সিরাজপুর ইউনিয়ন

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

সিরাজপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

সিরাজপুর
ইউনিয়ন
১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ
সিরাজপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
সিরাজপুর
সিরাজপুর
সিরাজপুর বাংলাদেশ-এ অবস্থিত
সিরাজপুর
সিরাজপুর
বাংলাদেশে সিরাজপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫১′৪১″ উত্তর ৯১°১৫′২″ পূর্ব / ২২.৮৬১৩৯° উত্তর ৯১.২৫০৫৬° পূর্ব / 22.86139; 91.25056 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাকোম্পানীগঞ্জ উপজেলা, নোয়াখালী উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৪.৬৩ বর্গকিমি (৫.৬৫ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৯,৯৫৬
 • জনঘনত্ব২,০০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৮.৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

সিরাজপুর ইউনিয়নের আয়তন ১৪.৬৩ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সিরাজপুর ইউনিয়নের জনসংখ্যা ২৯,৯৫৬ জন।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর-পশ্চিমাংশে সিরাজপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণ-পূর্বে চর পার্বতী ইউনিয়ন, বসুরহাট পৌরসভাচর কাঁকড়া ইউনিয়ন; পশ্চিমে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নবাটইয়া ইউনিয়ন এবং উত্তরে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

সিরাজপুর ইউনিয়ন কোম্পানীগঞ্জ উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কোম্পানীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। ইউনিয়ন চেয়ারম্যান: নাজিম উদ্দিন মিকন। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • বড় রাজাপুর
  • বিরাহিমপুর
  • ছোট রাজাপুর
  • হাবিবপুর
  • মোহাম্মদ নগর
  • শাহজাদপুর
  • সিরাজপুর
  • উদরাজপুর
  • উত্তর মুসাপুর

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সিরাজপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৮.৯%।[] এ ইউনিয়নে ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

প্রাথমিক বিদ্যালয়[]

  • মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • যোগিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব যোগিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • যোগিদিয়া বালিকা বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম বিরাহিমপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ

সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় পার্টি

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

কোম্পানীগঞ্জ উপজেলা গেইট থেকে সিএনজি অথবা রিক্সাযোগে আসলে ইউনিয়ন পরিষদ কমপ্লক্স দেখা যাবে।

খাল ও নদী

সম্পাদনা

খাল ও নদীর তালিকা[]

  • সিরাজপুর–শাহজাদপুর খাল
  • সিরাজপুর–বিরাহিমপুর খাল
  • হাবিবপুর–বিরাহিমপুর খাল
  • কালীবাড়ি–দুধমূখা খাল

হাট-বাজার

সম্পাদনা

হাট-বাজারের তালিকা[]

  • পাটোয়ারী হাট
  • কদমতলা বাজার
  • হাজারী হাট
  • শান্তির হাট
  • পেশকার হাট
  • চাপ্রাশির হাট (পূর্ব বাজার)
  • তালেব মোহাম্মদ হাট
  • রংমালা বাজার
  • বাংলা বাজার
  • মুছাপুর চৌধুরী হাট
  • চর এলাহী বাজার
  • গাংচিল বাজার
  • সৈকত বাজার

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • শাহজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্র[]

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান পরিষদ[]

নাম পদবি নির্বাচিত এলাকা
নাজিম উদ্দিন মিকন[] চেয়ারম্যান
ইমতিয়াজ আহমেদ শাকিব সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
মোঃ হায়দার হোসেন সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
মোহাম্মদ হানিফ সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
জামসেদ ইকবাল শিবলু সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
জসিম উদ্দিন সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
হারুন অর রশিদ সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
মোঃ আবদুল হান্নান সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
একরামুল হক সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
জহুরা হাচনীন সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
আলেয়া বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  2. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, সিরাজপুর ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  3. "খাল ও নদী, সিরাজপুর ইউনিয়ন"sirajpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  4. "হাট-বাজারের তালিকা, সিরাজপুর ইউনিয়ন"sirajpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  5. "দর্শনীয় স্থান, সিরাজপুর ইউনিয়ন"sirajpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  6. "বর্তমান পরিষদ, বাটইয়া ইউনিয়ন"sirajpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  7. "চেয়ারম্যান, সিরাজপুর ইউনিয়ন"sirajpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা