সুলতান আহমেদ মসজিদ
তুরস্কের ইস্তাম্বুলে সপ্তদশ শতকে নির্মিত মসজিদ
সুলতান আহমেদ মসজিদ (তুর্কি ভাষায়:Sultanahmet Camii) তুরস্কের ইস্তানবুল শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদের অভ্যন্তরের দেওয়াল নীল রঙের টাইলস দিয়ে সুসজ্জিত বলে এই মসজিদটি নীল মসজিদ (ইং: ব্লু মস্ক) নামে পরিচিত। এটি ১৬০৯ খ্রিষ্টাব্দ থেকে ১৬১৬ খ্রিষ্টাব্দের মধ্যে উসমানীয় সম্রাজ্যের সুলতান আহমেদ বখতি নির্মাণ করেন। মসজিদ কমপ্লেক্সে একটি মাদরাসা, একটি পান্থনিবাস এবং প্রতিষ্ঠাতার সমাধি অবস্থিত। যদিও বর্তমানে এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয় তথাপি এটি ইস্তানবুলের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ।
সুলতান আহমেদ মসজিদ | |
---|---|
![]() | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
জেলা | সুলতানাহ্মেত |
প্রদেশ | ইস্তানবুল প্রদেশ |
অঞ্চল | মারমারা অঞ্চল |
যাজকীয় বা সাংগঠনিক অবস্থা | মসজিদ |
অবস্থান | |
অবস্থান | ![]() |
ভৌগোলিক স্থানাঙ্ক | ৪১°০′১৯″ উত্তর ২৮°৫৮′৩৬″ পূর্ব / ৪১.০০৫২৮° উত্তর ২৮.৯৭৬৬৭° পূর্বস্থানাঙ্ক: ৪১°০′১৯″ উত্তর ২৮°৫৮′৩৬″ পূর্ব / ৪১.০০৫২৮° উত্তর ২৮.৯৭৬৬৭° পূর্ব |
স্থাপত্য | |
স্থপতি | সেদেফহার মেহেম্মেত আয়া |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ইসলামিক স্থাপত্য, উসমানীয় স্থাপত্য |
সম্পূর্ণ হয় | ১৬১৬ |
নির্দিষ্টকরণ | |
ধারণ ক্ষমতা | ১০,০০০ |
দৈর্ঘ্য | ৭২ মিটার |
প্রস্থ | ৬৪ মিটার |
গম্বুজের উচ্চতা (বাহিরে) | ৪৩ মিটার |
মিনারসমূহ | ৬ |
স্থাপত্য |
তালিকা
|
স্থাপত্য স্টাইল |
মসজিদের তালিকা |
অন্যান্য |
তালিকা
|
স্থাপত্যসম্পাদনা
টীকাসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- Goodwin G., "A History of Ottoman Architecture"; Thames & Hudson Ltd., London, reprinted 2003; আইএসবিএন ০-৫০০-২৭৪২৯-০
- Turner, J. (ed.) - Grove Dictionary of Art - Oxford University Press, USA; New edition (January 2, 1996); আইএসবিএন ০-১৯-৫১৭০৬৮-৭
- Sheila S. Blair, Jonathan M. Bloom - "The Art and Architecture of Islam, 1250-1800", Yale University Press, 1994; আইএসবিএন ০-৩০০-০৫৮৮৮-৮
বহীসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে সুলতান আহমেদ মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |