নিত্যানন্দ সাহা

মুজিবনগর সরকার ও বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম বা সিলমোহরের নকশাকার ও মুক্তিযোদ্ধা

নিত্যানন্দ সাহা (আরও বলা হয় এ.এন.এ. সাহাএন.এন. সাহা) মুজিবনগর সরকারের ও বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম বা সিলমোহরের নকশাকার ও একজন মুক্তিযোদ্ধা[১]

নিত্যানন্দ সাহা
নিত্যানন্দ সাহা
জন্ম
মৃত্যু০২রা সেপ্টেম্বর,২০০২ খ্রিস্টাব্দ
জাতীয়তাবাংলাদেশি
অন্যান্য নাম
  • এন.এন. সাহা
পরিচিতির কারণবাংলাদেশ সরকারের সিলমোহরের নকশাকার ও মুক্তিযোদ্ধা
দাম্পত্য সঙ্গীবিমলাবালা সাহা
সন্তান
  • চিত্তরঞ্জন সাহা (চিতু)
  • মিনা রানী দাস
  • রতন লাল সাহা
আত্মীয়
  • গৌরাঙ্গঁ দাস সম্রাট(নাতি)
  • শম্পা রানী দাস(নাতনি)
  • রণবীর সাহা(নাতি)
  • ঋতিকা সাহা(নাতনি)
  • শিখা রানী সাহা(পুত্রবধু)
বাংলাদেশ সরকার কর্তৃক ব্যবহৃত সিলমোহর।
বাংলাদেশি পাসপোর্টের সামনের প্রচ্ছদে সরকারী সিল লিখিত আছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা (১২ জানুয়ারি ২০১৯)। "মরণোত্তর স্বীকৃতির অপেক্ষায় মনোগ্রাম প্রণেতা সাহার পরিবার"বার্তা ২৪। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা