২০১৫ ইংল্যান্ড ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর

ক্রিকেট প্রতিযোগিতা

ইংল্যান্ড ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ৮ মে, ২০১৫ তারিখে আয়ারল্যান্ড সফর করে। সেখানে দলটি আয়ারল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। ফেব্রুয়ারি, ২০১৫ সালে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করে যে, ইংল্যান্ডের বর্তমান ওডিআই অধিনায়ক ইয়ন মর্গ্যান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে অংশ নেয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে এ সফরে তিনি অংশগ্রহণ করবেন না।[১] ২৮ এপ্রিল জেমস টেলরকে প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক মনোনীত করা হয়।[২] প্রারম্ভিকভাবে ইংল্যান্ড দল ১১জন খেলোয়াড়ের নাম প্রকাশ করে। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ৩য় টেস্টের পর দলে আরও খেলোয়াড়ের অংশগ্রহণ ঘটতে পারে।

২০১৫ ইংল্যান্ড ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর
  Flag of England.svg Cricket Ireland flag.svg
  ইংল্যান্ড আয়ারল্যান্ড
তারিখ ৮ মে, ২০১৫
অধিনায়ক জেমস টেলর উইলিয়াম পোর্টারফিল্ড
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজ ০–০ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান নেই এড জয়েস (২৩)
সর্বাধিক উইকেট টিম ব্রেসনান (১)
ডেভিড উইলি (১)
মার্ক উড (১)
নেই

আয়ারল্যান্ডের ইনিংস চলাকালে ১৮ ওভারের সময় বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।[৩]

দলীয় সদস্যসম্পাদনা

কাউন্টি চ্যাম্পিয়নশীপে মিডলসেক্সের প্রতিনিধিত্বকারী আইরিশ বোলার টিম মারতাগ ডারহামের বিপক্ষে খেলার সময় আহত হলে ৪ মে তাকে দলের বাইরে রাখা হয়।[৪]

  আয়ারল্যান্ড[৫]   ইংল্যান্ড[৬]
কোচ:   জন ব্রেসওয়েল কোচ:   পিটার মুরেজ

ওডিআই সিরিজসম্পাদনা

একমাত্র ওডিআইসম্পাদনা

৮ মে, ২০১৫
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
৫৬/৪ (১৮ ওভার)
এড জয়েস ২৩* (৪২)
টিম ব্রেসনান ১/১১ (৬ ওভঅর)
ফলাফল হয়নি
দ্য ভিলেজ, ম্যালাহাইড, ডাবলিন
আম্পায়ার: মার্ক হথর্ন (আয়ারল্যান্ড) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Cricket World Cup 2015: Eoin Morgan mystified by loss of form"BBC Sport। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৫ 
  2. "James Taylor to captain England in Ireland ODI"BBC Sport। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৫ 
  3. "Rain denies young England their chance"ESPNcricinfo। ESPN Sports Media। ৮ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৫ 
  4. "Seamer Murtagh injured for England ODI"ESPNcricinfo। ESPN Sports Media। ৫ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৫ 
  5. "Murtagh returns for England ODI"। ESPNcricinfo। ২৪ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৫ 
  6. "Billings, Willey, Ansari called up for Ireland ODI"। ESPNcricinfo। ২৮ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৫