২০২৩ অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের ভারত সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দল বর্তমানে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ভারত সফর করছে।[১] ওডিআই সিরিজটি উভয় দলের জন্য ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[২]

২০২৩ অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের ভারত সফর
 
  ভারত অস্ট্রেলিয়া
তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৩ – ৩ ডিসেম্বর ২০২৩
অধিনায়ক লোকেশ রাহুল (ওডিআই)
সূর্যকুমার যাদব (টি২০আই)
প্যাট কামিন্স (ওডিআই)
ম্যাথু ওয়েড (টি২০আই)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান শুভমান গিল (১৭৮) ডেভিড ওয়ার্নার (১৬১)
সর্বাধিক উইকেট মোহাম্মদ শামি (৬) গ্লেন ম্যাক্সওয়েল (৪)
সিরিজ সেরা খেলোয়াড় শুভমান গিল (ভারত)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ভারত ৪–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান রুতুরাজ গায়কোয়াড় (২২৩) ম্যাথু ওয়েড (১২৪)
সর্বাধিক উইকেট রবি বিষ্ণুই (৯) জেসন বেহরেনডর্ফ (৬)
সিরিজ সেরা খেলোয়াড় রবি বিষ্ণুই (ভারত)

ওডিআই সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী হয়।[৩]

দলীয় সদস্য সম্পাদনা

  ভারত   অস্ট্রেলিয়া
ওডিআই[৪] টি২০আই ওডিআই[৫] টি২০আই

ওডিআই সিরিজের শেষ ম্যাচের জন্য ভারতের অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ও সহ-অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ড্যকে মনোনীত করা হয়।[৬] ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে ভারতের ওডিআই দলে মুকেশ কুমারকে যোগ করা হয়।[৭] ওডিআই সিরিজ চলাকালে অক্ষর প্যাটেল চোটের কারণে ভারতের ওডিআই দল থেকে ছিটকে যান।[৮]

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

২২ সেপ্টেম্বর ২০২৩
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
২৭৬ (৫০ ওভার)
  ভারত
২৮১/৫ (৪৮.৪ ওভার)
শুভমান গিল ৭৪ (৬৩)
অ্যাডাম জাম্পা ২/৫৭ (১০ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ম্যাথিউ শর্ট (অস্ট্রেলিয়া)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই সম্পাদনা

২৪ সেপ্টেম্বর ২০২৩
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত  
৩৯৯/৫ (৫০ ওভার)
  অস্ট্রেলিয়া
২১৭ (২৮.২ ওভার)
শ্রেয়াস আইয়ার ১০৫ (৯০)
ক্যামেরন গ্রিন ২/১০৩ (১০ ওভার)
শন অ্যাবট ৫৪ (৩৬)
রবীন্দ্র জাদেজা ৩/৪২ (৫.২ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার লক্ষ্য ৩৩ ওভারে ৩১৭ নির্ধারণ করা হয়।
  • স্পেন্সার জনসন (অস্ট্রেলিয়া)-এর ওডিআই অভিষেক হয়।

৩য় ওডিআই সম্পাদনা

২৭ সেপ্টেম্বর ২০২৩
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
৩৫২/৭ (৫০ ওভার)
  ভারত
২৮৬ (৪৮.৪ ওভার)
মিচেল মার্শ ৯৬ (৮৪)
জসপ্রীত বুমরাহ ৩/৮১ (১০ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

২৩ নভেম্বর ২০২৩
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
২০৮/৩ (২০ ওভার)
  ভারত
২০৯/৮ (১৯.৫ ওভার)
জোশ ইংলিশ ১১০ (৫০)
প্রসিধ কৃষ্ণা ১/৫০ (৪ ওভার)
সূর্যকুমার যাদব ৮০ (৪২)
তানভির সংঘা ২/৪৭ (৪ ওভার)

২য় টি২০আই সম্পাদনা

২৬ নভেম্বর ২০২৩
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত  
২৩৫/৪ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৯১/৯ (২০ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই সম্পাদনা

২৮ নভেম্বর ২০২৩
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত  
(২০ ওভার)
  অস্ট্রেলিয়া
২২৫/৫ (২০ ওভার)

৪র্থ টি২০আই সম্পাদনা

১ ডিসেম্বর ২০২৩
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত  
১৭৪/৯ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৫৪/৭ (২০ ওভার)
রিংকু সিং ৪৬ (২৯)
বেন ডরশুইস ৩/৪০ (৪ ওভার)

৫ম টি২০আই সম্পাদনা

৩ ডিসেম্বর ২০২৩
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত  
১৬০/৮ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৫৪/৮ (২০ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "BCCI announces fixtures for International Home Season 2023-24"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৩ 
  2. "India's home season: Major Test venues set to miss out on England series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৩ 
  3. "Marsh and Maxwell star in Australia's consolation win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩ 
  4. "Ashwin recalled to ODI mix after a year as India name squad for Australia series"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৩ 
  5. "Head's slim World Cup hopes to be determined back in Australia"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩ 
  6. "India recall Ashwin for Australia ODIs; Rahul to captain in first two games"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৩ 
  7. "BCCI issues Bumrah update ahead of second Australia ODI"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৩ 
  8. "Axar Patel ruled out of Rajkot ODI"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা