ইস্তাম্বুল
ইস্তাম্বুল (তুর্কি ভাষায় İstanbul ইস্তাম্বুল্) তুরস্কের অন্যতম প্রধান শহর। এর পুরোনো নাম কন্সটান্টিনোপল। এছাড়া এটি বাইজান্টিয়াম পরিচিত ছিল। এটি পূর্বে উস্মানীয় সাম্রাজ্যের রাজধানী ছিল। ১৪৫৩ সালে এটি তৎকালীন উস্মানীয় সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষিত হয়। এটি তুরস্কের সংস্কৃতি এবং অর্থনীতির কেন্দ্রস্থল। ১৯২৩ সাল পর্যন্ত এখানেই ছিল তুরস্কের রাজধানী। এটি তুরস্কের বৃহত্তম শহর যার জনসংখ্যা ১২.৮ মিলিয়ন। ইস্তাম্বুলের আয়তন ৫.৩৪৩ বর্গ কিলোমিটার (২,০৬৩বর্গ মাইল)। ইস্তাম্বুল একটি আন্তর্মহাদেশীয় শহর, এর এক তৃতীয়াংশ জনসংখ্যা এশিয়ায় বসবাস করলেও এইটি ইউরোপর বাণিজ্যিক এবং ঐতিহাসিক কেন্দ্র।
ইস্তাম্বুল | |
---|---|
ক্লকওয়াইজ, শীর্ষ থেকে: লেভেন্ট ব্যবসায়িক জেলা সহ দলমাবাচ প্রাসাদ, একটি নস্টালজিক ট্রামে ইসটিকাল অ্যাভিনিউ, মেইডেনস টাওয়ার, তোপকাপি প্রাসাদ, ওরতাকয় মসজিদ বসফরাস সেতুের সামনে; এবং হাগিয়া সোফিয়া | |
Location of Istanbul on the Bosphorus Strait, Turkey | |
স্থানাঙ্ক: ৪১°০১′ উত্তর ২৮°৫৮′ পূর্ব / ৪১.০১৭° উত্তর ২৮.৯৬৭° পূর্ব | |
রাষ্ট্র | ![]() |
অঞ্চল | মারমারা অঞ্চল |
প্রদেশ | ইস্তাম্বুল |
প্রতিষ্ঠা | খ্রিস্টপূর্ব ৬৬৭ |
উসমানীয় সময় | ১৪৫৩ |
তুরস্ক প্রতিষ্ঠার পর | ১৯২৩ সালে কন্সটান্টিনোপলকে ইস্তাম্বুল নামে নামকরণ করা হয় |
জেলা | ২৭ |
সরকার | |
• মেয়র | একরেম ইমামোগলু (সিএইচপি) |
আয়তন | |
• মোট | ১,৮৩০.৯২ বর্গকিমি (৭০৬.৯২ বর্গমাইল) |
উচ্চতা | ১০০ মিটার (৩০০ ফুট) |
জনসংখ্যা (২০০৯)[১][২] | |
• মোট | ১,২৭,৮২,৯৬০ |
• জনঘনত্ব | ৬,২১১/বর্গকিমি (১৬,০৯০/বর্গমাইল) |
সময় অঞ্চল | এফইটি (ইউটিসি+৩) |
পোস্ট কোড | ৩৪০১০ থেকে ৩৪৮৫০ এবং ৮০০০০ থেকে ৮১৮০০ |
এলাকা কোড | (+৯০) ২১২ (ইউরোপীয় অঞ্চলে) (+৯০) ২১৬ (এশীয় অঞ্চলে) |
ওয়েবসাইট | Istanbul Portal |
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
---|---|
মানদণ্ড | Cultural: I, II, III, IV |
সূত্র | 356 |
তালিকাভুক্তকরণ | 1985 (9th সভা) |
"If one had but a single glance to give the world, one should gaze on Istanbul."
Lamartine's famous poetic quote reveals his love for Istanbul, described as embracing two continents, with one arm reaching out to Asia and the other to Europe.
জনপরিসংখ্যানসম্পাদনা
ব্যক্তি বা পরিবার নিয়ে বসতি স্থাপনের জন্য এই শহর বিশ্বের সবথেকে কম ব্যায়বহুল শহরের একটি। খুব সাশ্রয়ী খরচে এখানে ঘর ভাড়া বা কেনা যায় যা বিশ্বের মেট্রোসিটিগুলোতে বিরল।
পরিবহনসম্পাদনা
আকাশপথেসম্পাদনা
- ইস্তাম্বুল আতাতুর্ক বিমানবন্দর (ইউরোপ ভাগে)। এটি ইউরোপের তৃতীয় ব্যাস্ততম এয়ারপোর্ট।
- সাবিহা গক্চেন এয়ারপোর্ট (এশিয়া ভাগে)
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "İllere göre merkez ve belde/köy nüfus toplamları"। Türkiye İstatistik Kurumu। ২০০৮। ২০১১-০২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-১৬।
- ↑ "Province Population"। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]