সোনাপুর ইউনিয়ন, সোনাইমুড়ি
সোনাপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি উপজেলার একটি ইউনিয়ন।
সোনাপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
বাংলাদেশে সোনাপুর ইউনিয়ন, সোনাইমুড়ির অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০′১০″ উত্তর ৯১°৩′৫১″ পূর্ব / ২৩.০০২৭৮° উত্তর ৯১.০৬৪১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | সোনাইমুড়ি উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ আলমগীর হোসেন (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৩.৬৭ বর্গকিমি (৫.২৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৫,৭৯১ |
• জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৪,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬২.২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৪৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন সম্পাদনা
সোনাপুর ইউনিয়নের আয়তন ১৩.৬৭ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা সম্পাদনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সোনাপুর ইউনিয়নের জনসংখ্যা ২৫,৭৯১ জন।
অবস্থান ও সীমানা সম্পাদনা
সোনাইমুড়ি উপজেলার দক্ষিণাংশে সোনাপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে বজরা ইউনিয়ন, উত্তরে নদনা ইউনিয়ন, পশ্চিমে দেওটি ইউনিয়ন ও আমিশাপাড়া ইউনিয়ন এবং দক্ষিণে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো সম্পাদনা
সোনাপুর ইউনিয়ন সোনাইমুড়ি উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সোনাইমুড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বারাহিপুর
- চণ্ডীনগর
- ধন্যপুর
- হাসানপুর
- মেরিপাড়া
- মুরাদপুর
- নোয়াগাঁও
- উত্তর হীরাপুর
- উত্তর কালিকাপুর
- উত্তর সোনাপুর
- দক্ষিণ মাহতাবপুর
- পশ্চিম চাঁদপুর
- পশ্চিম দৌলতপুর
শিক্ষা ব্যবস্থা সম্পাদনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সোনাপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬২.২%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা এবং ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা
প্রাথমিক বিদ্যালয়[২]
- নোয়াগাঁও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ১নং মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মেরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাপুর কোট বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাপুর আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধন্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম দৌলতপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ১নং সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা
বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা
সোনাইমুড়ী উপজেলা হতে সিএনজি অথবা বাস যোগে দীঘিরজান এসে সেখান থেকে আমিশাপাড়া সড়কে আসলেই ইউপি কমপ্লেক্স দেখা যাবে।
খাল ও নদী সম্পাদনা
খাল ও নদীর তালিকা[৩]
- ওয়াপদা খাল
- আজহর কেরানী খাল
- গোলাম নবী খাল
হাট-বাজার সম্পাদনা
হাট-বাজারের তালিকা[৪]
- সোনাপুর বাজার
- কালিকাপুর বাজার
- কোটবাড়িয়া বাজার
- হীরাপুর তিনতেড়ি বাজার
- ধন্যপুর বাজার
দর্শনীয় স্থান সম্পাদনা
- মোজাফফর আহমেদ স্মৃতি ভবন
- মোজাফফর আহমেদের বাড়ী
জনপ্রতিনিধি সম্পাদনা
বর্তমান পরিষদ[৫]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
মোঃ আলমগীর হোসেন[৬] | চেয়ারম্যান | |
মোঃ গোলাম মূর্তুজা | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
মহিন উদ্দিন ভূইয়া | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
মোঃ ইয়াকুব আলী | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
জাহাঙ্গীর আলম | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
আবুল হোসেন | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
তোফায়েল আহম্মদ | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
আবদুর রাজ্জাক | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
রফিকুল আলম | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
আবদুল হালিম | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
নারগিস আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
মীর্জা কামরুন নাহার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
শাহিন আক্তার নয়ন | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, সোনাপুর ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "খাল ও নদী, সোনাপুর ইউনিয়ন"। sonapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "হাট-বাজারের তালিকা, সোনাপুর ইউনিয়ন"। sonapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "বর্তমান পরিষদ, সোনাপুর ইউনিয়ন" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "চেয়ারম্যান, সোনাপুর ইউনিয়ন"। sonapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।