রামগতি উপজেলা

লক্ষ্মীপুর জেলার একটি উপজেলা

রামগতি উপজেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।

রামগতি
উপজেলা
রামগতি চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
রামগতি
রামগতি
রামগতি বাংলাদেশ-এ অবস্থিত
রামগতি
রামগতি
বাংলাদেশে রামগতি উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৬′১৬″ উত্তর ৯১°০′৭″ পূর্ব / ২২.৬০৪৪৪° উত্তর ৯১.০০১৯৪° পূর্ব / 22.60444; 91.00194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলালক্ষ্মীপুর জেলা
আয়তন
 • মোট৩৭৫ বর্গকিমি (১৪৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২,২৯,১৫৩[১]
সাক্ষরতার হার
 • মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ৫১ ৭৩
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন সম্পাদনা

রামগতি উপজেলার উত্তরে কমলনগর উপজেলা, দক্ষিণে মেঘনা নদীনোয়াখালী জেলার হাতিয়া উপজেলা, পূর্বে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা, পশ্চিমে মেঘনা নদী, ভোলা জেলার দৌলতখান উপজেলাতজুমদ্দিন উপজেলা

ইতিহাস সম্পাদনা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

রামগতি উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম রামগতি থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

স্বাস্থ্য সম্পাদনা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলেকজাণ্ডার, রামগতি পৌরসভা

শিক্ষা সম্পাদনা

আ স ম আব্দুর সরকারি কলেজ, আহম্মদিয়া ডিগ্রি কলেজ, এম এ হাদি ডিগ্রি কলেজ, আলেকজান্ডার মহিলা কলেজ, আলেকজান্ডার কামিল মাদরাসা , রামগতি রাব্বানিয়া ফাজিল মাদরাসা উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ।

কৃষি সম্পাদনা

ধান, মরিচ, সয়াবিন, নারিকেল, সুপারি, বাদাম ইত্যাদি

অর্থনীতি সম্পাদনা

এই স্থানটি মৎস উৎপাদনের জন্য বিখ্যাত।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

  • বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন - পাল্কি, গরুর গাড়ি।
  • বর্তমানঃ সি এন জি, অটো এবং আধুনিক সড়ক পরিবহন রয়েছে

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

  • আ স ম আবদুর রব (১ জানুয়ারী ১৯৪৫ - বর্তমান) - বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক ও সাবেক মন্ত্রী ও এমপি।
  • এ্যাডভোকেট সিএসপি আবদুর রব চৌধুরী (১৯৩৪ - ১৮ ফেব্রুয়ারী ২০১৮) - পূর্ব পাকিস্তানের জেলাপ্রশাসক, শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলী সদস্য।
  • শফিউল বারী বাবু (১ মে ১৯৬৯ - ২৮ জুলাই ২০২০) - জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি।
  • কমরেড মোহাম্মদ তোয়াহা-রাজনীতিবিদ।
  • এ. এস. এম. আবদুর রব - রাজনীতিবিদ।

দর্শনীয় স্থান সম্পাদনা

রামগতি দ্বায়রা শরিফ, টাংকিরচর, ভবানী সাহার মঠ, মেঘনা বেড়ীবাঁধ, মেঘনা তীর, চর গজারিয়া, বয়ার চর, ঝাঁউবন, মেঘনা সুইচ গেইট।

আলেকজান্ডার বেড়ীবাঁধ, বুড়া কর্তার আশ্রম, আলেকজান্ডার দ্বায়রা শরিফ।

ভুলুয়া নদী, আজাদ নগর ব্রীজ।

 শেকের কিল্লা

আসসালাম জামে মসজিদ।

জনপ্রতিনিধি সম্পাদনা

সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[২] সংসদ সদস্য[৩][৪][৫][৬][৭] রাজনৈতিক দল
২৭৭ লক্ষ্মীপুর-৪ কমলনগর উপজেলা এবং রামগতি উপজেলা আবদুল মান্নান বিকল্পধারা বাংলাদেশ

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে রামগতি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd 
  3. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  4. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  5. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  6. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  7. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা