রামগতি পৌরসভা

লক্ষ্মীপুর জেলার একটি পৌরসভা

রামগতি পৌরসভা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা। মোট ৯ টি ওয়ার্ড নিয়ে ২০০০ সালে রামগতি পৌরসভা গঠিত হয়।

রামগতি
পৌরসভা
রামগতি পৌরসভা
রামগতি বাংলাদেশ-এ অবস্থিত
রামগতি
রামগতি
বাংলাদেশে রামগতি পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৬′১৬″ উত্তর ৯১°০′৭″ পূর্ব / ২২.৬০৪৪৪° উত্তর ৯১.০০১৯৪° পূর্ব / 22.60444; 91.00194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলালক্ষ্মীপুর জেলা
উপজেলারামগতি উপজেলা
সরকার
আয়তন
 • মোট১১.৮১ বর্গকিমি (৪.৫৬ বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৭৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আয়তন সম্পাদনা

১১.৮১ বর্গ কিলোমিটার।

অবস্থান ও সীমানা সম্পাদনা

চট্টগ্রাম প্রশাসনিক বিভাগের অধিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে রামগতি পৌরসভা অবস্থিত। এই পৌরসভার উত্তরে চর বাদাম ও চর আলগী ইউনিয়ন, দক্ষিণে মেঘনা নদী, পূর্বে চর আলগী এবং পশ্চিমে চর আলেকজান্ডার ইউনিয়ন।

প্রতিষ্ঠাকাল সম্পাদনা

চর আলেকজান্ডার, চর আলগী ও চর বাদাম ইউনিয়নের অংশ বিশেষ নিয়ে রামগতি উপজেলার প্রশাসনিক কেন্দ্রে ২০০০ সালে রামগতি পৌরসভা গঠিত হয়।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

৯টি ওয়ার্ডের সমন্বয়ে রামগতি পৌরসভার নাগরিক সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। চর হাসান হোসেন, উত্তর চর হাসান হোসেন, সাহাপাড়া, শ্যামল গ্রাম, চর সেকান্দর, আদর্শগ্রাম,

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

আব্দুল হামিদ খান সড়ক, আরসি সড়ক, স্বনির্ভর সড়ক, সাহাপাড়া সড়ক, নূরীয়া হাজির হাট টু নুর পাটোয়ারী হাট সড়ক, চর সেকান্দর টুর বুড়াকর্তা সড়ক, উপজেলা সড়ক, আব্দুল জলিল মাস্টার সড়ক, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন সড়ক অন্যতম। বাস, রিক্সা, মটর সাইকেল, সিএনজি,অটোরিক্সা যোগাযোগের প্রধান বাহন।

জনসংখ্যা সম্পাদনা

মোট জনসংখ্যা: ৩৫,০০০ (এষ্টিমেটেট)।

পুরুষ: ১৮০০০

মহিলা: ১৭০০০

লোকসংখ্যার ঘনত্ব: ২৯৬৪ ( প্রতি বর্গ কিলোমিটারে)[১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ জানুয়ারি ২০২০ তারিখে

শিক্ষা সম্পাদনা

উল্লেখ্যযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আ স ম আব্দুর রব সরকারি কলেজ, আলেকজান্ডার মহিলা কলেজ, চর আলেকজান্ডার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, চর সেকান্দর সফিক একাডেমী উচ্চ বিদ্যালয়, আলেকজান্ডার বালিকা বিদ্যালয়, আলেকজান্ডার আলিয়া মাদ্রাসা, জমিদারহাট তরাব আলী উচ্চ বিদ্যালয়, চর হাসান হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেবাগ্রাম উচ্চ বিদ্যালয়, চর আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর সেকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল হামিদ খান হাফেজিয়া মাদ্রাসা, চর হাসান হোসেন মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা অন্যতম।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা
নাম মোট
কলেজ
হাইস্কুল
প্রাথমিক বিদ্যালয় ১১

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা