অসীম সাহা
অসীম সাহা (২০ ফেব্রুয়ারি ১৯৪৯ - ১৮ জুন ২০২৪) ছিলেন একজন বাংলাদেশী কবি ও ঔপন্যাসিক। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।[১]
অসীম সাহা | |
---|---|
জন্ম | নেত্রকোণা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) | ২০ ফেব্রুয়ারি ১৯৪৯
মৃত্যু | ১৮ জুন ২০২৪ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় | (বয়স ৭৫)
পেশা | লেখক |
ভাষা | বাংলা |
জাতীয়তা | বাংলাদেশী |
শিক্ষা | বাংলা |
শিক্ষা প্রতিষ্ঠান | ঢাকা বিশ্ববিদ্যালয় |
ধরন | কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ছড়া, গান |
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার একুশে পদক |
সক্রিয় বছর | ১৯৬৪-২০২৪ |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাঅসীম সাহা ১৯৪৯ সালের ২০শে ফেব্রুয়ারি নেত্রকোণা জেলায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।[২] তার পৈত্রিক নিবাস মাদারীপুর। তার পিতা অখিল বন্ধু সাহা ছিলেন অধ্যাপক। অসীম সাহা ১৯৬৫ সালে মাধ্যমিক পাস করেন এবং ১৯৬৭ সালে মাদারীপুর নাজিমুদ্দিন মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৬৯ সালে স্নাতক পাস করে তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৬৯ সালে অসহযোগ আন্দোলন এবং পরে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তার স্নাতকোত্তর পরীক্ষা পিছিয়ে যায় এবং তিনি ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[৩][৪]
গ্রন্থতালিকা
সম্পাদনা- পূর্ব-পৃথিবীর অস্থির জ্যোৎস্নায় (১৯৮২)
- কালো পালকের নিচে (১৯৮৬)
- পুনরুদ্ধার (১৯৯২)
- উদ্বাস্তু (১৯৯৪)
- মধ্যরাতের প্রতিধ্বনি (২০০১)
- অন্ধকারে মৃত্যুর উৎসব (২০০৬)
- মুহূর্তের কবিতা (২০০৬)
- Refujee and the festval of death in darkness (২০১০)
- সৌর-রামায়ণ (২০১১)
- অক্টাভিও পাস ও ডেরেক ওয়ালকটের কবিতা (অনুবাদ) (২০১১)
- কবর খুঁড়ছে ইমাম (২০১১)
- প্রেমপদাবলি (২০১১)
- পুরনো দিনের ঘাসফুল (২০১২) (কবিতা)
- প্রগতিশীল সাহিত্যের ধারা (১৯৭৬)
- অগ্নিপুরুষ ডিরোজিও (১৯৯০)
- উদাসীন দিন (উপন্যাস) (১৯৯২)
- শ্মশানঘাটের মাটি গল্প (১৯৯৫)
- কিলের চোটে কাঁঠাল পাকে (২০০২)
- শেয়ালের ডিগবাজি (২০০৭)
- হেনরি ডিরোজিও (২০১০)।
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- আলাওল সাহিত্য পুরস্কার (১৯৯৩)
- ময়মনসিংহ সাহিত্য-সংস্কৃতি ফোরাম সম্মাননা (২০০৯)
- সাতক্ষীরা জাতীয় কবিতা পরিষদ কবিসম্মাননা (২০১০)
- কবিতাবাংলা কবিসম্মাননা (২০১০)
- বিন্দুবিসর্গ কবিসম্মাননা (২০১১)
- শৃন্বন্তু কবিসম্মাননা (কোলকাতা) (২০১১)
- দিকচিহ্ন কবিসম্মাননা (২০১১)
- কেন্দ্রীয় খেলাঘর আসর কবিসম্মাননা (২০১১)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১১)
- শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার (২০১২)
- কবিতালাপ পুরস্কার (২০১২)
- ভাষা ও সাহিত্যে একুশে পদক (২০১৯)
মৃত্যু
সম্পাদনাকবি অসীম সাহা ১৮ জুন ২০২৪ তারিখে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকায় মৃত্যুবরণ করেন।[৫] দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "একুশে পদক ২০১৯ পাচ্ছেন ২১ বিশিষ্ট নাগরিক"। দৈনিক কালের কণ্ঠ। ৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "সংগঠন কবিকে বিকশিত করে না ধ্বংস করে : অসীম সাহা"। দৈনিক মানবকণ্ঠ। ৭ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অসীম সাহা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৩ এপ্রিল ২০১৩। ২৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; ৩য় সংস্করণ, জুন, ২০১১; পৃষ্ঠা- ৮।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০৬-১৮)। "কবি অসীম সাহা মারা গেছেন"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৮।