২০১৭ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট এবং একটি প্রস্তুতি খেলার জন্য বাংলাদেশ সফর করে, যা অগাস্ট থেকে সেপ্টেম্বর ২০১৭-এ অনুষ্ঠিত হয়।[] ২০১১-এর পর এটি হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রথম বাংলাদেশ সফর।[]

২০১৭ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর
 
  বাংলাদেশ অস্ট্রেলিয়া
তারিখ ২২ আগস্ট – ৮ সেপ্টেম্বর ২০১৭
অধিনায়ক মুশফিকুর রহিম স্টিভ স্মিথ
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র
সর্বাধিক রান তামিম ইকবাল (১৭০) ডেভিড ওয়ার্নার (২৫১)
সর্বাধিক উইকেট সাকিব আল হাসান (১২) নাথান লায়ন (২২)
সিরিজ সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নারনাথান লায়ন (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মূলত ২০১৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের সূচি ছিল, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা বাতিল হয়ে যায়।[][] অক্টোবর ২০১৬ সালে বাংলাদেশে ইংল্যান্ডের সফরের পর, জেমস সাদারল্যান্ড, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জানান, বাংলাদেশে অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনা এখনো উচ্চ আছে।[] এপ্রিল ২০১৭-এ, ক্রিকেট অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উভয়ই সফরের সময়-সূচী ঠিক করার আলোচনা করেন।[] বিসিবির প্রধান নির্বাহী, নিজামউদ্দীন চৌধুরী জানান "তারা এখন সময়-সূচী ও অন্যান্য বিস্তারিত বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করছেন"। [] মে ২০১৭-এ, নিরাপত্তা আয়োজনের কাজ চলছিল।[] পরের মাসে, ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশে নিরাপত্তা দল পাঠায় সফরের আয়োজন চূড়ান্ত করতে।[]

সিএ এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) উভয়ই থেকে প্রতিনিধিরা ২০১৭ সালের ২৪ জুলাই নিরাপত্তা নিয়ে প্রাক সফর করেন।

দলীয় সদস্য

সম্পাদনা
  বাংলাদেশ[]   অস্ট্রেলিয়া[১০]

সিরিজ শুরু আগে, মিচেল সুইপসনকে দলে অন্তর্ভুক্ত করা হয় ও জেমস প্যাটিনসন পরিবর্তে জ্যাকসন বার্ডকে দলে নেয়া হয়।[১১] অন্যদিকে চোখের ব্যথার কারণে দল থেকে বাদ পড়েন মোসাদ্দেক হোসেন, তার পরিবর্তে মমিনুল হককে দলে নেয়া হয়।[১২]

ট্যুর ম্যাচ: বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ বনাম অস্ট্রেলিয়া

সম্পাদনা
২২–২৩ আগস্ট ২০১৭
স্কোরকার্ড
  • জলাবদ্ধতার কারণে ম্যাচ বাতিল করা হয়।

টেস্ট সিরিজ

সম্পাদনা

১ম টেস্ট

সম্পাদনা
২৭–৩১ আগস্ট ২০১৭
স্কোরকার্ড
২৬০ (৭৮.৫ ওভার)
সাকিব আল হাসান ৮৪ (১৩৩)
অ্যাস্টন অ্যাগার ৩/৪৬ (১২.৫ ওভার)
২১৭ (৭৪.৫ ওভার)
ম্যাট রেনশ ৪৫ (৯৪)
সাকিব আল হাসান ৫/৬৮ (২৫.৫ ওভার)
২২১ (৭৯.৩ ওভার)
তামিম ইকবাল ৭৮ (১৫৫)
নাথান লায়ন ৬/৮২ (৩৪.৩ ওভার)
২৪৪ (৭০.৫ ওভার)
ডেভিড ওয়ার্নার ১১২ (১৩৫)
সাকিব আল হাসান ৫/৮৫ (২৮ ওভার)

২য় টেস্ট

সম্পাদনা
৪–৮ সেপ্টেম্বর ২০১৭
স্কোরকার্ড
৩০৫ (১১৩.২ ওভার)
মুশফিকুর রহিম ৬৮ (১৬৬)
নাথান লায়ন ৭/৯৪ (৩৬.২ ওভার)
৩৭৭ (১১৯.৫ওভার)
ডেভিড ওয়ার্নার ১২৩ (৩৬২)
মুস্তাফিজুর রহমান ৪/৮৪ (২০.৫ ওভার)
১৫৭ (৭১.২ ওভার)
মুশফিকুর রহিম ৩১ (১০৩)
নাথান লায়ন ৬/৬০ (৩৩ ওভার)
৮৭/৩ (১৫.৩ ওভার)
গ্লেন ম্যাক্সওয়েল ২৫* (১৭)
মুস্তাফিজুর রহমান ১/১৬ (৫ ওভার)
অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও নাইজেল লং (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাথান লায়ন (অস্ট্রেলিয়া)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টিপাতের কারণে ৩য় দিনের খেলা দুপুরের আগে শুরু করা যায়নি।
  • ম্যাচে নাথান লায়নের ১৫৪ রানে ১৩ উইকেট এশিয়াতে একজন অস্ট্রেলীয় বোলারের সেরা বোলিং।
  • এছাড়াও নাথান লায়ন অস্ট্রেলীয় বোলার হিসেবে দুই টেস্টের সিরিজে সর্বাধিক উইকেট নেন (২২)।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Australia name strong squad for Bangladesh tour"Cricket Australia (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭ 
  2. "Australia's tour of Bangladesh still hinges on security clearance"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭ 
  3. "Australia postpone tour of Bangladesh"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৫ 
  4. "Australia postpone Bangladesh tour over 'security concerns'"BBC Sport (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৫ 
  5. "CA boss flags Bangladesh tour in 2017"Cricket Australia (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭ 
  6. "CA, BCB negotiating format, timing of potential Australia visit"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭ 
  7. "Australia edges closer to Bangladesh tour"Cricket Australia (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭ 
  8. "CA security team to visit Bangladesh next week"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭ 
  9. "বাংলাদেশ দল ঘোষণা : ফিরলেন নাসির-শফিউল, বাদ মাহমুদউল্লাহ-মুমিনুল"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 
  10. "বাংলাদেশ সফরের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া"দৈনিক প্রথম আলো। ১৭ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 
  11. "প্যাটিনসনের মুখোমুখি হতে হচ্ছে না তামিমদের"দৈনিক প্রথম আলো। ৫ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 
  12. "বাদ পড়ার পরদিনই ফিরলেন মুমিনুল"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০ আগস্ট ২০১৭। ১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 
  13. Coverdale, Brydon (২৭ আগস্ট ২০১৭)। "Teams set to renew Test vows after 11 years" (ইংরেজি ভাষায়)। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৭ 
  14. Brettig, Daniel (২৮ আগস্ট ২০১৭)। "Lyon's persistence leaves only Warne ahead" (ইংরেজি ভাষায়)। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 
  15. "ওয়ার্নেরও যে রেকর্ড নেই, সেটাই করলেন সাকিব"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 
  16. "অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিনে হারিয়ে ঢাকা টেষ্ট জিতল বাংলাদেশ"এসএ টিভি। ৩০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা