চর ফকিরা ইউনিয়ন

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

চর ফকিরা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

চর ফকিরা
ইউনিয়ন
৫নং চর ফকিরা ইউনিয়ন পরিষদ
চর ফকিরা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চর ফকিরা
চর ফকিরা
চর ফকিরা বাংলাদেশ-এ অবস্থিত
চর ফকিরা
চর ফকিরা
বাংলাদেশে চর ফকিরা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৮′৫৩″ উত্তর ৯১°১৪′৫৮″ পূর্ব / ২২.৮১৪৭২° উত্তর ৯১.২৪৯৪৪° পূর্ব / 22.81472; 91.24944 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাকোম্পানীগঞ্জ উপজেলা, নোয়াখালী উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৪৫.২২ বর্গকিমি (১৭.৪৬ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৬,৩১০
 • জনঘনত্ব৫৮০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫১.০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

চর ফকিরা ইউনিয়নের আয়তন ৪৫.২২ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর ফকিরা ইউনিয়নের জনসংখ্যা ২৬,৩১০ জন।

অবস্থান ও সীমানা সম্পাদনা

কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিমাংশে চর ফকিরা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চর কাঁকড়া ইউনিয়নরামপুর ইউনিয়ন; পূর্বে চর কাঁকড়া ইউনিয়ন, রামপুর ইউনিয়নমুছাপুর ইউনিয়ন; দক্ষিণে চর এলাহী ইউনিয়ন এবং পশ্চিমে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নধানশালিক ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

চর ফকিরা ইউনিয়ন কোম্পানীগঞ্জ উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কোম্পানীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • চর দিয়ারাবালুয়া
  • চর বালুয়া
  • গুচ্ছগ্রাম
  • চর ফকিরা
  • চর চায়না ডোপা
  • চর কালী
  • কচ্ছপিয়া

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর ফকিরা ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫১.০%।[১] এ ইউনিয়নে ৪টি হাই স্কুল, ১টি মাদরাসা, ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়াও কয়েকটি নুরানি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা রয়েছে অত্র ইউনিয়নে

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

★কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ★চরফকিরা উচ্চ বিদ্যালয় ★কাজী বেলাল স্কুল এন্ড কলেজ ★মুক্তিযোদ্ধা সিরাজ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়

    • আজগর আলী দাখিল মাদ্রাসা
  • পূর্ব চর ফকিরা মুক্তিযোদ্ধা শহীদ ইসলাইল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফকিরের তাকিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চর কচ্ছপিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম চরকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব চর কচ্ছপিয়া কাজী এম. এ. মান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম চর ফকিরা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

★মিজানুর রহমান বাদল, সাবেক চেয়ারম্যান, কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ। ★মরহুম বজলুর রহমান, সাবেক চেয়ারম্যান,কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ ★

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

কোম্পানীগঞ্জ উপজেলা থেকে রিকশা বা সিএনজি যোগে চর ফকিরা ইউনিয়নে আসা যায়।

খাল ও নদী সম্পাদনা

খাল ও নদীর তালিকা[২]

  • চাপরাশি খাল

হাট-বাজার সম্পাদনা

হাট-বাজারের তালিকা[৩]

  • চাপরাশির হাট
  • মোল্লার দোকান
  • বটতলী বাজার
  • বজলুর রহমান বাজার
  • মন্ডলতলী বাজার

দর্শনীয় স্থান সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান পরিষদ[৪]

নাম পদবি নির্বাচিত এলাকা
মোহাম্মদ জায়দল হক[৫] চেয়ারম্যান
আবদুল মোতালেব সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
নিসার আলী চৌধুরী সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
মোশারেফ হোসেন সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
মোঃ সলিমুল্লাহ সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
মোঃ আবুল কালাম সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
মোঃ মিজানুর রহমান সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
মোঃ ইউছুপ নবী সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
মোঃ নুর আলম সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
মোঃ ফখরুল ইসলাম সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
হাছিনা আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
মমতাজ বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
রোকেয়া বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[৬]

ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ নাদোরের জামান ১৯৭২–১৯৭৬
০২ বজলুর রহমান ১৯৭৭–১৯৮৪
০৩ ইদ্রিস মিয়া ১৯৮৫–১৯৯২
০৪ বজলুর রহমান ১৯৯২–১৯৯৮
০৫ হানিফ মিয়া ১৯৯৮–২০০৩
০৬ জহির উদ্দিন সেলিম ২০০৩–২০০৮
০৭ সফিকুল আলম ২০০৮–২০১১
০৮ মিজানুর রহমান ২০১১–২০১৪
০৯ সফিকুল আলম ২০১৪–২০১৪
১০ জামাল উদ্দিন লিটন ২০১৪–২০২২

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  2. "খাল ও নদী, চর ফকিরা ইউনিয়ন"charfakiraup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  3. "হাট-বাজারের তালিকা, চর কাঁকড়া ইউনিয়ন"charkakraup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  4. "বর্তমান পরিষদ, চর ফকিরা ইউনিয়ন"charfakiraup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  5. "চেয়ারম্যান, চর ফকিরা ইউনিয়ন"charfakiraup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  6. "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, চর ফকিরা ইউনিয়ন"charfakiraup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 

বহিঃসংযোগ সম্পাদনা