অরুণ সাহা

বাংলাদেশী অভিনেতা ও সংগীতজ্ঞ

অরুণ কুমার সাহা (জন্ম: ৯ নভেম্বর, ১৯৮৩) যিনি দীপু নামেই অধিক পরিচিত, একজন বাংলাদেশি অভিনেতা। ১৯৯৬ সালে ১৩ বছর বয়সে মোরশেদুল ইসলাম পরিচালিত দীপু নাম্বার টু চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি আলোচিত হন।[] তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।[]

অরুণ সাহা
অরুণ সাহা
২০১৪ সালে অরুণ সাহা
জন্ম
অরুণ কুমার সাহা

৯ নভেম্বর, ১৯৮৩
জাতীয়তাবাংলাদেশি
পেশাঅভিনয়, সঙ্গীত
কর্মজীবন১৯৯৬ - বর্তমান
উচ্চতাফুটইঞ্চি
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার - শ্রেষ্ঠ শিশু অভিনেতা[]
স্বাক্ষর

প্রাথমিক ও শিক্ষাজীবন

সম্পাদনা

অরুণ সাহা বাংলাদেশের ঢাকার একটি হিন্দু পরিবারে ১৯৮৩ সালের ৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি কনিষ্ঠ। ১৯৯৯ সালে ঢাকার সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়[][][] থেকে এসএসসি এবং এরপর নটর ডেম কলেজ[][][] থেকে ২০০১ সালে এইচএসসি পাশ করেন। ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে[]। তবে ভর্তি হওয়ার পরপরই স্কলারশিপ নিয়ে চলে যান ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়[][][] (২০০২-২০০৬) এবং সেখান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১২-২০১৪) থেকে রিনিউয়েবল এনার্জি টেকনোলজি বিষয়ে মাস্টার অব সাইন্স ডিগ্রি নিয়েছেন তিনি।

অভিনয়

সম্পাদনা

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। নাট্যকার আব্দুল্লাহ আল মামুন রচিত মঞ্চ নাটক তোমারই দেখে অণুপ্রাণিত হন। এছাড়াও বিভিন্ন অ্যাকশন চলচ্চিত্রের প্রতি তার দূর্বলতা ছিল যা তাকে পরবর্তীতে অভিনয় জগতে টেনে আনে। অরুণ সাহা সবার দৃষ্টি আকর্ষণ এবং আলোচনায় আসেন ১৯৯৬ সালে[] সরকারি অনুদানে মুক্তিপ্রাপ্ত পরিচালক মোরশেদুল ইসলাম পরিচালিত দীপু নাম্বার টু[][] চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে। এ চলচ্চিত্রের মাধ্যমেই তার চলচ্চিত্র অঙ্গনে যাত্র শুরু এবং এই চলচ্চিত্রর জন্য তিনি শ্রেষ্ঠ শিশু অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার[][][] লাভ করেন। তিনি এছাড়াও চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপণচিত্রে কাজ করছেন।

কর্মজীবন

সম্পাদনা

২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন কোম্পানির হয়ে চাকরি করেছেন কয়েকটি দেশে।[][]

বিজ্ঞাপন চিত্র

সম্পাদনা
বছর বিজ্ঞাপন পরিচালক টীকা
২০১৫ ওকাপিয়া মোবাইল শরাফ আহম্মেদ জীবন অরুণ সাহা অভিনীত প্রথম বিজ্ঞাপন[]

সঙ্গীত ভুবন

সম্পাদনা

তিনি প্রধানত ক্লাসিক্যাল গিটারট্রামপেট[][] বাজান। ২০১০ সালে তিনি ভারতের কলকাতায় প্রথম ক্লাসিকাল গিটার বাজানো শিখেন। পরবর্তীতে বাংলাদেশে ইফতেখার আনোয়ার এর কাছে এর তালিম নেন।[] তিনি বর্তমানে "ক্ল্যাসিক্যাল মিউজিক একাডেমী অব ঢাকা" এর হয়ে শিল্পকলা একাডেমী, ছায়ানট সহ বিভিন্ন জায়গায় "অর্কেস্ট্রাল মিউজিক" পরিবেশন করেন।[] এছাড়াও ২০১৩ সাল থেকে বিটিভিতে "ঐকতান" এবং "চিরশিল্পের বাড়ী" অনুষ্ঠানে যন্ত্রসংগীত পরিবেশন করেন।[][]

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা
বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
১৯৯৬ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী দীপু নাম্বার টু বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অরুণ থেকে দীপু"  দৈনিক প্রথম আলো; বিনোদন; ২৯ এপ্রিল, ২০১৫
  2. সেন্ট জোসেফ স্কুলের বাৎসরিক ম্যাগাজিন; শিক্ষার্থী পরিচিতি; ১৯৯৯ সাল
  3. "এই দীপু সেই দীপু" - দৈনিক কালের কন্ঠ"  রঙের মেলা; ১৮ জুন ২০১৫
  4. "২০ বছর পর প্রত্যাবর্তন"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২০ | www.poriborton.com
  5. অরুণ থেকে দীপু। দৈনিক প্রথম আলো ; বিনোদন ; ২৯ এপ্রিল ২০১৫
  6. IMDb.com | "Dipu Number 2"
  7. Unexpected Journey Uuforgettable Experience | The DailyStar ; 8 march 2015
  8. webdesk@somoynews.tv। "বিজ্ঞাপনে 'দীপু নাম্বার টু' অরুণ সাহা"somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা