২০১৪-১৫ পাকিস্তান ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর

পাকিস্তান ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক নিউজিল্যান্ড সফর করে। ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখ পর্যন্ত দলটি নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে দুইটি একদিনের আন্তর্জাতিক খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছে। পাকিস্তানের এ সফরটি মূলতঃ ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের পূর্ব-প্রস্তুতির অংশবিশেষ যা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিত হয়।[১][২] নিউজিল্যান্ড সিরিজে ২-০ ব্যবধানে জয়ী হয়।

২০১৪-১৫ পাকিস্তান ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
 
  নিউজিল্যান্ড পাকিস্তান
তারিখ ৩১ জানুয়ারি, ২০১৫ – ৩ ফেব্রুয়ারি, ২০১৫
অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম মিসবাহ-উল-হক
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান রস টেলর (১৬১) মিসবাহ-উল-হক (১০৩)
সর্বাধিক উইকেট গ্রান্ট এলিয়ট (৫) মোহাম্মদ ইরফান (৩)
সিরিজ সেরা খেলোয়াড় গ্রান্ট এলিয়ট (নিউজিল্যান্ড)

দলীয় সদস্য সম্পাদনা

একদিনের আন্তর্জাতিক
  নিউজিল্যান্ড   পাকিস্তান

সফরের ম্যাচ সম্পাদনা

১ম ৫০ ওভার সফরের ম্যাচ সম্পাদনা

২৫ জানুয়ারি ২০১৫
স্কোরকার্ড
পাকিস্তান  
৩১৩ (৪৯.৩ ওভার)
মিসবাহ-উল-হক ১০৭ (১১৯)
লোগান ফন বীক ২/৫৩ (১০ ওভার)
টিম সেইফের্ট ১১৫* (৮৯)
এহসান আদিল ২/৮১ (৯.২ ওভার)
নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ ৪ উইকেটে বিজয়ী
বার্ট সাটক্লিফ ওভাল, লিঙ্কন
আম্পায়ার: গ্যারি বাক্সটার এবং টনি গিলিজ
ম্যাচ সেরা খেলোয়াড়: টিম সেইফের্ট (নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ)
  • পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

২য় ৫০ ওভার সফরের ম্যাচ সম্পাদনা

২৭ জানুয়ারি ২০১৫
স্কোরকার্ড
পাকিস্তান  
২৬৭/৭ (৫০ ওভার)
মাইকেল পোলার্ড ১৫৩ (১৩২)
মোহাম্মদ ইরফান ৩/৩৯ (১০ ওভার)
নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ ১ উইকেটে বিজয়ী
বার্ট সাটক্লিফ ওভাল, লিঙ্কন
আম্পায়ার: গ্যারি বাক্সটার এবং ফিল জোন্স
ম্যাচ সেরা খেলোয়াড়: মাইকেল পোলার্ড (নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ)
  • পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

৩১ জানুয়ারি ২০১৫
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
  পাকিস্তান
২১০ (৪৫.৩ ওভার)
নিউজিল্যান্ড  
২১৩/৩ (৩৯.৩ ওভার)
শহীদ আফ্রিদি ৬৭ (২৯)
গ্রান্ট এলিয়ট ৩/২৬ (৪.৩ ওভার)
গ্রান্ট এলিয়ট ৬৪* (৬৮)
শহীদ আফ্রিদি ১/৩৯ (১০ ওভার)
নিউজিল্যান্ড ৭ উইকেটে বিজয়ী
ওয়েস্টপ্যাক স্টেডিয়াম, ওয়েলিংটন
আম্পায়ার: ক্রিস গাফানি (নিউজিল্যান্ড) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্রান্ট এলিয়ট (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই সম্পাদনা

৩ ফেব্রুয়ারি ২০১৫
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
৩৬৯/৫ (৫০ ওভার)
  পাকিস্তান
২৫০ (৪৩.১ ওভার)
নিউজিল্যান্ড ১১৯ রানে বিজয়ী
ম্যাকলিন পার্ক, নেপিয়ার
আম্পায়ার: রড টাকার (অস্ট্রেলিয়া) ও ডেরেক ওয়াকার (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান সম্পাদনা

ওডিআই
ব্যাটিং[৪]
খেলোয়াড় দল ম্যাচ ইনিংস রান গড় সর্বোচ্চ ১০০ ৫০
রস টেলর   নিউজিল্যান্ড ১৬১ ১০২*
মার্টিন গাপটিল   নিউজিল্যান্ড ১১৫ ৫৭.৫০ ৭৬
কেন উইলিয়ামসন   নিউজিল্যান্ড ১১২ ১১২.০০ ১১২
মিসবাহ-উল-হক   পাকিস্তান ১০৩ ৫১.৫০ ৫৮
গ্রান্ট এলিয়ট   নিউজিল্যান্ড ৯২ ৯২.০০ ৬৪*
বোলিং[৫]
খেলোয়াড় দল ম্যাচ ওভার উইকেট গড় সেরা ৫ উই ১০ উই
গ্রান্ট এলিয়ট   নিউজিল্যান্ড ৮.৩ ১২.২০ ৩/২৬
ট্রেন্ট বোল্ট   নিউজিল্যান্ড ১৭.১ ২০.০০ ২/২৫
অ্যাডাম মিলেন   নিউজিল্যান্ড ১৮ ৩১.৬৬ ২/৫২
মোহাম্মদ ইরফান   পাকিস্তান ২০ ৩৭.৩৩ ২/৫২
কাইল মিলস   নিউজিল্যান্ড ১০ ১৪.৫০ ২/২৯

তথ্যসূত্র সম্পাদনা

  1. Staff, ESPNcricinfo (৩ জুন ২০১৪)। "Test cricket returns to Christchurch"ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪ 
  2. "Pakistan tour of Australia and New Zealand, 2014/15 / Fixtures"। ESPNcricinfo। ২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪ 
  3. "Junaid to miss NZ ODIs with injury"। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৫ 
  4. "Records / Pakistan in New Zealand ODI Series, 2014/15 / Most runs" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৮ 
  5. "Records / Pakistan in New Zealand ODI Series, 2014/15 / Most wickets" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৮