২০১৬–১৭ বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর
বাংলাদেশ ক্রিকেট দল একমাত্র টেস্ট ক্রিকেট খেলার জন্য ভারত সফর করে, যা ফেব্রুয়ারি ২০১৭-এ অনুষ্ঠিত হয়।[১][২] টেস্ট অভিষেকের পর ভারতের মাটিতে স্বাগতিক ভারত দলের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম সফর ছিল।[৩] প্রকৃতপক্ষে সফরটি আগস্ট, ২০১৬ সালে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরও গ্রহণযোগ্য করে তুলতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নিয়ে যায়।[৪] আগস্ট, ২০১৬ সালে টেস্টের তারিখ নির্ধারিত হয়।[৫] জানুয়ারি, ২০১৭ সালে বিসিসিআই একদিন এগিয়ে নিয়ে আসে।[৬] এ টেস্টে ডিআরএস ব্যবহৃত হয়।[৭]
২০১৬ বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর | |||
---|---|---|---|
ভারত | বাংলাদেশ | ||
তারিখ | ৫ – ১৩ ফেব্রুয়ারি ২০১৭ | ||
অধিনায়ক | বিরাট কোহলি | মুশফিকুর রহিম | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে ভারত ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | বিরাট কোহলি (২৪২) | মুশফিকুর রহিম (১৫০) | |
সর্বাধিক উইকেট |
রবীন্দ্র জাদেজা (৬) রবিচন্দ্রন অশ্বিন (৬) |
তাসকিন আহমেদ (৩) তাইজুল ইসলাম (৩) |
টেস্ট শুরুর পূর্বে ভারত এ ও বাংলাদেশ দুই দিনের প্রস্তুতিমূলক খেলায় অংশ নেয়।[৮] বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ঐতিহাসিক সফর প্রসঙ্গে বলেন, ‘আমরা এমনভাবে খেলতে যাচ্ছি যাতে ভারত বারংবার আমাদেরকে আমন্ত্রণ জানায়। এটি আমার জন্য শুধুই আরেকটি টেস্ট খেলা’।[৯] ভারত ২০৮ রানের ব্যবধানে টেস্ট খেলায় জয় পায়।[১০]
দলীয় সদস্য
সম্পাদনাভারত | বাংলাদেশ |
---|---|
প্রস্তুতিমূলক খেলায় বাংলাদেশের ইমরুল কায়েস আঘাত পেলে মোসাদ্দেক হোসেনকে তার স্থলাভিষিক্ত হন।[১১] ১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চূড়ান্ত টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অমিত মিশ্র আহত হন। কুলদীপ যাদব তার স্থলে অন্তর্ভুক্ত হন।[১২]
প্রস্তুতিমূলক খেলা
সম্পাদনা৫–৬ ফেব্রুয়ারি ২০১৭
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- প্রতি দলে ১৪ খেলোয়াড় (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং)।
একমাত্র টেস্ট
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "India Cricket Schedule 2016: Fixtures and dates of all matches for Men in Blue in New Year"। International Business Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৬।
- ↑ "BCB confirms four series with India, maiden Test tour in 2016"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৬।
- ↑ "BCCI names six new Test venues"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৬।
- ↑ "Bangladesh considering hosting West Indies in September"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৬।
- ↑ "Bangladesh set for historic India Test from February 8"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৬।
- ↑ "India-Bangladesh Test to start on February 9"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৭।
- ↑ "IND vs BAN: DRS to be used for Bangladesh Test"। DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Jayant Yadav set for India A return"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "'This is not a historic game' - Mushfiqur Rahim"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Jadeja, Ishant wrap up 208-run win"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Thigh injury rules out Imrul Kayes"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Kuldeep Yadav replaces injured Mishra"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৭।