ঋদ্ধিমান সাহা

ভারতীয় ক্রিকেটার
(Wriddhiman Saha থেকে পুনর্নির্দেশিত)

ঋদ্ধিমান প্রশান্ত সাহা (জন্ম: ২৪ অক্টোবর, ১৯৮৪) পশ্চিমবঙ্গের শিলিগুড়ির শক্তিগড়ে জন্মগ্রহণকারী ভারতের উদীয়মান ক্রিকেটার। তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান ও বিশেষজ্ঞ উইকেট-কিপারভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ঋদ্ধিমান ঘরোয়া ক্রিকেটে বাংলা ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিংস ইলাভেন পাঞ্জাবের হয়ে খেলছেন। আইপিএলের সপ্তম আসরের চূড়ান্ত খেলায় প্রথম ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেঞ্চুরি করেন।

ঋদ্ধিমান সাহা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ঋদ্ধিমান সাহা
জন্ম (1984-10-24) ২৪ অক্টোবর ১৯৮৪ (বয়স ৪০)
শক্তিগড়, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত
ডাকনামপাপালি, পপস
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউইকেট-কিপার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক৬ ফেব্রুয়ারি ২০১০ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টেস্ট২৪ জানুয়ারি ২০১২ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক২৮ নভেম্বর ২০১০ বনাম নিউজিল্যান্ড
শেষ ওডিআই৪ ডিসেম্বর ২০১০ বনাম নিউজিল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৭–বাংলা
২০০৮-২০১০কলকাতা নাইট রাইডার্স
২০১১-২০১৩চেন্নাই সুপার কিংস
২০১৪-২০১৭কিংস ইলাভেন পাঞ্জাব
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২১ ৯১ ১০০
রানের সংখ্যা ৮৩৯ ৪১ ৫০৫৪ ২৬৯৩
ব্যাটিং গড় ৩২.২৭ ১৩.৬৬ ৪২.১১ ৪২.৭৪
১০০/৫০ ২/৫ ০/০ ১১/২৯ ২/১৯
সর্বোচ্চ রান ১০৬* ১৬ ২০৩* ১১৬
ক্যাচ/স্ট্যাম্পিং ৩১/৭ ১৭/১ ২১২/৩০ ১২৩/১৫
উৎস: ক্রিকইনফো, ৫ জুন ২০১৪

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রবেশের পূর্বে তিনি অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২২ দলে খেলেন। ২০০৬-০৭ মৌসুমে রঞ্জি ট্রফি প্রতিযোগিতায় আসামের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটে তার। কিন্তু ঐ খেলায় তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি। পরের খেলায় ব্যাটিংয়ে নামলেও তিনি শূন্য রানে আউট হন। ২০০৭-০৮ মৌসুমে হায়দরাবাদের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। বাংলার ১৫তম খেলোয়াড় হিসেবে তিনি অভিষেকেই শতরান হাঁকানোর গৌরব লাভ করেন। দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করায় ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হন। ইসরাইলের আমন্ত্রিত একাদশের বিরুদ্ধে তিনটি সীমিত ওভারের খেলায় অংশগ্রহণের জন্য তাকে ভারতের এ দলে অন্তর্ভুক্ত করা হয়।

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

দীনেশ কার্তিকের বিপরীতে সংরক্ষিত উইকেট-কিপার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট সিরিজে অংশগ্রহণের জন্য ঋদ্ধিমানকে ২৮ জানুয়ারি, ২০১০ তারিখে ভারতের টেস্ট দলে ডাকা হয়। প্রথম টেস্টে ভিভিএস লক্ষ্মণের আঘাতপ্রাপ্তি ও অনুশীলনীতে রোহিত শর্মা আহত হওয়ায় মাঠে নামার সুযোগ পান তিনি। ৬ ফেব্রুয়ারি, ২০১০ তারিখে নাগপুরে অনুষ্ঠিত ১ম টেস্টে এস. বদ্রিনাথের সাথে তারও একযোগে অভিষেক ঘটে।[] প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে দর্শনীয় ৩৬ রান করেন। উভয় ইনিংসেই তিনি ফাস্ট বোলার ডেল স্টেইনের শিকার হন। ভারত ঐ খেলায় ইনিংস ও ৬ রানে পরাজিত হয়েছিল।

সেরা ইনিংস

সম্পাদনা
টেস্ট
সাল মাঠ প্রতিপক্ষ রান ফল ম্যাচ সেরা
২০১৬ ইডেন গার্ডেন্স   নিউজিল্যান্ড ৫৪* ও ৫৮*   ভারত ঋদ্ধিমান সাহা

বিফল ইনিংস

সম্পাদনা
টেস্ট
সাল মাঠ প্রতিপক্ষ রান ফল নোট
২০১৭ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম Australia 0 & 5 Australia
২০১৮ নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড   দক্ষিণ আফ্রিকা ০ ও ৮   দক্ষিণ আফ্রিকা চতুর্থ ইনিংসে ২০৮ রান তাড়া করতে গিয়ে ভারত ১৩৫ রানে অলআউট হয়ে যায়। পরবর্তী টেস্টে ঋদ্ধিমান ব্রাত্য হয়ে পড়ে ও পার্থিব প্যাটেল কে পুনঃ অন্তর্ভুক্তি করা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা