বাচাইরগাঁও
- বাশুকীপাড়া
- বটগ্রাম
- মিরিকপুর
- ভদ্রগ্রাম
- বড় গোবিন্দপুর
- ধানুপুর
- কাজীরখিল
- মানিক্যনগর
- বারাহীনগর
- কেশরখিল
- বড়পাড়া
- নারায়ণ ভট্ট
- নোয়া রাজারামপুর
- সানারবাগ
- পদিপাড়া
- পানিয়াশালা
- সাতঘরিয়া
- কংসনগর
- নাওড়ী
- দক্ষিণ কাইচেরবাগ
- নোয়াগাঁও
- পশ্চিম কেশবপুর
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমিশাপাড়া ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬৮.২%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ এবং ১৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাকলেজ[২]
প্রাথমিক বিদ্যালয়[৩]
- দক্ষিণ আবির পাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর পদিপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব কৃষ্ণপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মানিক্যনগর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোয়া রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কৃষ্ণপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আমিশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাচাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আইছাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আবিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোবিন্দপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কেশারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিহিরগাঁও জনকল্যাণ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বারাহীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাজীরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তথারখিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর পদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাসোনাইমুড়ী উপজেলা হতে সিএনজি অথবা অটোরিকশা যোগে দীঘির জান থেকে সোনাপুর ইউনিয়ন হয়ে সহজেই ইউপি কমপ্লেক্সে আসা যায়।
খাল ও নদী
সম্পাদনাখাল ও নদীর তালিকা[৪]
- কামাল দিঘী আমিশাপাড়া খাল
- মহেন্দ্র খাল
- ভালুয়া-চৌমুহনী সংযোগ খাল
- পদিপাড়া কাচিহাটা খাল
হাট-বাজার
সম্পাদনাহাট-বাজারের তালিকা[৫]
- আমিশাপাড়া বাজার
- তালতলা বাজার
- পদিপাড়া বাজার
- আবিরপাড়া বাজার
- ঈদগাহ আমিন বাজার
- কাজীরখিল বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনা- বারাহীদেবীর মন্দির
- [৬]উত্তর পদিপাড়া
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান পরিষদ[৭]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
খলিলুর রহমান[৮] | চেয়ারম্যান | |
মোঃ সোলায়মান | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
মোঃ আবু তাহের | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
আব্দুর আজিজ | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
দাউদ হোসেন | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
শাহ আলম | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
নুর আলম | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
আবুল হোসাইন | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
মোঃ জাহাঙ্গীর আলম | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
মাকছুদ আলম | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
মনোয়ারা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
তাছলিমা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
নারগিস আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "কলেজ, আমিশাপাড়া ইউনিয়ন"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, আমিশাপাড়া ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "খাল ও নদী, আমিশাপাড়া ইউনিয়ন"। amishaparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "হাট-বাজারের তালিকা, আমিশাপাড়া ইউনিয়ন"। amishaparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "মন্দির, আমিশাপাড়া ইউনিয়ন"। amishaparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "বর্তমান পরিষদ, আমিশাপাড়া ইউনিয়ন" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "চেয়ারম্যান, আমিশাপাড়া ইউনিয়ন"। amishaparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।