হরণী ইউনিয়ন
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার একটি ইউনিয়ন
হরণী ইউনিয়ন বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি সাবেক প্রশাসনিক এলাকা।
হরণী | |
---|---|
সাবেক ইউনিয়ন | |
১নং হরণী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে হরণী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৭′১০″ উত্তর ৯১°০′৫৮″ পূর্ব / ২২.৪৫২৭৮° উত্তর ৯১.০১৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | হাতিয়া উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
অবস্থান
সম্পাদনানোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার মূল দ্বীপের উত্তর-পশ্চিমের উপদ্বীপের উত্তরাংশে ছিল হরণী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে ছিল চর কিং ইউনিয়ন; পূর্বে হাতিয়া চ্যানেল ও সুখচর ইউনিয়ন; উত্তরে মেঘনা নদী, চানন্দী ইউনিয়ন (বর্তমানে বিলুপ্ত) ও লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর গাজী ইউনিয়ন এবং পশ্চিমে হাতিয়া চ্যানেল ও ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন।
ইতিহাস
সম্পাদনাহরণী ইউনিয়ন ছিল হাতিয়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ, মেঘনা নদীর ভাঙ্গনের ফলে এটি বর্তমানে বিলুপ্ত।