২০১১ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর
অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৭ এপ্রিল ২০১১ থেকে ১৩ এপ্রিল ২০১১ পর্যন্ত বাংলাদেশ সফর করে। এই সফরে ৩টি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়।[১] এই সফরে মাইকেল ক্লার্ককে রিকি পন্টিং পদত্যাগের কারণে, অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিল।[২]
২০১১ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||
---|---|---|---|
অস্ট্রেলিয়া | বাংলাদেশ | ||
তারিখ | ৯ এপ্রিল ২০১১ – ১৩ এপ্রিল ২০১১ | ||
অধিনায়ক | মাইকেল ক্লার্ক | সাকিব আল হাসান | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | শেন ওয়াটসন (২৯৪) | মাহমুদুল্লাহ (১৩৪) | |
সর্বাধিক উইকেট | মিচেল জনসন (৭) | মাশরাফি মুর্তজা (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া) |
স্কোয়াড
সম্পাদনাঅস্ট্রেলিয়া[২] | বাংলাদেশ |
---|---|
|
সফর ম্যাচ
সম্পাদনাবাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ বনাম অস্ট্রেলিয়ান্স
সম্পাদনাব
|
বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ
২১৮/৭ (৫০ ওভার) | |
- অস্ট্রেলিয়ান্স টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
- বাংলাদেশ টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
- বাংলাদেশ টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- শেন ওয়াটসন অপরাজিত ১৮৫ রান করেন, যেটিতে তিনি রেকর্ড ১৫টি ছয় মারেন। তার এই স্কোর দ্বারা তিনি একজন অস্ট্রেলীয় কর্তৃক ওডিআইতে সর্বোচ্চ রানের পূর্বের স্কোর অতিক্রম করেন (ম্যাথু হেইডেনের ১৮১ বিপক্ষ নিউজিল্যান্ড) এবং জেভিয়ার মার্শালের কানাডার বিপক্ষে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় (১২ ছয়) মারার পূর্বের রেকর্ড ভাঙ্গেন।[৩] এই স্কোরটি ওডিআই ম্যাচে বাউন্ডারি মেরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডের অন্তর্ভুক্ত, তিনি ২০০৬ সালে হার্সেল গিবজের বাউন্ডারি মেরে ১২৬ রান করার পূর্বের রেকর্ড ভাঙ্গেন।[৪] এটি একদিনের ম্যাচে এক ইনিংসে একজন খেলোয়াড় দ্বারা স্কোর করার সর্বোচ্চ অনুপাতের রেকর্ড, তিনি ৭৯.৭৪% রান করেন।
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশের পেসার মাশরাফি মুর্তজা কাল্লুম ফার্গুসনকে আউট করে ১৫০তম ওডিআই উইকেট লাভ করেন।[৫]
পরিসংখ্যান
সম্পাদনাওডিআই | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটিং[৬] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
শেন ওয়াটসন | অস্ট্রেলিয়া | ৩ | ৩ | ২৯৪ | ১৪৭,০০ | ১৮৫* | ১ | ১ |
মাইকেল ক্লার্ক | অস্ট্রেলিয়া | ৩ | ২ | ১৪৮ | ৭৪,০০ | ১০১ | ১ | ০ |
মাইক হাসি | অস্ট্রেলিয়া | ৩ | ২ | ১৪১ | ৭০,৫০ | ১০৮ | ১ | ০ |
মাহমুদুল্লাহ | বাংলাদেশ | ৩ | ৩ | ১৩৪ | ১৩৪,০০ | ৬৮* | ০ | ১ |
মুশফিকুর রহিম | বাংলাদেশ | ৩ | ৩ | ১২৬ | ১২৬,০০ | ৮১* | ০ | ১ |
বোলিং[৭] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ওভার | উইকেট | গড় | সেরা | ৫ উই | ১০ উই |
মিচেল জনসন | অস্ট্রেলিয়া | ৩ | ২৭ | ৭ | ২০,৫৭ | ৩/৫৪ | ০ | ০ |
মাশরাফি মুর্তজা | বাংলাদেশ | ২ | ১৮ | ৫ | ২৯,০০ | ৩/৮০ | ০ | ০ |
সোহরাওয়ার্দী শুভ | বাংলাদেশ | ৩ | ১৬ | ৪ | ২৯,৫০ | ৩/৪৪ | ০ | ০ |
আব্দুর রাজ্জাক | বাংলাদেশ | ৩ | ২৬ | ৪ | ৪২,৫০ | ৩/৫৮ | ০ | ০ |
শেন ওয়াটসন | অস্ট্রেলিয়া | ৩ | ২৪ | ৫ | ৩৯,৬৬ | ২/৪৯ | ০ | ০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Australia to tour Bangladesh after World Cup"। ইএসপিএন ক্রিকইনফো। ২৭ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১১।
- ↑ ক খ "Clarke named captain for Bangladesh tour"। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১১।
- ↑ "Shane Watson hits world-record 15 sixes as Aussies win"। বিবিসি স্পোর্টস। ১১ এপ্রিল ২০১১। ১২ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১১।
- ↑ "Match scorecard"। ইএসপিএন ক্রিকইনফো। ১১ এপ্রিল ২০১১। ৩ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১১।
- ↑ "Mike Hussey hits ton in Australia win over Bangladesh"। বিবিসি স্পোর্টস। ১৩ এপ্রিল ২০১১। ১৪ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১১।
- ↑ "Records / Australia in Bangladesh ODI Series, 2011 / Most runs" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-০৬।
- ↑ "Records / Australia in Bangladesh ODI Series, 2011 / Most wickets" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-০৬।