১৯৯২ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
১৯৯২ সালে বাংলাদেশে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায়।[১]
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রসমূহ
সম্পাদনামুক্তির তারিখ |
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | টীকা | তথ্য সূত্র | |
---|---|---|---|---|---|---|---|
মে | ২২ | শঙ্খনীল কারাগার | মোস্তাফিজুর রহমান | ডলি জহুর, আসাদুজ্জামান নূর, চম্পা, সুবর্ণা মুস্তাফা, মমতাজউদ্দিন আহমেদ, নাজমা আনোয়ার, সৈয়দ হাসান ইমাম | সামাজিক | শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [২] |
২৯ | চাকর | মনতাজুর রহমান আকবর | ইলিয়াস কাঞ্চন, দিতি | সামাজিক, রোমান্স | |||
অন্ধ বিশ্বাস | মতিন রহমান | রাজ্জাক, শাবানা, আলমগীর, আনোয়ারা, রাজিব | সামাজিক | ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৩] | ||
রাধা কৃষ্ণ | মতিন রহমান | ইলিয়াস কাঞ্চন, রোজিনা, আনোয়ারা | রোমান্স, লোককাহিনী | ২টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৪] | ||
দিনকাল | কবীর আনোয়ার | সামাজিক | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | ||||
উচিত শিক্ষা | ববিতা, জাভেদ, বেবী সিমী | সামাজিক, অ্যাকশন | ২টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৫] | |||
ত্রাস | কাজী হায়াৎ | মান্না, রাজিব, মিজু আহমেদ | সামাজিক, অ্যাকশন | ৪টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৬] | ||
অঞ্জলি | দারাশিকো | শাবনাজ সুস্ময় | রোমান্স, সামাজিক | ||||
বেপরোয়া | কবীর আনোয়ার | ইলিয়াস কাঞ্চন, দিতি, শবনম | সামাজিক | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
উত্থান পতন | শহীদুল ইসলাম খোকন | রুবেল, মিশেলা, শহীদুল ইসলাম খোকন, সোহানা, হুমায়ুন ফরীদি | অ্যাকশন | ||||
মাটির কসম | ইলিয়াস কাঞ্চন, শাবনাজ | সামাজিক, রোমান্স | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | ||||
ত্যাগ | শিবলি সাদিক | ইলিয়াস কাঞ্চন, চম্পা, অরুণা বিশ্বাস, মিঠুন | সামাজিক, রোমান্স | [৭] | |||
ক্ষমা | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | ||||||
ধূসর যাত্রা | আবু সাইয়ীদ | স্বল্পদৈর্ঘ্য, যুদ্ধ | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "History of Bangladeshi Film [বাংলাদেশী চলচ্চিত্রের ইতিহাস]"। চলচ্চিত্র.কম। ৫ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- ↑ "চলচ্চিত্রে হুমায়ূন, হুমায়ূনের চলচ্চিত্র"। দেশে বিদেশে। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬।
- ↑ "চলচ্চিত্র নির্মাতা মতিন রহমানকে হুমকি"। দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ১৯ অক্টোবর ২০১৫। ২০ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "কিংবদন্তি সেই মায়ের গল্প"। ইত্তেফাক। ৫ জানুয়ারী ২০১৭। ৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১।
- ↑ রাশেদ শাওন (অক্টোবর ২৪, ২০১২)। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬।
- ↑ "কিংবদন্তি : সুপার স্টার মান্না"। দৈনিক আমার দেশ। ১৯ সেপ্টেম্বর ২০১০। ২৩ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬।
- ↑ "Illustrious career of a filmmaker - In conversation with Shibly Sadick [একজন চলচ্চিত্রকারের গৌরবান্বিত কর্মজীবন - শিবলি সাদিকের সাথে কথোপকথন]"। ঢাকা, বাংলাদেশ: দ্য ডেইলি স্টার। ১১ মে ২০০৭। ২৩ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬।