বঙ্গবন্ধু চেয়ার

শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত সম্মানজনক গবেষণা পদ

বঙ্গবন্ধু চেয়ার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত সম্মানজনক গবেষণা পদ। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনদর্শন, মতাদর্শ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশসহ বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে। স্বনামধন্য অধ্যাপক ও বিশিষ্ট গবেষকগণ মর্যাদাপূর্ণ এ চেয়ারে নিয়োগ পেয়ে থাকেন। এ পদে নিয়োগপ্রাপ্ত অধ্যাপকরা ‘বঙ্গবন্ধু চেয়ার’ বা ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ পদবিতে ভূষিত হন।[১][২][৩]

বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা সম্পাদনা

দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

জাতীয় বিশ্ববিদ্যালয়

নিয়োগ ও গবেষণার ক্ষেত্র সম্পাদনা

সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে নির্দিষ্ট মেয়াদে প্রথিতযশা অধ্যাপক ও গবেষকদের সম্মানজনক এ পদে নিয়োগ করা হয়। বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানভেদে গবেষক নিয়োগের নীতিমালা ও গবেষণা ক্ষেত্রের ভিন্নতা রয়েছে।[২][৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু সেন্টার ও চেয়ার স্থাপন করছে সরকার"বাংলা ট্রিবিউন। ২৬ সেপ্টেম্বর ২০১৯। ২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "ঢাবিতে 'চেয়ার' আছে নিয়োগ নেই"দৈনিক শিক্ষা। ২৮ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  3. "বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত এবং বঙ্গবন্ধু চেয়ার উদ্বোধন"আইএসপিআর। ২৬ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  4. "ঢাবি 'বঙ্গবন্ধু চেয়ার' পদে মুনতাসীর মামুন"ঢাকা টাইমস। ২৪ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  5. "রাবির প্রথম 'বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক' হলেন সনৎ কুমার সাহা"জাগোনিউজ২৪.কম। ১২ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  6. "চবি বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বে অধ্যাপক মুনতাসীর মামুন"সারাবাংলা.নেট। ২৭ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  7. "ইবির 'বঙ্গবন্ধু চেয়ার' এর দায়িত্ব পেলেন শামসুজ্জামান খান"বাংলাদেশ প্রতিদিন। ২ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  8. "দিল্লি বিশ্ববিদ্যালয়ে 'বঙ্গবন্ধু চেয়ার'"প্রথম আলো। ১০ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  9. "থাইল্যান্ডে বঙ্গবন্ধু চেয়ার উদ্বোধন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৬ মার্চ ২০১৮। ২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  10. "মুজিব বর্ষে ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার সিদ্ধান্ত"প্রথম আলো। ১৮ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  11. "কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন"কালের কণ্ঠ। ১৫ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২