২০০২ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল
(2002 ICC Champions Trophy থেকে পুনর্নির্দেশিত)

২০০২ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ২০০২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এটি তৃতীয় আসর ছিল। প্রথম দুই আসর আইসিসি নক আউট প্রতিযোগিতা নামে পরিচিত ছিল। ভারতে এ প্রতিযোগিতাটি আয়োজনের কথা ছিল। কিন্তু কর সংক্রান্ত বিষয়ে মতানৈক্য ঘটায় তা শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়। দুইটি সেমি-ফাইনাল ও চূড়ান্ত খেলাসহ সর্বমোট পনের খেলা অনুষ্ঠিত হয়।[] সকল খেলাই কলম্বোর দুই মাঠ - আর. প্রেমাদাসা স্টেডিয়ামসিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে সম্পন্ন হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সকল দেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কায় ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে আগমন করে।[]

২০০২ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনএকদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক শ্রীলঙ্কা
বিজয়ী ভারত (১ম শিরোপা)
 শ্রীলঙ্কা (১ম শিরোপা)
অংশগ্রহণকারী দলসংখ্যা১২
সর্বাধিক রান সংগ্রহকারীভারত বীরেন্দ্র শেওয়াগ (২৭১)
সর্বাধিক উইকেটধারীশ্রীলঙ্কা মুত্তিয়া মুরালিধরন (১০)

সর্বমোট বারোটি দেশ অংশ নেয়। ১০টি টেস্টভূক্ত দেশ, পূর্ণাঙ্গভাবে ওডিআই মর্যাদাভূক্ত কেনিয়া এবং ২০০১ সালের আইসিসি ট্রফি বিজয়ী নেদারল্যান্ডস এতে অংশগ্রহণ করে। দলগুলোকে চারটি ভাগে বিভক্ত করে প্রতি গ্রুপে তিন দল একে-অপরের বিপক্ষে একবার করে মোকাবেলা করে। প্রত্যেক গ্রুপের শীর্ষস্থানীয় দল সেমি-ফাইনালে অগ্রসর হয়।[][] অস্ট্রেলিয়া স্বাগতিক শ্রীলঙ্কার কাছে প্রথম সেমি-ফাইনালে এবং ভারত দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় সেমি-ফাইনালে পরাজিত করে চূড়ান্ত খেলায় নামে। তবে, ভারত-শ্রীলঙ্কার মধ্যকার খেলাটি দুইবার বৃষ্টিতে বাঁধাপ্রাপ্ত হলে খেলায় কোন ফলাফল হয়নি।[] বীরেন্দ্র শেওয়াগ প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক এবং মুত্তিয়া মুরালিধরন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন।

অংশগ্রহণকারী দল

সম্পাদনা
গ্রুপ ১ গ্রুপ ২ গ্রুপ ৩ গ্রুপ ৪
  অস্ট্রেলিয়া   ইংল্যান্ড   কেনিয়া   নেদারল্যান্ডস
  বাংলাদেশ   ভারত   দক্ষিণ আফ্রিকা   পাকিস্তান
  নিউজিল্যান্ড   জিম্বাবুয়ে   ওয়েস্ট ইন্ডিজ   শ্রীলঙ্কা
সূত্র[]

পযেন্ট তালিকা

সম্পাদনা

অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা তাদের গ্রুপের খেলায় জয় পেয়ে সেমি-ফাইনালে উন্নীত হয়।[] প্রথম সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার এবং দ্বিতীয় সেমি-ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে।

প্রতিটি জয়ে পয়েন্ট সংখ্যা: ৪[]

গ্রুপ ১ খেলা জয় পরাজয় এনআর টাই পয়েন্ট এনআরআর পক্ষে বিপক্ষে
  অস্ট্রেলিয়া +৩.৪৬১ ৪২৯/৭০.৪ ২৬১/১০০
  নিউজিল্যান্ড +০.০৩০ ৩৭৬/১০০ ৩৭৩/১০০
  বাংলাদেশ −৩.২৭৫ ২০৬/১০০ ৩৭৭/৭০.৪
গ্রুপ ২ খেলা জয় পরাজয় এনআর টাই পয়েন্ট এনআরআর পক্ষে বিপক্ষে
  ভারত +০.৮১৬ ৫৫৯/৮৯.৩ ৫৪৩/১০০
  ইংল্যান্ড +০.৪০১
  জিম্বাবুয়ে −১.১২৫ ৪৬৪/৯৮ ৫৮৬/১০০
গ্রুপ ৩ খেলা জয় পরাজয় এনআর টাই পয়েন্ট এনআরআর পক্ষে বিপক্ষে
  দক্ষিণ আফ্রিকা +১.৮৫৬ ৫৫৮/৯৯ ৩৭৮/১০০
  ওয়েস্ট ইন্ডিজ +০.২০২ ৪৯৯/১০০ ৪৭৪/৯৯
  কেনিয়া −২.০৫০ ৩৭২/১০০ ৫৭৭/১০০
গ্রুপ ৪ খেলা জয় পরাজয় এনআর টাই পয়েন্ট এনআরআর পক্ষে বিপক্ষে
  শ্রীলঙ্কা +২.৮৬১ ৪৯৩/৮৬.১ ২৮৬/১০০
  পাকিস্তান +১.২৪৫ ৩৪২/৬৬.২ ৩৩৭/৮৬.১
  নেদারল্যান্ডস −৪.৩২৩ ২২২/১০০ ৪৩৪/৬৬.২

গ্রুপ পর্ব

সম্পাদনা
১২ সেপ্টেম্বর, ২০০২
স্কোরকার্ড
পাকিস্তান  
২০০ (৪৯.৪ ওভার)
  শ্রীলঙ্কা
২০১/২ (৩৬.১ ওভার)

১৩ সেপ্টেম্বর, ২০০২
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
২৩৮/৮ (৫০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
২৪২/৮ (৪৯ ওভার)
ক্রিস গেইল ৪৯ (৫৫)
জ্যাক ক্যালিস ২/৪১ (৯ ওভার)
জন্টি রোডস ৬১ (৭০)
মারভিন ডিলন ৪/৬০ (১০ ওভার)

১৪ সেপ্টেম্বর, ২০০২
স্কোরকার্ড
ভারত  
২৮৮/৬ (৫০ ওভার)
  জিম্বাবুয়ে
২৭৪/৮ (৫০ ওভার)
মোহাম্মদ কাইফ ১১১ (১১২)
ডগলাস হন্ডো ৪/৬২ (৯ ওভার)
অ্যান্ডি ফ্লাওয়ার ১৪৫ (১৬৪)
জহির খান ৪/৪৫ (১০ ওভার)

১৫ সেপ্টেম্বর, ২০০২
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
২৯৬/৭ (৫০ ওভার)
  নিউজিল্যান্ড
১৩২ (২৬.২ ওভার)
শেন বন্ড ২৬ (২২)
গ্লেন ম্যাকগ্রা ৫/৩৭ (৭ ওভার)

১৬ সেপ্টেম্বর, ২০০২
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
২৯২/৬ (৫০ ওভার)
  নেদারল্যান্ডস
৮৬ (২৯.৩ ওভার)
মারভান আতাপাত্তু ১০১ (১১৮)
আদিল রাজা ২/৫০ (১০ ওভার)

১৭ সেপ্টেম্বর, ২০০২
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
২৬১/৬ (৫০ ওভার)
  কেনিয়া
২৩২ (৪৯.১ ওভার)
ব্রায়ান লারা ১১১ (১২০)
স্টিভ টিকোলো ২/৪৯ (৭ ওভার)
স্টিভ টিকোলো ৯৩ (৯১)
পেড্রো কলিন্স ৩/১৮ (৯.১ ওভার)

১৮ সেপ্টেম্বর, ২০০২
স্কোরকার্ড
ইংল্যান্ড  
২৯৮/৮ (৫০ ওভার)
  জিম্বাবুয়ে
১৯০/৯ (৪৮ ওভার)
হিথ স্ট্রিক ৫০* (৫৮)
রনি ইরানি ৪/৩৭ (১০ ওভার)
  • ধীরগতিতে ওভার রেট করায় জিম্বাবুয়ের ২ ওভার জরিমানা হয়।

১৯ সেপ্টেম্বর, ২০০২
স্কোরকার্ড
বাংলাদেশ  
১২৯ (৪৫.২ ওভার)
  অস্ট্রেলিয়া
১৩৩/১ (২০.৪ ওভার)
অলোক কাপালি ৪৫ (৭৫)
জেসন গিলেস্পি ৩/২০ (১০ ওভার)

২০ সেপ্টেম্বর, ২০০২
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
৩১৬/৫ (৫০ ওভার)
  কেনিয়া
১৪০ (৪৬.৫ ওভার)
হার্শেল গিবস ১১৬ (১২৬)
কলিন্স ওবুয়া ২/৭৭ (১০ ওভার)

২১ সেপ্টেম্বর, ২০০২
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
১৩৬ (৫০ ওভার)
  পাকিস্তান
১৪২/১ (১৬.২ ওভার)

২২ সেপ্টেম্বর, ২০০২
স্কোরকার্ড
ইংল্যান্ড  
২৬০/৭ (৫০ ওভার)
  ভারত
২৭১/২ (৩৯/৩ ওভার)

২৩ সেপ্টেম্বর, ২০০২
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
২৪৪/৯ (৫০ ওভার)
  বাংলাদেশ
৭৭ (১৯.৩ ওভার)
তুষার ইমরান ২০ (১৬)
শেন বন্ড ৪/২১ (৫ ওভার)

নক-আউট পর্ব

সম্পাদনা
২৫ সেপ্টেম্বর, ২০০২
স্কোরকার্ড
ভারত  
২৬১/৯ (৫০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
২৫১/৬ (৫০ ওভার)
যুবরাজ সিং ৬২ (৭২)
শন পোলক ৩/৪৩ (৯ ওভার)
২৭ সেপ্টেম্বর, ২০০২
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
১৬২ (৪৮.৪ ওভার)
  শ্রীলঙ্কা
১৬৩/৩ (৪০ ওভার)

চূড়ান্ত খেলা

সম্পাদনা
২৯ ও ৩০ সেপ্টেম্বর, ২০০২
স্কোরকার্ডস্কোরকার্ড
ফলাফল হয়নি। ভারত ও শ্রীলঙ্কাকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা
  • খেলায় দুইবার বৃষ্টি ব্যাঘাত ঘটায়। ভারত ও শ্রীলঙ্কাকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
২৫ সেপ্টেম্বর, ২০০২ আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা
 
 
  ভারত২৬১/৯
 
২৯ ও ৩০ সেপ্টেম্বর, ২০০২ আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা
 
  দক্ষিণ আফ্রিকা২৫১/৬
 
  ভারত যুগ্ম চ্যাম্পিয়ন
 
২৭ সেপ্টেম্বর, ২০০২ আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা
 
  শ্রীলঙ্কা যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা
 
  অস্ট্রেলিয়া১৬২
 
 
  শ্রীলঙ্কা১৬৩/৩
 

তথ্যসূত্র

সম্পাদনা
  1. BCCSL (১৯ মার্চ ২০০২)। "Sri Lanka to Host ICC Champions Trophy in September 2002"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৫ 
  2. BCCSL (২৯ মার্চ ২০০২)। "ICC Champions Trophy Match Schedule"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৫ 
  3. Austin, Charlie (১ জুন ২০০২)। "ICC Champions Trophy: Blazing sunshine, blistering cricket"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৫ 
  4. Austin, Charlie (৩০ সেপ্টেম্বর ২০০২)। "India and Sri Lanka share the spoils"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৫ 
  5. "2002 ICC Champions Trophy, Sri Lanka – Pools"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৫ 
  6. "2002 ICC Champions Trophy, Sri Lanka – Statistics"। BBC News। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৫ 
  7. "2002 ICC Champions Trophy, Sri Lanka – Points Table"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা