সুমন সাহা (ক্রিকেটার)

বাংলাদেশী ক্রিকেটার

সুমন সাহা (জন্ম: ১০ এপ্রিল ১৯৮৪) বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটার। সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী। তিনি ডানহাতি ব্যাটসম্যান। ২০০৪/২০০৫ সালে তিনি রাজশাহী বিভাগের হয়ে ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন এবং ২০০৬-২০০৭ মৌসুম পর্যন্ত খেলেন। তার সেরা বোলিং বরিশাল বিভাগের বিপক্ষে রাজশাহী বিভাগের হয়ে ৮১ রানে ৬ উইকেট শিকার। ঢাকা বিভাগের বিপক্ষে রাজশাহী বিভাগের হয়ে তিনি আরও পাঁচ উইকেট শিকার করেছিলেন। [১][২]

সুমন সাহা
ক্রিকেট তথ্য
ব্যাটিংয়ের ধরনরাইট হ্যান্ড বাটসমেন
বোলিংয়ের ধরনরাইট আর্ম ফাস্ট মিডিয়াম
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ফাস্ট ক্লাস লিস্ট এ
ম্যাচ সংখ্যা ১৯ ১১
রানের সংখ্যা ১০১ ৭০
ব্যাটিং গড় ৬.৭৩ ১০
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৩৪ ২৭
বল করেছে ২৯৪০ ৪২৩
উইকেট ৪৮ ১৪
বোলিং গড় ৩২.২২ ২৪.১৪
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/৮১ ৩/৩৮
ক্যাচ/স্ট্যাম্পিং ৮/- ৮/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ২ সেপ্টেম্বর ২০১৭

তথ্যসূত্র সম্পাদনা

  1. ক্রিকেটআর্কাইভে সুমন সাহা   (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
  2. ইএসপিএনক্রিকইনফোতে সুমন সাহা   (ইংরেজি)