২০১৯ ক্রিকেট বিশ্বকাপ কর্মকর্তাবৃন্দ

২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্যে খেলা পরিচালনাকারী কর্মকর্তাদেরকে ‘আম্পায়ার বাছাই তালিকা’ থেকে মনোনীত করা হবে। ২৬ এপ্রিল, ২০১৯ তারিখে এ তথ্য প্রকাশ করা হয়। আম্পায়ার বাছাই তালিকায় এ বিশ্বকাপের জন্যে ১৬জন আম্পায়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়া থেকে চারজন, ইংল্যান্ড থেকে পাঁচজন, এশিয়া থেকে চারজন, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে একজন এ তালিকায় স্থান পেয়েছেন। এছাড়াও, ছয়জন ম্যাচ রেফারি এ প্রতিযোগিতা পরিচালনার জন্যে রাখা হয়েছে।[১]

আম্পায়ার সম্পাদনা

নির্বাচিত বারোজন আম্পায়ারকে আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা থেকে নেয়া হয়েছে। বাদ-বাকী চারজনকে আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে।[১] আইসিসি’র সেরা আম্পায়ার তালিকার অন্যতম সদস্য ইয়ান গোল্ড ইতোমধ্যে ঘোষণা করেছেন যে, এ প্রতিযোগিতা শেষে তিনি আম্পায়ারের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করবেন।[২]

আম্পায়ার দেশ তালিকা খেলা বিশ্বকাপ খেলা (২০১৯ সালের পূর্বে) ২০১৯ সালের বিশ্বকাপ
আলীম দার   পাকিস্তান আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ২০০ ২৮ নির্ধারিত হয়নি
কুমার ধর্মসেনা   শ্রীলঙ্কা আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ৯৪ ১৩
মারাইজ ইরাসমাস   দক্ষিণ আফ্রিকা আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ১২
ক্রিস গফানি   নিউজিল্যান্ড আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা
ইয়ান গোল্ড   ইংল্যান্ড আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ১৭
রিচার্ড ইলিংওয়ার্থ   ইংল্যান্ড আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা
রিচার্ড কেটেলবরা   ইংল্যান্ড আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ১৩
নাইজেল লং   ইংল্যান্ড আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ১১
ব্রুস অক্সেনফোর্ড   অস্ট্রেলিয়া আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ১১
সুন্দরম রবি   ভারত আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা
পল রেইফেল   অস্ট্রেলিয়া আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা
রড টাকার   অস্ট্রেলিয়া আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ১৩
মাইকেল গফ   ইংল্যান্ড আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা
রুচিরা পল্লিয়াগুরুগে   শ্রীলঙ্কা আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা
জোয়েল উইলসন   ওয়েস্ট ইন্ডিজ আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা
পল উইলসন   অস্ট্রেলিয়া আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা
সর্বশেষ হালনাগাদ:[৩][৪]

রেফারি সম্পাদনা

নির্বাচিত তালিকা থেকে ছয়জন রেফারিকে মনোনীত করা হয়েছে। নির্বাচিত সকল রেফারিকেই আইসিসি রেফারিদের সেরা তালিকা থেকে নেয়া হয়েছে।[১]

রেফারি দেশ খেলা বিশ্বকাপের খেলা (২০১৯ সালের পূর্বে) ২০১৯ সালে বিশ্বকাপ
ডেভিড বুন   অস্ট্রেলিয়া ১০ নির্ধারিত হয়নি
ক্রিস ব্রড   ইংল্যান্ড ২৫৩ ৩১
জেফ ক্রো   নিউজিল্যান্ড ২০৭ ২৯
রঞ্জন মাদুগালে   শ্রীলঙ্কা ২৮৮ ৫৪
অ্যান্ডি পাইক্রফট   জিম্বাবুয়ে
রিচি রিচার্ডসন   ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ হালনাগাদ:[৫][৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Match officials for ICC Men's Cricket World Cup 2019 announced"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯ 
  2. "Umpire Ian Gould to retire after World Cup"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯ 
  3. "Statistics / Statsguru / ICC World Cup / Umpire and referee records"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫ 
  4. "Statistics / Statsguru / One-Day Internationals / Umpire and referee records"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫ 
  5. "Statistics / Statsguru / One-Day Internationals / Umpire and referee records"। ESPN CricInfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫ 
  6. "Statistics / Statsguru / One-Day Internationals / Umpire and referee records"। ESPN CricInfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫