বাটইয়া ইউনিয়ন

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার একটি ইউনিয়ন

বাটইয়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কবিরহাট উপজেলার একটি ইউনিয়ন

বাটইয়া
ইউনিয়ন
৭নং বাটইয়া ইউনিয়ন পরিষদ
বাটইয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বাটইয়া
বাটইয়া
বাটইয়া বাংলাদেশ-এ অবস্থিত
বাটইয়া
বাটইয়া
বাংলাদেশে বাটইয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫১′৪৪″ উত্তর ৯১°১৪′৩″ পূর্ব / ২২.৮৬২২২° উত্তর ৯১.২৩৪১৭° পূর্ব / 22.86222; 91.23417 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাকবিরহাট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৪.৩৩ বর্গকিমি (৫.৫৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৫,২২১
 • জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৫.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮০৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

বাটইয়া ইউনিয়নের আয়তন ১৪.৩৩ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুয়ায়ী বাটইয়া ইউনিয়নের জনসংখ্যা ২৫,২২১ জন।

অবস্থান ও সীমানা সম্পাদনা

কবিরহাট উপজেলার উত্তর-পূর্বাংশে বাটইয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে নরোত্তমপুর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে কবিরহাট পৌরসভা, দক্ষিণে ধানশালিক ইউনিয়ন, পূর্বে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন এবং উত্তরে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

বাটইয়া ইউনিয়ন কবিরহাট উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কবিরহাট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • আশ্রাফপুর
  • বাটইয়া
  • চানপুর সাহা
  • চন্দ্রসুদ্দি
  • দৌলত রামদি
  • দয়া রামদি
  • গাজীরবাগ
  • হাঁসদি
  • মাদলা
  • উত্তর আলীপুর
  • রামদি
  • শ্রীনদ্দি

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাটইয়া ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬৫.৭%।[১] এ ইউনিয়নে ৩টি উচ্চ বিদ্যালয়, ৩টি মাদরাসা, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

প্রাথমিক বিদ্যালয়[২]

  • উত্তর বাটইয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আশ্রাফপুর রাশেদা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাচারীহাট রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাটইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব বাটইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ওটারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামদি ভূঁইয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গাজীরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শ্রীনদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

কবিরহাট উপজেলা কিংবা কবিরহাট বাজার থেকে বসুরহাট রোড হয়ে ভূঁইয়ারহাট বাজারে আসলে বাজারের উত্তর পার্শ্বে বাটইয়া গ্রামে বাটইয়া ইউনিয়ন পরিষদ ভবন দেখা যাবে।

খাল ও নদী সম্পাদনা

খাল ও নদীর তালিকা[৩]

  • কবিরহাট খাল
  • গাজীরবাগ খাল

হাট-বাজার সম্পাদনা

হাট-বাজারের তালিকা[৪]

  • ওটার হাট
  • কাচারির হাট
  • ভূঁইয়ার হাট

দর্শনীয় স্থান সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান পরিষদ[৫]

নাম পদবি নির্বাচিত এলাকা
জসিম উদ্দিন শাহীন[৬] চেয়ারম্যান
ইকবাল হোসেন দুলাল সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
মোঃ ছালা উদ্দিন সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
আবদুল্যাহ্ আল মাসুদ সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
আবদুল্যাহ আল মামুন সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
হাসান আহম্মদ সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
আলা উদ্দিন সুরন সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
আবু নাঈম মোঃ এনামুল হোসাইন সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
জসিম উদ্দিন বাবুল সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
জসিম উদ্দিন সেলিম সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
মমতাজ বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
সুফিয়া খাতুন সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
খতিজা খাতুন সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[৭]

ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মোহাম্মদ মিয়া
০২ শেখ মজিব উল্যাহ চৌধুরী
০৩ এ টি এম গোলাম কবির ১৯৭৩–১৯৭৭
০৪ আব্দুর রহমান ১৯৭৭–১৯৮৪
০৫ মজিবুল হক ১৯৮৪–১৯৮৮
০৬ শেখ আহমদ ভূঁঞা ১৯৮৮–১৯৯৩
০৭ মজিবুল হক ১৯৯৩–১৯৯৮
০৮ মোসারেফ হোসেন আলা উদ্দিন ১৯৯৮–২০০৩
০৯ হাফিজুর রহমান ২০০৩–২০১১
১০ আলহাজ্ব ওবায়দুল হক ২০১১–২০১৬
১১ মোঃ মিজানুর রহমান ২০১৬–২০২২

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  2. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, বাটইয়া ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  3. "খাল ও নদী, বাটইয়া ইউনিয়ন"batoiyaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  4. "হাট-বাজারের তালিকা, বাটইয়া ইউনিয়ন"batoiyaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  5. "বর্তমান পরিষদ, বাটইয়া ইউনিয়ন"batoiyaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  6. "চেয়ারম্যান, বাটইয়া ইউনিয়ন"batoiyaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  7. "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, বাটইয়া ইউনিয়ন"batoiyaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 

বহিঃসংযোগ সম্পাদনা