সনৎ কুমার সাহা

একুশে পদক প্রাপ্ত ব্যক্তি

সনৎ কুমার সাহা (জন্ম: ১৯৪১) আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত প্রাবন্ধিক। বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এবং ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন। ১৪১৭ বঙ্গাব্দে তাঁর 'কবিতা অকবিতা রবীন্দ্রনাথ' বইটির জন্য পেয়েছেন প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার।

সনৎ কুমার সাহা
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
পেশালেখক, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়
পুরস্কারবাংলা একাডেমী পুরস্কার (২০১২), একুশে পদক ২০১৫

জন্ম ও পারিবারিক পরিচিতি

সম্পাদনা

জন্ম ১৮ই ফেব্রুয়ারি ১৯৪১ খ্রিষ্টাব্দ। তিনি চিরকুমার ।

শিক্ষা জীবন

সম্পাদনা

সনৎ কুমার সাহা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও লন্ডনের স্কুল ও অব ইকোনমিক্স-এ পড়ালেখা করেছেন ।

কর্মজীবন

সম্পাদনা

সনৎকুমার সাহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট রবীন্দ্র গবেষক।[১] ২০০৬ সালে অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন । ২০১০ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য । তিনি ১১ই ডিসেম্বর ২০২১ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক হিসেবে অধিষ্ঠিত আছেন।

প্রকাশিত গ্রন্থসমূহ

সম্পাদনা
  • সমাজ সংসার কলরব
  • কবিতা-অকবিতা রবীন্দ্রনাথ
  • পুরানো জানিয়া
  • রবীন্দ্রনাথ: তাঁর আলোয় তাঁর ছায়ায়
  • সম্পদে-সংকটে অর্থনীতির ইতিহাস, চর্চা ও প্রয়োগ
  • একটু আধটু পড়া
  • প্রতিধ্বনির প্রতিধ্বনি
  • আমার আঙিনায়
  • বিনি সুতোয় গাঁথা
  • চেনা-শোনা
  • ফিরে দেখা ঃ রবীন্দ্রনাথ
  • পৌরাণিক-সাম্প্রতিক
  • দেখা-অদেখা
  • চেনা মুখ
  • প্রতীক্ষার শেষ
  • এই বাংলায়
  • এলোমেলো হাওয়া
  • ভাবনা অর্থনীতির ঃ বিশ্বায়ন, উন্ননয়ন ও অন্যান্য
  • ইতিহাসের প্রেক্ষাপটেঃ রেনেসাঁ থেকে সমাজতন্ত্র
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক
  • আকাশ পৃথিবী রবীন্দ্রনাথ
  • কথায় ও কথার পিঠে

পুরস্কার

সম্পাদনা

প্রবন্ধ রচনায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমী পুরস্কার[২] এবং ২০১৫ সালে একুশে পদক[৩] লাভ করেন। অধ্যপক সনৎ কুমার সাহা কে ২০১৫ সালে বাংলাদেশ সরকার একুশে পদকে ভুষিত করেন। প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৭ । এছাড়া বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি বিভিন্ন সময় ।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. অনুপ সাদি সম্পাদিত, বাঙালির ধর্মনিরপেক্ষতাবাদ, কথাপ্রকাশ ঢাকা, ফেব্রুয়ারি, ২০১২, পৃষ্ঠা-২৩৫।
  2. BanglaNews24.com। "bangla news and entertainment 24x7 - banglanews24.com"। ২৪ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৩ 
  3. "একুশে পদক পাচ্ছেন ১৫ জন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ০৮, ২০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)