২০১৭ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর
অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট এবং একটি প্রস্তুতি খেলার জন্য বাংলাদেশ সফর করে, যা অগাস্ট থেকে সেপ্টেম্বর ২০১৭-এ অনুষ্ঠিত হয়।[১] ২০১১-এর পর এটি হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রথম বাংলাদেশ সফর।[২]
২০১৭ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||
---|---|---|---|
বাংলাদেশ | অস্ট্রেলিয়া | ||
তারিখ | ২২ আগস্ট – ৮ সেপ্টেম্বর ২০১৭ | ||
অধিনায়ক | মুশফিকুর রহিম | স্টিভ স্মিথ | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | তামিম ইকবাল (১৭০) | ডেভিড ওয়ার্নার (২৫১) | |
সর্বাধিক উইকেট | সাকিব আল হাসান (১২) | নাথান লায়ন (২২) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ডেভিড ওয়ার্নার ও নাথান লায়ন (অস্ট্রেলিয়া) |
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মূলত ২০১৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের সূচি ছিল, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা বাতিল হয়ে যায়।[৩][৪] অক্টোবর ২০১৬ সালে বাংলাদেশে ইংল্যান্ডের সফরের পর, জেমস সাদারল্যান্ড, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জানান, বাংলাদেশে অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনা এখনো উচ্চ আছে।[৫] এপ্রিল ২০১৭-এ, ক্রিকেট অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উভয়ই সফরের সময়-সূচী ঠিক করার আলোচনা করেন।[৬] বিসিবির প্রধান নির্বাহী, নিজামউদ্দীন চৌধুরী জানান "তারা এখন সময়-সূচী ও অন্যান্য বিস্তারিত বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করছেন"। [৭] মে ২০১৭-এ, নিরাপত্তা আয়োজনের কাজ চলছিল।[২] পরের মাসে, ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশে নিরাপত্তা দল পাঠায় সফরের আয়োজন চূড়ান্ত করতে।[৮]
সিএ এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) উভয়ই থেকে প্রতিনিধিরা ২০১৭ সালের ২৪ জুলাই নিরাপত্তা নিয়ে প্রাক সফর করেন।
দলীয় সদস্য
সম্পাদনাবাংলাদেশ[৯] | অস্ট্রেলিয়া[১০] |
---|---|
সিরিজ শুরু আগে, মিচেল সুইপসনকে দলে অন্তর্ভুক্ত করা হয় ও জেমস প্যাটিনসন পরিবর্তে জ্যাকসন বার্ডকে দলে নেয়া হয়।[১১] অন্যদিকে চোখের ব্যথার কারণে দল থেকে বাদ পড়েন মোসাদ্দেক হোসেন, তার পরিবর্তে মমিনুল হককে দলে নেয়া হয়।[১২]
ট্যুর ম্যাচ: বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ বনাম অস্ট্রেলিয়া
সম্পাদনাটেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনা২৭–৩১ আগস্ট ২০১৭
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- সাকিব আল হাসান ও তামিম ইকবাল (বাংলাদেশ) উভয়ই তাদের ৫০তম টেস্ট খেলেন।[১৩]
- নাথান লায়ন টেস্টে তার ২৫০ তম উইকেট গ্রহণ করেন।[১৪]
- সাকিব আল হাসান (বাংলাদেশ) চতুর্থ বোলার হিসেবে সবগুলি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে পাঁচ-উইকেট নেন।[১৫]
- অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়।[১৬]
২য় টেস্ট
সম্পাদনা৪–৮ সেপ্টেম্বর ২০১৭
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টিপাতের কারণে ৩য় দিনের খেলা দুপুরের আগে শুরু করা যায়নি।
- ম্যাচে নাথান লায়নের ১৫৪ রানে ১৩ উইকেট এশিয়াতে একজন অস্ট্রেলীয় বোলারের সেরা বোলিং।
- এছাড়াও নাথান লায়ন অস্ট্রেলীয় বোলার হিসেবে দুই টেস্টের সিরিজে সর্বাধিক উইকেট নেন (২২)।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Australia name strong squad for Bangladesh tour"। Cricket Australia (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭।
- ↑ ক খ "Australia's tour of Bangladesh still hinges on security clearance"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭।
- ↑ "Australia postpone tour of Bangladesh"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৫।
- ↑ "Australia postpone Bangladesh tour over 'security concerns'"। BBC Sport (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৫।
- ↑ "CA boss flags Bangladesh tour in 2017"। Cricket Australia (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭।
- ↑ "CA, BCB negotiating format, timing of potential Australia visit"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭।
- ↑ "Australia edges closer to Bangladesh tour"। Cricket Australia (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭।
- ↑ "CA security team to visit Bangladesh next week"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭।
- ↑ "বাংলাদেশ দল ঘোষণা : ফিরলেন নাসির-শফিউল, বাদ মাহমুদউল্লাহ-মুমিনুল"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ "বাংলাদেশ সফরের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া"। দৈনিক প্রথম আলো। ১৭ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ "প্যাটিনসনের মুখোমুখি হতে হচ্ছে না তামিমদের"। দৈনিক প্রথম আলো। ৫ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ "বাদ পড়ার পরদিনই ফিরলেন মুমিনুল"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০ আগস্ট ২০১৭। ১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ Coverdale, Brydon (২৭ আগস্ট ২০১৭)। "Teams set to renew Test vows after 11 years" (ইংরেজি ভাষায়)। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৭।
- ↑ Brettig, Daniel (২৮ আগস্ট ২০১৭)। "Lyon's persistence leaves only Warne ahead" (ইংরেজি ভাষায়)। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ "ওয়ার্নেরও যে রেকর্ড নেই, সেটাই করলেন সাকিব"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ "অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিনে হারিয়ে ঢাকা টেষ্ট জিতল বাংলাদেশ"। এসএ টিভি। ৩০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএন ক্রিকইনফোতে সিরিজের পাতা (ইংরেজি)