সাতবাড়িয়া ইউনিয়ন, কেশবপুর

যশোর জেলার কেশবপুর উপজেলার একটি ইউনিয়ন

সাতবাড়িয়া ইউনিয়ন বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার একটি ইউনিয়ন। এটি ২০১৬ সালে স্থাপিত হয়। বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ সামছুদ্দীন দফাদার

সাতবাড়িয়া
ইউনিয়ন
১০নং সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ
ডাকনাম: সাতবাড়ীয়া
সাতবাড়িয়া খুলনা বিভাগ-এ অবস্থিত
সাতবাড়িয়া
সাতবাড়িয়া
সাতবাড়িয়া বাংলাদেশ-এ অবস্থিত
সাতবাড়িয়া
সাতবাড়িয়া
বাংলাদেশে সাতবাড়িয়া ইউনিয়ন, কেশবপুরের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৪′২৯″ উত্তর ৮৯°৯′১৭″ পূর্ব / ২২.৯০৮০৬° উত্তর ৮৯.১৫৪৭২° পূর্ব / 22.90806; 89.15472 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
উপজেলাকেশবপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা২০১৬
ইউনিয়ন পরিষদচেয়ারম্যান-০১,, ইউপি সদস্য-০৯, সংরক্ষিত নারী ইউপি সদস্য-০৩।
সরকার
 • চেয়ারম্যানমোঃ সামছুদ্দীন দফাদার (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট৯.৮০ বর্গকিমি (৩.৭৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৮,২০৩
 • জনঘনত্ব২,৯০০/বর্গকিমি (৭,৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৪৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

১০নং সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান জনাব মোঃ সামছুদ্দীন দফাদার

ইতিহাস

সম্পাদনা

১৯৩৫ সালে ত্রিমোহিনী বাজারে কপোতাক্ষ নদের তীর ঘেষে ১ নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ স্থাপিত হয়। তখন এটি ব্রিটিশ সরকারের অধীনে ছিল ও চেয়ারম্যান ছিলেন ডাঃ এনায়েত হোসেন। ১৯৬৫ সালে চেয়ারম্যান মোঃ আব্দুল মতলেব জনগনের সুবিধার্থে সাতবাড়িয়া বাজারের কামকমিউনিটি সেন্টারে ইউনিয়নের কেন্দ্র বিন্দু স্থানান্তরিত করেন এবং ১৯৬৫ সাল হতে সাতবাড়িয়া বাজারের কামকমিউনিটি সেন্টারে কার্যক্রম চলে আসছিল। ১৭ মে ২০১৬ সালে সরকার ১ নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদকে বিভক্ত করে ১ নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ এবং নতুন ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ নামে দুইটি ইউনিয়ন গঠন। ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম আগস্ট ২০১৬ সালে শুরু হয়। ১০নং সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্রথম (০১ম) চেয়ারম্যান নির্বাচিত হন জনাব মোঃ সামছুদ্দীন দফাদার

প্রশাসনিক অঞ্চল

সম্পাদনা

এই ইউনিয়নে ১০ টি গ্রাম, ৭টি মৌজা ও ৬ টি বাজার (হাট) রয়েছে। গ্রামগুলো হলো:সাতবাড়িয়া উঃ, সাতবাড়িয়া দঃ, কড়িয়াখালি, বেগমপুর, কোমরপোল, জাহানপুর, চালিতাবাড়িয়া, ভালুকঘর উঃ, ভালুকঘর দঃ, দত্তনগর। এই ইউনিয়নের প্রথম চেয়ারম্যান হলেন সামছুদ্দীন দফাদার, তিনি ৭ আগস্ট ২০১৬ তারিখ থেকে দায়িত্বরত আছেন।

২০১৭ সালে নবগঠিত ১০নং সাতবাড়ীয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্ভোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাবা ইসমাত আরা সাদেক। সার্বিক তত্ত্বাবধানে ইউপি চেয়ারম্যান জনাব মোঃ সামছুদ্দীন দফাদার।

আয়তন ও লোকসংখ্যা

সম্পাদনা

১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের আয়তন ৯.৮০ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ২৮,২০৩ জন (প্রায়) (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)।

শিক্ষা

সম্পাদনা

এই ইউনিয়নে শিক্ষার হার প্রায় ৬৬% (২০০১ সালের শিক্ষাজরিপ অনুযায়ী)। এই ইউনিয়নে ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫টি মাদ্রাসা, ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি কলেজ রয়েছে।

যোগাযোগ

সম্পাদনা

কেশবপুর শহর থেকে প্রায় পশ্চিম দিকে ০৬ কিলোমিটার

কেশবপুরকলারোয়া উপজেলার মধ্যবর্তী সংযোগ সড়ক জাহানপুর,সাতবাড়িয়ার মধ্য দিয়ে চলে গেছে।প্রায় অধিকাংশ রাস্তা-ঘাট পিচ দিয়ে নির্মিত। এছাড়াও খাল বা নদীর উপর রয়েছে কালভার্ট, পুল, সেতু ইত্যাদি। যাতায়াতের জন্য রয়েছে মটরসাইকেল, ভ্যান, মটরভ্যান, ইজিবাইক, আলম-সাধু ইত্যাদি।

দর্শনীয় স্থান

সম্পাদনা

বাওড় মর্শিনা, চালিতাবাড়ীয়া জমিদার বাড়ী।