আবু তাহের মিসবাহ
আবু তাহের মিসবাহ (জন্ম: ৬ মার্চ ১৯৫৬), যিনি আদিব হুজুর নামেও পরিচিত, একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, শিক্ষাবিদ ও লেখক। বাংলা সাহিত্যিক আলেম হিসেবে তার পরিচিতি রয়েছে।[২][৩][৪] আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া সমাপ্ত করে তিনি শিক্ষকতায় নিযুক্ত হন। নূরিয়া মাদ্রাসায় শিক্ষকতাকালে তিনি হাতে লেখা আরবি পত্রিকা ইকরা প্রকাশের মাধ্যমে একটি শিক্ষা সংস্কার আন্দোলনের সূচনা করেন। পরবর্তীতে তার চিন্তাধারার আলোকে প্রতিষ্ঠা করেন মাদরাসাতুল মদিনা। এখান থেকে তার প্রবর্তিত শিক্ষা পদ্ধতি মাদানি নেসাব নামে পরিচিত। পরবর্তীতে তার প্রবর্তিত শিক্ষা পদ্ধতি সারাদেশে ছড়িয়ে পড়ে।[৫] মাদানি নেসাবের জন্য তার রচিত প্রথম পাঠ্যবই এসো আরবি শিখি, যেটি বাংলাদেশে আরবি শিখার প্রাথমিক গ্রন্থ হিসেবে পঠিত হয়। তার রচিত অন্যান্য পাঠ্যবইয়ের মধ্যে রয়েছে: এসো সরফ শিখি, এসো নাহু শিখি, এসো বালাগাত শিখি, এসো ফিকাহ শিখি, এসো উর্দু শিখি, এসো কলম মেরামত করি, ইসলামকে জানতে হলে, আত তামরিন, এসো তাফসির শিখি। এসো কোরআন শিখি তার লেখা উপমহাদেশের মাদ্রাসা ছাত্রদের কুরআন বিষয়ক প্রথম প্রাথমিক গ্রন্থ।[৫][১] আল মানার ও আল মুজামুল ওয়াসিত তার রচিত দুটি আধুনিক আরবি-বাংলা অভিধান।
আবু তাহের মিছবাহ | |
---|---|
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ঢাকা | ৬ মার্চ ১৯৫৬
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | |
ব্যক্তিগত তথ্য | |
পিতামাতা |
|
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
প্রধান আগ্রহ | |
উল্লেখযোগ্য ধারণা | [মাদানি নেসাব] |
উল্লেখযোগ্য কাজ | মাদরাসাতুল মদিনাহ |
অন্য নাম | আদিব হুজুর |
ঊর্ধ্বতন পদ | |
এর শিষ্য | |
যার দ্বারা প্রভাবিত | |
সাহিত্যকর্ম |
|
তিনি বাংলা সাহিত্য সাময়িকী মাসিক আল কলমের (পুষ্প) প্রতিষ্ঠাতা সম্পাদক। বাংলা সাহিত্যের ক্ষেত্রে তিনি আলেমসমাজকে এক নতুন পথ দেখিয়েছেন। তার অসংখ্য শিষ্য বাংলা সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেছেন।[৬] তিনি আবুল হাসান আলী হাসানী নদভীর ভাবশিষ্য। নদভীর লেখা মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?, সংগ্রামী সাধকদের ইতিহাস, আরকানে আরবাআ, আল মুরতাজা, কাসাসুন নাবিয়্যিন অনুবাদ করেছেন। অনুবাদ করেছেন তাকি উসমানির লেখা মাযহাব কী ও কেন?, ইতিহাসের কাঠগড়ায় হযরত মুআবিয়া রা.। গুরু দত্ত সিং দারার রসুলে আরাবি তার হাতে তোমাকে ভালোবাসি হে নবী নামে বাংলা ভাষায় অনূদিত হয়ে আলোড়ন সৃষ্টি করেছে।[৭] মুহাম্মদুল্লাহ হাফেজ্জীর সাথে তরুণ বয়সে তার হজ্জের ভ্রমণকাহিনী বায়তুল্লাহর মুসাফির, এসো কলম মেরামত করি, তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে ইত্যাদি বাংলা সাহিত্যে তার অনবদ্য সৃষ্টি।[৫][৮] শিশু আকিদা সিরিজ, শিশু সীরাত সিরিজ ইত্যাদি তার শিশু সাহিত্যে উল্লেখযোগ্য সংযোজন।[৯]
জীবনী সম্পাদনা
আবু তাহের মিসবাহ ১৯৫৬ সালের ৬ মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতা মিছবাহুল হক। পৈতৃক বাড়ি কুমিল্লায় হলেও তিনি বড় হন ঢাকায়। জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ, জামিয়া নূরিয়া ইসলামিয়ায় পড়ার পর ১৯৭৭ সালে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন। জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় শিক্ষক হিসেবে তার কর্মজীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি জামিয়া নূরিয়া ইসলামিয়ায় প্রায় ২৫ বছর শিক্ষকতা করেন। তখন থেকে তিনি মাদানি নেসাবের জন্য পরীক্ষামূলক পাঠ্যবই রচনা শুরু করেন। ১৯৯২ সালে তার চিন্তাধারার আলোকে আবদুল হাই পাহাড়পুরীর তত্ত্বাবধানে তিনি মাদরাসাতুল মদিনা প্রতিষ্ঠা করেন।[১০][১১]
সাহিত্যকর্ম সম্পাদনা
তার সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
পাঠ্যবই সম্পাদনা
- এসো আরবী শিখি
- এসো ছারফ শিখি
- এসো নাহ্ব শিখি
- এসো কোরআন শিখি
- এসো ফিকহ শিখি
- ইসলামকে জানতে হলে
- এসো বালাগাত শিখি
- এসো উর্দু শিখি
- এসো তাফসির শিখি
- আত তামরিনুল কিতাবী আলাত তরিক ইলাল আরাবিয়াহ
বাংলা সাহিত্য সম্পাদনা
- বায়তুল্লাহর মুসাফির (ভ্রমণকাহিনী)
- বাইতুল্লাহর ছায়ায় (ভ্রমণকাহিনী)
- তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে (ভ্রমণকাহিনী)
- দরদী মালীর কথা শোনো
- তালিবানে ইলমের রাহে মানযিল
- এসো কলম মেরামত করি
আরবি সাহিত্য সম্পাদনা
- তাফসীরুল কুরআনিল কারীম
- রসাইলুল মাছাবিহ
অনুবাদ সাহিত্য সম্পাদনা
- কবুল করুন আপনার আমানত (মূল: কালিম সিদ্দিকী)
- তোমাকে ভালবাসি হে নবী (মূল: গুরুদত্ত সিং)
- মুসলিম উম্মাহর পতনে : বিশ্বের কী ক্ষতি হলো? (মূল: আবুল হাসান আলী হাসানী নদভী)
- তালিবে ইলমে জীবন পথের পাথেয় (মূল: আবুল হাসান আলী হাসানী নদভী)
- কাসাসুন নাবিয়্যিন (মূল: আবুল হাসান আলী হাসানী নদভী)
- সংগ্রামী সাধকদের ইতিহাস (মূল: আবুল হাসান আলী হাসানী নদভী)
- আরকানে আরবাআ (মূল: আবুল হাসান আলী হাসানী নদভী)
- প্রাচ্যের উপহার (মূল: আবুল হাসান আলী হাসানী নদভী)
- হযরত আলী রা. জীবন ও খিলাফত (মূল: আবুল হাসান আলী হাসানী নদভী)
- ইতিহাসের কাঠগড়ায় হযরত মুআবিয়া রা. (মূল: মুহাম্মদ তাকি উসমানি)
- আমার স্মৃতি - কিছু সুখের, কিছু দুঃখের (মূল: মুহাম্মদ তাকি উসমানি)
- মাযহাব কী ও কেন? (মূল: মুহাম্মদ তাকি উসমানি)
- মাকামে ছাহাবা ও কারামাতে ছাহাবা (মূল: আশরাফ আলী থানভী ও মুহাম্মদ শফি উসমানি)
- দুহাল ইসলাম (ইসলামের দ্বিপ্রহর) (মূল: আহমদ আমিন)
অভিধান সম্পাদনা
- আল মানার (বাংলা-আরবি)
- আল মুজামুল ওয়াসিত
সম্পাদনা সম্পাদনা
- তাইসিরুল ফিকহিল মুয়াসসার
- তাওবা ইস্তিগফারের হাকীকত
- পুষ্পসমগ্র
- আল-হিদায়া
- হায়াতে মুহাদ্দিস রহ.
- হাদীছের আলো জীবনের পাথেয়
শিশু আকীদা সিরিজ ১ থেকে ১০ সম্পাদনা
- আল্লাহ
- নবী ও রাসূল
- আসমানী কিতাব
- ফেরেশতা
- প্রথম মানুষ
- জান্নাত
- জাহান্নামে
- কিয়ামত
- শেষ বিচার
- মাটির ঘর
শিশু সীরাত সিরিজ ১ থেকে ১০ সম্পাদনা
- মক্কায় নবীজী
- মদিনায় নবীজী
- জিহাদের ময়দানে নবীজী ১
- জিহাদের ময়দানে নবীজী ২
- নবীজী এমন ছিলেন ১
- নবীজী এমন ছিলেন ২
- নবীজী তোমাদের ভালোবাসতেন
- নবীজীর মোজেজা
- নবীজী বলেছেন
- অমুসলিমদের চোখে নবীজী
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ মামুন, আল ফাতাহ (২২ জুন ২০১৮)। "কলমের কারিগর"। দৈনিক যুগান্তর।
- ↑ তাশফিন, সাআদ (২১ ফেব্রুয়ারি ২০২২)। "সাংবাদিকতা ও বাংলা ভাষাচর্চায় আলেমসমাজ"। দৈনিক কালের কণ্ঠ।
- ↑ আসলাম, আসিফ (১৬ ফেব্রুয়ারি ২০১৮)। "একদিন মাদ্রাসা পড়ুয়ারা বাংলা সাহিত্যের নেতৃত্ব দেবেন"। দৈনিক যুগান্তর।
- ↑ মাহমুদ, পিয়ার (২২ ফেব্রুয়ারি ২০১৮)। "ভাষা আন্দোলনে আলেম সমাজের অবদান"। দৈনিক ইনকিলাব।
- ↑ ক খ গ আমির, তানজিল (২৮ আগস্ট ২০১৫)। "মাওলানা মিছবাহ : নবীওয়ালা কাজ করেছেন কলমে"। দৈনিক যুগান্তর।
- ↑ আইনী, আবদুস সাত্তার (২৬ ফেব্রুয়ারি ২০১৬)। "আলেমসমাজের বাংলা সাহিত্যচর্চা"। দৈনিক কালের কণ্ঠ।
- ↑ হক, মনযূরুল (১১ নভেম্বর ২০২০)। "মহানবী (সা.)–এর জীবনী রচনার হাজার বছর"। দৈনিক প্রথম আলো।
- ↑ বিল্লাহ, বাকি (২০ অক্টোবর ২০২০)। "তুরস্ক ভ্রমণের আবেগময় উপাখ্যান `তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে'"। দৈনিক নয়া দিগন্ত।
- ↑ সাকিব, শিহাব (২ মার্চ ২০২১)। "'ইসলামী শিশুসাহিত্য ধীরে ধীরে সমৃদ্ধির পথে হাঁটছে'"। দৈনিক যুগান্তর।
- ↑ এনায়েতুল্লাহ, মুফতি (২২ জানুয়ারি ২০২২)। "কর্মগুণে উজ্জ্বল আলোকবর্তিকা মাওলানা আবু তাহের মিসবাহ"। জামিয়া নূরিয়া ইসলামিয়া।
- ↑ বিন রফিক, আবদুল্লাহ (১২ অক্টোবর ২০১৬)। "নিভৃতচারী চার আলেম"। আওয়ার ইসলাম টুয়েন্টি ফোর।