সাহা

পারিবারিক নাম

সাহা বা শাহা হলো একটি বাঙালি পদবি যা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের বাঙালি হিন্দু সম্প্রদায়ের দ্বারা ব্যবহৃত হয়।[২][৩]

সাহা (শাহা)
উচ্চারণসাহা
মূল
শব্দ/নামবাংলা
অর্থব্যবসায়ী, জমিদাৰ প্ৰভূতি
উৎস অঞ্চলবাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম (বরাক উপত্যকা), ত্রিপুরা
[১]

ইতিহাস সম্পাদনা

উনিশ শতকের পূর্বে সাহা সম্প্রদায় উপবর্ণ হিসেবে প্রতিষ্ঠা পায়নি। মধ্যযুগীয় শাস্ত্র ও সাহিত্যে তাদের অস্তিত্ব সম্পর্কে তেমন সাক্ষ্য পাওয়া যায় না। যদিও সাহারা নিজেদেরকে আর্য বৈশ্য বলে দাবি করে, কিন্তু ইতিহাস, সাহিত্য বা ধর্মপুস্তকে এ দাবির সমর্থনে কোনো তথ্য পাওয়া যায় না। এ সম্প্রদায়ের লোকেরা শহর, বন্দর, গ্রাম সর্বত্রই বসবাস করে। এদের ধর্মীয় আচার-আচরণ অন্যান্য বাঙালি হিন্দুদের মতোই।[৩]

সাহিত্যে সাহা সম্পাদনা

পয়ার ছন্দে লেখা শ্রীশ্রীহরি লীলামৃতে সাহাদের উল্লেখ পাওয়া যায়।[৪]

এছাড়া হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা তে কিছু উল্লেখ পাওয়া যায়।

উল্লেখযোগ্য সাহা পদবির ব্যক্তিবর্গ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "1990 Census Name Files"United States Census Bureau। ৩০ মার্চ ২০০৫। ৩০ মার্চ ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৮ 
  2. "বণিক - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৭ 
  3. "সাহা - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৭ 
  4. "শ্রীশ্রীহরি লীলামৃত/মধ্য খণ্ড/সপ্তম তরঙ্গ/৬ - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]