কবিরহাট পৌরসভা

নোয়াখালী জেলার একটি পৌরসভা

কবিরহাট পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা

কবিরহাট
পৌরসভা
কবিরহাট পৌরসভা
কবিরহাট বাংলাদেশ-এ অবস্থিত
কবিরহাট
কবিরহাট
বাংলাদেশে কবিরহাট পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫০′৫৯″ উত্তর ৯১°১২′১৩″ পূর্ব / ২২.৮৪৯৭২° উত্তর ৯১.২০৩৬১° পূর্ব / 22.84972; 91.20361 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাকবিরহাট উপজেলা
প্রতিষ্ঠাকাল১ ডিসেম্বর, ১৯৯৭
সরকার
 • পৌর মেয়রজহিরুল হক রায়হান (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট১০.৯৩ বর্গকিমি (৪.২২ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৭,৪৪৮
 • জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬১.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮০৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আয়তন সম্পাদনা

কবিরহাট পৌরসভার আয়তন ১০.৯৩ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কবিরহাট পৌরসভার জনসংখ্যা ১৭,৪৪৮ জন।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

কবিরহাট উপজেলার মধ্যাংশে কবিরহাট পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে নরোত্তমপুর ইউনিয়ন, পশ্চিমে সুন্দলপুর ইউনিয়ন, দক্ষিণে ঘোষবাগ ইউনিয়ন, পূর্বে ধানশালিক ইউনিয়ন এবং উত্তর-পূর্বে বাটইয়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

কবিরহাট পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম কবিরহাট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এটি একটি শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক কবিরহাট পৌরসভার এলাকাসমূহ হল:

ওয়ার্ড নং অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম
১নং ওয়ার্ড এনায়েতপুর, জোনাদপুর
২নং ওয়ার্ড পূর্ব ফতেহপুর
৩নং ওয়ার্ড পশ্চিম ফতেহজানপুর
৪নং ওয়ার্ড পূর্ব ফতেহজানপুর
৫নং ওয়ার্ড পূর্ব ঘোষবাগ
৬নং ওয়ার্ড ইন্দ্রপুর
৭নং ওয়ার্ড দক্ষিণ ঘোষবাগ
৮নং ওয়ার্ড আলীপুর, মধ্য ঘোষবাগ
৯নং ওয়ার্ড উত্তর ঘোষবাগ

প্রতিষ্ঠাকাল সম্পাদনা

১ ডিসেম্বর, ১৯৯৭ সালে কবিরহাট পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কবিরহাট পৌরসভার স্বাক্ষরতার হার ৬১.৭%।[১] এ পৌরসভায় ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

কলেজ[২]

  1. কবিরহাট সরকারি কলেজ

মাধ্যমিক বিদ্যালয়[৩]

  1. কবিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়
  2. কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়[৪]

  1. কবিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. কবিরহাট মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. ফতেহজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. পূর্ব ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. দক্ষিণ ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. আলীপুর ঘোষবাগ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. উত্তর ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

কবিরহাট শহর থেকে ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। বর্তমানে নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক ও নোয়াখালী-ফেনী মহাসড়ক ফোর-লেনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই দুটি ফোর-লেন সমাপ্ত হলে কবিরহাট শহর থেকে দ্রুত ঢাকা ও চট্টগ্রাম পৌঁছানো যাবে।

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান পরিষদ[৫]

নাম পদবি নির্বাচিত এলাকা
জহিরুল হক রায়হান[৬] মেয়র
মোঃ এছাক কাউন্সিলর ০১নং ওয়ার্ড
মোঃ জাহাঙ্গীর আলম কাউন্সিলর ০২নং ওয়ার্ড
মোঃ সেলিম কাউন্সিলর ০৩নং ওয়ার্ড
মোহাম্মদ হানিফ মিয়া কাউন্সিলর ০৪নং ওয়ার্ড
আবুল বাসার বাবুল কাউন্সিলর ০৫নং ওয়ার্ড
সফি উল্যাহ কাউন্সিলর ০৬নং ওয়ার্ড
মোঃ ওয়াজি উল্যাহ ভুঁইয়া কাউন্সিলর ০৭নং ওয়ার্ড
নুর ইসলাম রয়েল কাউন্সিলর ০৮নং ওয়ার্ড
মোঃ দেলোয়ার হোসেন কাউন্সিলর ০৯নং ওয়ার্ড
মমতাজ বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
সালমা সুলতানা বীথি সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
কাজল আক্তার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  2. "কলেজ, কবিরহাট পৌরসভা"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  3. "মাধ্যমিক বিদ্যালয়, কবিরহাট পৌরসভা"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  4. "প্রাথমিক বিদ্যালয়, কবিরহাট পৌরসভা"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  5. "বর্তমান পরিষদ, কবিরহাট পৌরসভা" (পিডিএফ)ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  6. "মেয়র, কবিরহাট পৌরসভা"kabirhat.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 

বহিঃসংযোগ সম্পাদনা