সিএমভি মিউজিক
বাংলাদেশী রেকর্ড লেবেল কোম্পানি
সিএমভি (সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও) একটি বাংলাদেশী অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান। ২০০৪ সালে এসকে শাহেদ আলী পাপ্পু, এবং হেলাল খানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিলো। ২০০৮ সালে প্রতিষ্ঠানটি নতুন সঙ্গীত প্রযোজনা বন্ধ করে দিয়েছিল। লম্বা বিরতির পর ০৫ ফেব্রুয়ারি, ২০১৬ সালে প্রতিষ্ঠানটি নতুন করে সক্রিয় হয়। ঢাকার ইস্কাটন সড়কে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় অবস্থিত।[১] ২০১৬ সালে পুনরায় সক্রিয় হওয়ার পর প্রতিষ্ঠানটি বাংলা নাটক, সঙ্গীতের অডিও-ভিডিও ও বিনোদনমূলক ওয়েব সিরিজ প্রযোজনা করছে।
সিএমভি মিউজিক | |
---|---|
প্রতিষ্ঠাকাল | ২০০৪ |
প্রতিষ্ঠাতা | এসকে শাহেদ আলী পাপ্পু হেলাল খান |
অবস্থা | সক্রিয় |
ধরন | সঙ্গিত-অডিও ও ভিডিও, নাটক, অয়েব সিরিজ |
দেশ | বাংলাদেশ |
অবস্থান | ইস্কাটন, ঢাকা, বাংলাদেশ |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | cmvbd |
শিল্পী
সম্পাদনাগায়ক
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'সিএমভি'র ফিরে আসা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৩।
- ↑ "In memory of Suchitra Sen - Parveen Sultana launches solo album"। thedailystar.net। সংগ্রহের তারিখ ২০১৪-১০-০১।