২০১৮–১৯ শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর

শ্রীলঙ্কা ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে, যা ডিসেম্বর ২০১৮ থেকে জানুয়ারি ২০১৯-এ অনুষ্ঠিত হয়।

২০১৮–১৯ শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
 
  নিউজিল্যান্ড শ্রীলঙ্কা
তারিখ ৮ ডিসেম্বর ২০১৮ – ১১ জানুয়ারি ২০১৯
অধিনায়ক কেন উইলিয়ামসন (টেস্ট ও ওডিআই)
টিম সাউদি (টি২০আই)
দিনেশ চান্ডিমাল (টেস্ট)
লাসিথ মালিঙ্গা (ওডিআই ও টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান অ্যাঞ্জেলো ম্যাথিউস (৪৫০) অ্যাঞ্জেলো ম্যাথিউস (২৫৮)
সর্বাধিক উইকেট টিম সাউদি (১৩) লাহিরু কুমারা (৯)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান রস টেলর (২৮১) থিসারা পেরেরা (২২৪)
সর্বাধিক উইকেট ইশ সোধি (৮) লাসিথ মালিঙ্গা (৭)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র
সর্বাধিক রান ডগ ব্রেসওয়েল (৪৪) থিসারা পেরেরা (৪৩)
সর্বাধিক উইকেট লকি ফার্গুসন (৩)
ইশ সোধি (৩)
কসুন রজিতা (৩)

দলীয় সদস্য

সম্পাদনা
টেস্ট ওডিআই টি২০আই
  নিউজিল্যান্ড   শ্রীলঙ্কা   নিউজিল্যান্ড   শ্রীলঙ্কা   নিউজিল্যান্ড   শ্রীলঙ্কা

প্রস্তুতিমূলক খেলা

সম্পাদনা

তিনদিনের ম্যাচ: নিউজিল্যান্ড একাদশ বনাম শ্রীলঙ্কা

সম্পাদনা
৮–১০ ডিসেম্বর ২০১৮
২১০/৯ঘো (৫৯ ওভার)
অ্যাঞ্জেলো ম্যাথিউস ১২৮* (১৭৭)
ব্ল্যাক কবুরন ৩/৪৪ (১৩ ওভার)
২৭০/৮ঘো (৮২ ওভার)
সন্দীপ প্যাটেল ৬৯ (১০৬)
দিলরুয়ান পেরেরা ২/৩০ (১২ ওভার)
৩২১/৫ঘো (৮০ ওভার)
দানুষ্কা গুণতিলকা ৮৩ (৭৭)
পিটার ইয়াংহাসব্যান্ড ২/৪৮ (২০ ওভার)
১৩৯/২ (২৮.৩ ওভার)
উইলিয়াম ও'ডোনেল ৫২* (৫৭)
কসুন রজিতা ১/১২ (৫ ওভার)
খেলা ড্র
ম্যাকলিন পার্ক, নেপিয়ার
আম্পায়ার: জন ডেম্পসি (নিউজিল্যান্ড) ও ইউজিন স্যান্ডার্স (নিউজিল্যান্ড)

  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ

সম্পাদনা

১ম টেস্ট

সম্পাদনা
১৫–১৯ ডিসেম্বর ২০১৮
২৮২ (৯০ ওভার)
অ্যাঞ্জেলো ম্যাথিউস ৮৩ (১৫৩)
টিম সাউদি ৬/৬৮ (২৭ ওভার)
৫৭৮ (১৫৭.৩ ওভার)
টম ল্যাথাম ২৬৪* (৪৮৯)
লাহিরু কুমারা ৪/১২৭ (৩১.৩ ওভার)
২৮৭/৩ (১১৫ ওভার)
কুশল মেন্ডিস ১৪১* (৩৩৫)
টিম সাউদি ২/৫২ (২৫ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টিপাতের কারণে ৫ দিনে মাত্র ১৩ ওভার বোলিং করা হয়।
  • টম ল্যাথাম (নিউজিল্যান্ড) সর্বোচ্চ স্কোর করেছে ব্যাট বহন টেস্টে।
  • টেস্টে ল্যাথামের প্রথম দ্বিগুণ সেঞ্চুরি এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের ব্যাটসম্যান প্রথমবারের মত ব্যাট হাতে নিয়েছিল গ্লেন টার্নার করলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৭২ সালে।

২য় টেস্ট

সম্পাদনা
২৬–৩০ ডিসেম্বর ২০১৮
১৭৮ (৫০ ওভার)
টিম সাউদি ৬৮ (৬৫)
সুরঙ্গা লকমল ৫/৫৪ (১৯ ওভার)
১০৪ (৪১ ওভার)
অ্যাঞ্জেলো ম্যাথিউস ৩৩* (৮৮)
ট্রেন্ট বোল্ট ৬/৩০ (১৫ ওভার)
৫৮৫/৪ঘো (১৫৩ ওভার)
টম ল্যাথাম ১৭৬ (৩৭০)
লাহিরু কুমারা ২/১৩৪ (৩২ ওভার)
২৩৬ (১০৬.২ ওভার)
কুশল মেন্ডিস ৬৭ (১৪৭)
নিল ওয়াগনার ৪/৪৮ (২৯ ওভার)
নিউজিল্যান্ড রানে ২৪৩ জয়ী
হ্যাগলে ওভাল, ক্রাইস্টচার্চ
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: টিম সাউদি (নিউজিল্যান্ড)

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
৩ জানুয়ারি ২০১৯
১৪:০০ (দিন/রাত)
নিউজিল্যান্ড  
৩৭১/৭ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
৩২৬ (৪৯ ওভার)
মার্টিন গাপটিল ১৩৯ (১৩৯)
নুয়ান প্রদীপ ১/৭২ (৮ ওভার)
কুশল পেরেরা ১০২ (৮৬)
জেমস নিশাম ৩/৩৮ (৮ ওভার)
নিউজিল্যান্ড ৪৫ রানে জয়ী
বে ওভাল, মাউন্ট মঙ্গানুই
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)

২য় ওডিআই

সম্পাদনা
৫ জানুয়ারি ২০১৯
১৪:০০ (দিন/রাত)
নিউজিল্যান্ড  
৩১৯৭ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
২৯৮ (৪৬.২ ওভার)
রস টেলর ৯০ (১০৫)
লাসিথ মালিঙ্গা ২/৪৫ (১০ ওভার)
থিসারা পেরেরা ১৪০ (৭৪)
ইশ সোধি ৩/৫৫ (১০ ওভার)
নিউজিল্যান্ড ২১ রানে জয়ী
বে ওভাল, মাউন্ট মঙ্গানুই
আম্পায়ার: শন হেইগ (নিউজিল্যান্ড) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কলিন মানরো (নিউজিল্যান্ড) ওয়ানডেতে তার ১০০০ তম রান।
  • থিসারা পেরেরা (শ্রীলঙ্কা) ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি এবং ওডিআই (৫৭ বল) ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্রুততম সেঞ্চুরি।
  • থিসারা পেরেরা এক ইনিংসে শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সর্বোচ্চ রান, তার ওয়ানডেতে তেরশ ছক্কা, ওয়ানডেতে হারানোর পক্ষে ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা।

৩য় ওডিআই

সম্পাদনা
৮ জানুয়ারি ২০১৯
১১:০০
নিউজিল্যান্ড  
৩৬৪/৪ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
২৪৯ (৪১.৪ ওভার)
রস টেলর ১৩৭ (১৩১)
লাসিথ মালিঙ্গা ৩/৯৩ (১০ ওভার)
নিউজিল্যান্ড ১১৫ রানে জয়ী
স্যাক্সটন ওভাল, নেলসন
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রস টেলর (নিউজিল্যান্ড)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রস টেলর (নিউজিল্যান্ড) তার স্কোর ২০তম সেঞ্চুরিতে, এবং প্রথম নিউজিল্যান্ডের খেলোয়াড় যিনি ২০ শতাব্দীতে খেলার কোনও ফর্ম্যাটে পৌছান।
  • হেনরি নিকোলস (নিউজিল্যান্ড) ওডিআইতে প্রথম সেঞ্চুরি করেছেন।

টি২০আই সিরিজ

সম্পাদনা

একমাত্র টি২০আই

সম্পাদনা
১১ জানুয়ারি ২০১৯
১৯:০০ (রাত)
নিউজিল্যান্ড  
১৭৯/৭ (২০ ওভার)
  শ্রীলঙ্কা
১৪৪ (১৬.৬ ওভার)
ডগ ব্রেসওয়েল ৪৪ (২৬)
কসুন রজিতা ৩/৪৪ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৩৫ রানে জয়ী
ইডেন পার্ক, অকল্যান্ড
আম্পায়ার: শন হেইগ (নিউজিল্যান্ড) ও ওয়েন নাইটস (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডগ ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা