ধানশালিক ইউনিয়ন

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার একটি ইউনিয়ন

ধানশালিক বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কবিরহাট উপজেলার একটি ইউনিয়ন

ধানশালিক
ইউনিয়ন
৬নং ধানশালিক ইউনিয়ন পরিষদ
ধানশালিক চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ধানশালিক
ধানশালিক
ধানশালিক বাংলাদেশ-এ অবস্থিত
ধানশালিক
ধানশালিক
বাংলাদেশে ধানশালিক ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৮′৫৩″ উত্তর ৯১°১৩′৪৮″ পূর্ব / ২২.৮১৪৭২° উত্তর ৯১.২৩০০০° পূর্ব / 22.81472; 91.23000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাকবিরহাট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৪৫.৩৮ বর্গকিমি (১৭.৫২ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৪,৯৬৫
 • জনঘনত্ব৩৩০/বর্গকিমি (৮৫০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৭.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮১১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

ধানশালিক ইউনিয়নের আয়তন ৪৫.৩৮ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুয়ায়ী ধানশালিক ইউনিয়নের জনসংখ্যা ১৪,৯৬৫ জন।

অবস্থান ও সীমানা সম্পাদনা

কবিরহাট উপজেলার পূর্বাংশে ধানশালিক ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চাপরাশিরহাট ইউনিয়ন ও বাটইয়া ইউনিয়ন; পশ্চিমে কবিরহাট পৌরসভাঘোষবাগ ইউনিয়ন; দক্ষিণে পশ্চিমে ধানসিঁড়ি ইউনিয়ন এবং পূর্বে ও দক্ষিণে কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়ন, চরএলাহি ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

ধানশালিক ইউনিয়ন কবিরহাট উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কবিরহাট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • চর ভুতাখালী
  • চর গুল্যাখালী
  • খাস চর মন্ডলিয়া
  • চর মণ্ডলিয়া
  • লামছি প্রসাদ
  • মুড়া আমিরাবাদ

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধানশালিক ইউনিয়নের স্বাক্ষরতার হার ৩৭.২%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়
  • লামছি প্রসাদ উচ্চ বিদ্যালয়
  • জনতা বাজার উচ্চ বিদ্যালয়
  • চরগুল্লাখালী দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়[২]

১। মুড়া আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২। পূর্ব চর গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩। জনতা বাজার এ খায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪। চর মণ্ডলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫। চর গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬। লামছি প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭। পশ্চিম চর গুল্যাখালী আমিন উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮। মধ্যম চর মণ্ডলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯। দক্ষিণ মুড়া আমিরাবাদ বেগম মারজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

খাল ও নদী সম্পাদনা

  • নোয়াখালী খাল

হাট-বাজার সম্পাদনা

হাট-বাজারের তালিকা
  • লামছি প্রসাদ তাকিয়া বাজার
  • ধানশালিক বাজার
  • জনতা বাজার
  • চর মণ্ডলিয়া বাজার
  • মুড়া আমিরাবাদ বাজার

দর্শনীয় স্থান সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান পরিষদ

নাম পদবি নির্বাচিত এলাকা
সাহাব উদ্দিন[৩] চেয়ারম্যান
ফজলে আজিম সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
জাহাঙ্গীর আলম সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
সফি উল্যাহ বাচ্চু সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
নূর নবী সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
মোঃ শেখ ফরিদ সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
মোঃ ইসহাক সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
মোঃ সাহাব উদ্দিন সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
মোঃ মহিন উদ্দিন সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
মোঃ ফারুক সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
কুলসুম আক্তার রেখা সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
ঝর্ণা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
জুলেখা আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  2. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, ধানশালিক ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  3. "চেয়ারম্যান, ধানশালিক ইউনিয়ন"dhanshalikup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 

বহিঃসংযোগ সম্পাদনা