সুলতান হোসেন খান
সুলতান হোসেন খান (১৯২৫-৪ জুলাই ২০১৫) বাংলাদেশী বিচারপতি যিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক ও বাংলাদেশের চতুর্থ প্রধান নির্বাচন কমিশনার ছিলেন।[১][২] তিনি ছিলেন দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান।
সুলতান হোসেন খান | |
---|---|
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার | |
কাজের মেয়াদ ১৭ ফেব্রুয়ারি ১৯৯০ – ২৪ ডিসেম্বর ১৯৯০ | |
পূর্বসূরী | চৌধুরী এ.টি.এম মাসুদ |
উত্তরসূরী | আবদুর রউফ |
বাংলাদেশের উচ্চ আদালত বিভাগ | |
কাজের মেয়াদ ১৩ মার্চ ১৯৭৮ – ১ জানুয়ারি ১৯৯০ | |
দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান | |
কাজের মেয়াদ ২১ নভেম্বর ২০০৪ – ১০ ফেব্রুয়ারি ২০০৭ | |
পূর্বসূরী | পদ সৃষ্টি |
উত্তরসূরী | হাসান মশহুদ চৌধুরী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯২৫ ঝালকাঠি, বরিশাল, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ৪ জুলাই ২০১৫ স্কয়ার হাসপাতাল, ঢাকা |
জাতীয়তা | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
সন্তান | দুই ছেলে ও দুই মেয়ে |
জীবিকা | বিচারক |
প্রাথমিক জীবন
সম্পাদনাসুলতান হোসেন খান ১৯২৫ সালে ঝালকাঠির রাজাপুরে জন্মগ্রহণ করেন।[৩]
কর্মজীবন
সম্পাদনাসুলতান হোসেন খান ১৩ মার্চ ১৯৭৮ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে ১ জানুয়ারি ১৯৯০ সালে অবসরে যান। তিনি ১৭ ফেব্রুয়ারি ১৯৯০ সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়ে ২৪ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।[২][১] ২১ নভেম্বর ২০০৪ সালে তিনি দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়ে ১০ ফেব্রুয়ারি ২০০৭ সালে পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন।[৪][৫]
মৃত্যু
সম্পাদনাসুলতান হোসেন খান ৪ জুলাই ২০১৫ সালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঝালকাঠির রাজাপুরে তাকে সমাহিত করা হয়।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "প্রধান নির্বাচন কমিশনারদের কার্যকাল"। www.ec.org.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১।
- ↑ ক খ "ইতিহাসের পাতায় বাংলাদেশের নির্বাচন কমিশন"। ডয়চে ভেলে বাংলা। ৬ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "বিচারপতি সুলতান হোসেন খান আর নেই"। দৈনিক কালের কণ্ঠ। ৫ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "বিচারপতি সুলতান হোসেন খানের ইন্তিকাল"। দৈনিক সংগ্রাম। ৫ জুলাই ২০১৫। ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১।
- ↑ ক খ "বিচারপতি সুলতান হোসেন খান আর নেই"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৪ জুলাই ২০১৫। ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১।