স্যাম স্ট্যাপলস
স্যামুয়েল জেমস স্ট্যাপলস (ইংরেজি: Sam Staples; জন্ম: ১৮ সেপ্টেম্বর, ১৮৯২ - মৃত্যু: ৪ জুন, ১৯৫০) নটিংহ্যামশায়ারের নিউস্টিড কোলিয়েরিতে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও কোচ ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।[১] ১৯২৮ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | স্যামুয়েল জেমস স্ট্যাপলস | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ১৮ সেপ্টেম্বর, ১৮৯২ নিউস্টিড কোলিয়েরি, নটিংহ্যামশায়ার | |||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ৪ জুন, ১৯৫০ স্ট্যান্ডার্ড হিল, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি অফ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার, কোচ | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ২৩২) | ২১ জানুয়ারি ১৯২৮ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ৪ ফেব্রুয়ারি ১৯২৮ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৯ এপ্রিল ২০১৯ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি অফ ব্রেক বোলিং করতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন স্যাম স্ট্যাপলস।
কাউন্টি ক্রিকেট
সম্পাদনাসেপ্টেম্বর, ১৮৯২ সালে নটিংহ্যামশায়ারের নিউস্টিড কোলিয়েরিতে স্যাম স্ট্যাপলসের জন্ম। ১৯২০-এর দশক থেকে শুরু করে ১৯৩০-এর দশকের শুরুরদিক পর্যন্ত নটিংহ্যামশায়ারের পক্ষে নিয়মিতভাবে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেছেন। নটিংহ্যামশায়ারের সংরক্ষিত বোলার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তার নিখুঁতধর্মী মিডিয়াম পেস বোলিং ১৯২০-এর দশকে দলের অগ্রযাত্রায় ব্যাপক ভূমিকায় রাখে। গতিদানব হ্যারল্ড লারউড ও শারীরিকভাবে স্পর্শকাতরতায় ভোগা টিচ রিচমন্ডকে আরও কার্যকর করে তুলতে বোলিংয়ের মাধ্যমে চাপ কমিয়ে দিতেন। মাঝে-মধ্যেই অফ ব্রেক বোলিং থেকে রাউন্ড দি উইকেট পর্যায়ের বোলিং করে প্রতিপক্ষীয় ব্যাটম্যানদেরকে বিভ্রান্তিতে ফেলে দিতেন ও তার বল মোকাবেলা করা বেশ দুষ্কর ছিল। বোলারদের উপযোগী গ্রীষ্মেও ব্যতিক্রমধর্মী গড়ে উইকেট পেয়েছেন। তাসত্ত্বেও নটিংহ্যামশায়ারের বোলিং বিভাগে তার অবদানে সন্দেহাতীতভাবে প্রমাণিত।
১৯২০ সালে নটিংহ্যামশায়ারের পক্ষে প্রথম খেলতে নামেন। ওভালে শক্তিধর সারের বিপক্ষে ৬/৮১ বোলিং পরিসংখ্যান গড়লেও খুব কমই সফলতা পেয়েছিলেন। এ জাতীয় সফলতা প্রাপ্তি খুব কম ছিল। অবশেষে ১৯২১ সালে দলের স্থায়ী সদস্যের মর্যাদা লাভে সক্ষমতা দেখান। ৭৬ উইকেট পেলেও বর্ণাঢ্যময় খেলোয়াড়ী জীবনে যথেষ্ট প্রভাবের কথা বলা হয়েছিল। তাসত্ত্বেও, ১৯২২ সালে এক পর্যায়ে বেশ ভালো বোলিং করেন। দ্রুততার সাথে চার উইকেট লাভের মাধ্যমে ইয়র্কশায়ারের বিপক্ষে নাটকীয়ভাবে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। শেষ উইকেটে রিচমন্ডের সাথে ১৪০ রানের জুটি গড়েন। এ সময়ে তিনি ৮৫ রানে অপরাজিত ছিলেন। এরফলে ইয়র্কশায়ার দলকে চ্যাম্পিয়নশীপের খেলায় ঐ মৌসুমে একমাত্র পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয়েছিল ও শত উইকেট লাভের দোরগোড়ায় উপনীত হয়েছিলেন তিনি। তবে, ১৯২৩ সালের পূর্ব-পর্যন্ত দলে তেমন একটা ভূমিকা রাখতে পারেননি। আগস্ট ব্যাংক হলিডের খেলায় সারের বিপক্ষে ১১০ রানের ইনিংস খেললে সকলে বিস্ময়াভিভূত হয়ে পড়েন।
১৯২৪ সালের গ্রীষ্মে অত্যন্ত উইকেট উপযোগী পিচেও স্ট্যাপলসের গড় উইকেট প্রতি ২৩ রানে চলে যায়। তাসত্ত্বেও, ১৯২৫ সালে নটিংহ্যামশায়ারের অন্যান্য বোলার - রিচমন্ড, লারউড ও ফ্রেড বারাটের তুলনায় বেশ উচ্চ গড়ে পৌঁছে। বোলিংয়ের ভার স্কন্ধে নেয়ায় দলের সফলতার প্রধান কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। এ ধারাটি ১৯২৬ সাল পর্যন্ত বহমান রাখেন। ঐ মৌসুমে ১১৩ উইকেট পান স্যাম স্ট্যাপলস। ১৯২৭ সালে পূর্বকার খেলাগুলোয় জয়বিহীন অবস্থায় থাকা গ্ল্যামারগনের কাছে স্মরণীয় পরাজয়ের ফলে চ্যাম্পিয়নশীপের শিরোপা থেকে বঞ্চিত হয় তার দল। ১৩২ উইকেট নিয়ে নিজস্ব সেরা মৌসুম অতিবাহিত করেন। তন্মধ্যে, কেন্টের বিপক্ষে ৯/১৪১ পেয়েছিলেন। অন্যদিকে, কার ব্যাট হাতে দলের অগ্রযাত্রায় ভূমিকা রাখেন।
ঘরোয়া ক্রিকেটে অসামান্য ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ১৯২৯ সালের উইজডেন সংস্করণে অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননা লাভ করেন।[২] ১৯২৯ সালে ক্রিকেট খেলা থেকে কিছুটা দূরে থাকলেও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পেরেছিলেন।
১৯৩০ সালে গ্রীষ্মের ভেজা আবহাওয়ায় তিন অঙ্কের কোটা স্পর্শে ব্যর্থ হন। তবে, ট্রেন্ট ব্রিজের পোতানো উইকেটে লিচেস্টারশায়ারের বিপক্ষে ৭/২৪ পেয়েছিলেন। ১৯৩১ সালে গাড়ী দূর্ঘটনায় নটিংহ্যামশায়ারের অধিকাংশ খেলা থেকে দূরে থাকেন ও লারউডের অনুপস্থিতিতে দলের বোলিং বিভাগ বেশ দূর্বল হয়ে পড়ে।
টেস্ট ক্রিকেট
সম্পাদনাম্যাটিং উইকেটে মিডিয়াম পেস বোলিং উপযোগী হওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরের জন্যে তিনি মনোনীত হন। সেখানে তিনি মাঝারিমানের সফলতা পান। ১৯২৭-২৮ মৌসুমে ইংল্যান্ড দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টে অংশগ্রহণ করেছিলেন। ২১ জানুয়ারি, ১৯২৮ তারিখে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে স্যাম স্ট্যাপলসের। তবে, ম্যাটিং উইকেটে আশাতীত সাফল্য পাননি তিনি।
১৯২৮ সালে স্ট্যাপলস ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত চমৎকার বোলিং করেছিলেন। ১৯২৮-২৯ মৌসুমে অস্ট্রেলিয়া গমনের উদ্দেশ্যে ইংরেজ দলের সদস্য হিসেবে তাকে রাখা হয়। কিন্তু, অসুস্থতার কারণে অস্ট্রেলিয়া গমন থেকে সফরের পূর্বে নিজেকে প্রত্যাহার করে নেন।
অবসর
সম্পাদনা১৯৩২ সালে হ্যাম্পশায়ারের বিপক্ষে খেলায় ১০/২১ পান যা পূর্বেকার চেয়ে বেশ ভালো ছিল। ১৯৩৩ সালে আকস্মিকভাবে খেলোয়াড়ী জীবন থেকে অবসর গ্রহণ করেন। এরপর তিনি দলের কোচের দায়িত্বভার লাভ করেন। ১৯৩৪ সালে আর্থার কার খেলায় অনুপস্থিত থাকলে একটি খেলায় অধিনায়কের দায়িত্ব পালন করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্যাম স্ট্যাপলস কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ১৯৪৯ সালের পূর্ব-পর্যন্ত হ্যাম্পশায়ারের কোচ ছিলেন। এরপর আরও এক মৌসুম প্রথম-শ্রেণীর আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেছিলেন। কিন্তু দূর্বল স্বাস্থ্যের কারণে এক মৌসুম শেষে অব্যহতি নেন।
৪ জুন, ১৯৫০ তারিখে ৫৭ বছর বয়সের অল্প কিছুদিন পর নটিংহ্যামশায়ারের স্ট্যান্ডার্ড হিল এলাকায় স্যাম স্ট্যাপলসের দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ [১] ESPNcricinfo, ESPN, সংগ্রহের তারিখ: ২১ নভেম্বর, ২০১৮
- ↑ "Wisden's Five Cricketers of the Year"। ESPNcricinfo। ESPN। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৫।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে স্যাম স্ট্যাপলস (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে স্যাম স্ট্যাপলস (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)