নাদিম ঘৌরি

পাকিস্তানী ক্রিকেটার ও আম্পায়ার
(Nadeem Ghauri থেকে পুনর্নির্দেশিত)

মোহাম্মদ নাদিম ঘৌরি (উর্দু: محمد نديم غورى‎‎; জন্ম: ১২ অক্টোবর, ১৯৬২) পাঞ্জাব প্রদেশের লাহোর এলাকায় জন্মগ্রহণকারী পাকিস্তানি আম্পায়ার ও সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের সূচনালগ্নে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

নাদিম ঘৌরি
نديم غورى
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মদ নাদিম ঘৌরি
জন্ম১২ অক্টোবর, ১৯৬২
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাবোলার, আম্পায়ার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১১৭)
৩ ফেব্রুয়ারি ১৯৯০ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ৭৫)
৩ জানুয়ারি ১৯৯০ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই২৫ ফেব্রুয়ারি ১৯৯০ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৮৬–১৯৯৯হাবিব ব্যাংক
১৯৮৩–১৯৮৬পাকিস্তান রেলওয়েজ
১৯৭৯–১৯৯৪লাহোর সিটি
১৯৭৭–১৯৭৯সার্ভিস ইন্ডাস্ট্রিজ
আম্পায়ারিং তথ্য
টেস্ট আম্পায়ার৫ (২০০৫–২০০৬)
ওডিআই আম্পায়ার৪৩ (২০০০–২০১০)
টি২০আই আম্পায়ার৪ (২০০৮–২০১০)
এফসি আম্পায়ার১২১ (১৯৯৯–২০১২)
এলএ আম্পায়ার১১৭ (২০০০–২০১২)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৪৭ ১২৭
রানের সংখ্যা ১৪ ১১৬৩ ১২১
ব্যাটিং গড় ১৪.০০ ১১.৪০ ৬.৭২
১০০/৫০ –/– –/– ০/০ ০/০
সর্বোচ্চ রান ৭* ৩৮ ১১*
বল করেছে ৪৮ ৩৪২ ৩৬,২৯০ ৬১৮০
উইকেট ৬৪১ ১৫২
বোলিং গড় ৪৬.০০ ২২.৫৮ ২৫.৫১
ইনিংসে ৫ উইকেট ৪৭
ম্যাচে ১০ উইকেট - ১২
সেরা বোলিং ২/৫১ ৮/৫১ –/–
ক্যাচ/স্ট্যাম্পিং –/– ৫৫/– –/– ২১/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩০ জানুয়ারি ২০২১

ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে হাবিব ব্যাংক লিমিটেড, লাহোর, পাকিস্তান রেলওয়েজ ও সার্ভিস ইন্ডাস্ট্রিজ দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন নাদিম ঘৌরি

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোর এলাকায় নাদিম ঘৌরি’র জন্ম। ১৯৭৭-৭৮ মৌসুম থেকে ১৯৯৮-৯৯ মৌসুম পর্যন্ত নাদিম ঘৌরি’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে ও ছয়টিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন নাদিম ঘৌরি। ৩ ফেব্রুয়ারি, ১৯৯০ তারিখে সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি। অন্যদিকে, ৩ জানুয়ারি, ১৯৯০ তারিখে মেলবোর্নে একই দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। ২৫ ফেব্রুয়ারি, ১৯৯০ তারিখে সিডনিতে একই দলের বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন তিনি।

১৯৯০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি তার একমাত্র টেস্টে অংশগ্রহণ করেছিলেন।[১] তবে, দূর্ভাগ্যবশতঃ অংশগ্রহণকৃত টেস্টে তিনি কোন রান কিংবা কোন উইকেট লাভ না করার ন্যায় অগৌরবজনক রেকর্ডের সাথে স্বীয় নামকে জড়িয়ে রেখেছেন।[২]

আম্পায়ারিত্বে অংশগ্রহণ সম্পাদনা

২০০৫ সালে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে আম্পায়ারিত্ব করেছেন। ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট পরিচালনা করেছিলেন তিনি।[৩] এর পাঁচ বছর পূর্বে নিজ শহরে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের তৃতীয় ওডিআইয়ে প্রথমবারের মতো আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।[৪] সবমিলিয়ে পাঁচ টেস্ট, ৪৩টি ওডিআই ও চারটি টি২০আই পরিচালনা করেছেন তিনি।

২০০৯ সালে গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কা দলের সাথে ভ্রমণরত অবস্থায় বাসে সন্ত্রাসীদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবে, তিনি আহত হননি।[৫]

এপ্রিল, ২০১৩ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে তাকে চার বছরের জন্যে আম্পায়ারিত্ব করা থেকে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। সিদ্ধান্তের অনুকূলে অর্থ গ্রহণের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।[৬][৭] ডিসেম্বর, ২০১৪ সালে পিসিবি বরাবরে তিনি নিষেধাজ্ঞা পুণঃবিবেচনা করার আবেদন করেন।[৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Nadeem Ghauri"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ মে ২০১৫ 
  2. "Pakistan tour of Australia, 3rd Test: Australia v Pakistan at Sydney, Feb 3-8, 1990"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ মে ২০১৫ 
  3. "Zimbabwe in Bangladesh Test Series – 2nd Test"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১২ 
  4. "AusSri Lanka in Pakistan ODI Series – 3rd ODI"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১২ 
  5. "Sri Lankan cricket attack: How the terrorist violence unfolded ". The Telegraph.
  6. "Pakistan ban two umpires for corruption"ESPNcricinfo.com। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৩ 
  7. "Pakistan Cricket Board rejects banned umpire Nadeem Ghouri's appeal" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে. NDTV Sports. 29 June 2013.
  8. "Nadeem Ghauri requests PCB to reconsider ban"। Dunya News। ৫ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২ মে ২০১৫ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা