বঙ্গবন্ধু চেয়ার
বঙ্গবন্ধু চেয়ার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত সম্মানজনক গবেষণা পদ। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনদর্শন, মতাদর্শ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশসহ বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে। স্বনামধন্য অধ্যাপক ও বিশিষ্ট গবেষকগণ মর্যাদাপূর্ণ এ চেয়ারে নিয়োগ পেয়ে থাকেন। এ পদে নিয়োগপ্রাপ্ত অধ্যাপকরা ‘বঙ্গবন্ধু চেয়ার’ বা ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ পদবিতে ভূষিত হন।[১][২][৩]
বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা
সম্পাদনাদেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
- ঢাকা বিশ্ববিদ্যালয়[৪]
- রাজশাহী বিশ্ববিদ্যালয়[৫]
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়[৬]
- ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ[৭]
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্[৩]
- দিল্লি বিশ্ববিদ্যালয়, ভারত[৮]
- এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, থাইল্যান্ড[৯]
- ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়, ব্রাজিল[১০]
- সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়, কানাডা[১১] প্রভৃতি।
জাতীয় বিশ্ববিদ্যালয়
নিয়োগ ও গবেষণার ক্ষেত্র
সম্পাদনাসুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে নির্দিষ্ট মেয়াদে প্রথিতযশা অধ্যাপক ও গবেষকদের সম্মানজনক এ পদে নিয়োগ করা হয়। বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানভেদে গবেষক নিয়োগের নীতিমালা ও গবেষণা ক্ষেত্রের ভিন্নতা রয়েছে।[২][৬]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু সেন্টার ও চেয়ার স্থাপন করছে সরকার"। বাংলা ট্রিবিউন। ২৬ সেপ্টেম্বর ২০১৯। ২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ ক খ "ঢাবিতে 'চেয়ার' আছে নিয়োগ নেই"। দৈনিক শিক্ষা। ২৮ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ ক খ "বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত এবং বঙ্গবন্ধু চেয়ার উদ্বোধন"। আইএসপিআর। ২৬ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ঢাবি 'বঙ্গবন্ধু চেয়ার' পদে মুনতাসীর মামুন"। ঢাকা টাইমস। ২৪ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "রাবির প্রথম 'বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক' হলেন সনৎ কুমার সাহা"। জাগোনিউজ২৪.কম। ১২ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ ক খ "চবি বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বে অধ্যাপক মুনতাসীর মামুন"। সারাবাংলা.নেট। ২৭ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ইবির 'বঙ্গবন্ধু চেয়ার' এর দায়িত্ব পেলেন শামসুজ্জামান খান"। বাংলাদেশ প্রতিদিন। ২ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "দিল্লি বিশ্ববিদ্যালয়ে 'বঙ্গবন্ধু চেয়ার'"। প্রথম আলো। ১০ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "থাইল্যান্ডে বঙ্গবন্ধু চেয়ার উদ্বোধন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৬ মার্চ ২০১৮। ২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "মুজিব বর্ষে ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার সিদ্ধান্ত"। প্রথম আলো। ১৮ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন"। কালের কণ্ঠ। ১৫ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।