ত্রিমোহিনী ইউনিয়ন

বাংলাদেশের খুলনা বিভাগের ইউনিয়ন

ত্রিমোহিনী ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার একটি ইউনিয়ন। এটি ১৮৬৭ সালে প্রতিষ্টিত হয়।

ত্রিমোহিনী
ইউনিয়ন
১ নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ
ত্রিমোহিনী খুলনা বিভাগ-এ অবস্থিত
ত্রিমোহিনী
ত্রিমোহিনী
ত্রিমোহিনী বাংলাদেশ-এ অবস্থিত
ত্রিমোহিনী
ত্রিমোহিনী
বাংলাদেশে ত্রিমোহিনী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৪′২০.৫″ উত্তর ৮৯°৮′১৯.৭″ পূর্ব / ২২.৯০৫৬৯৪° উত্তর ৮৯.১৩৮৮০৬° পূর্ব / 22.905694; 89.138806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
উপজেলাকেশবপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
মানচিত্র
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

মাইকেল মধুসুদন দত্তের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের তীরে ০১ নং ত্রিমোহিনী ইউনিয়ন ইউনিয়ন পরিষদ ১৮৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। তিন নদীর মোহনায় অবস্থিত বলে ত্রিমোহিনী বলা হয়। এর ভবন নির্মাণ হয় ১৯৬১সালে। সর্বশেষ বর্তমান ২০১৮ ইং সালে নতুন ভবন নির্মানের কাজ শেষ হয়।

প্রশাসন সম্পাদনা

এই ইউনিয়ন পরিষদে ১ জন চেয়ারম্যান, ৯ জন ওয়ার্ড মেম্বার, ৩ জন সংরক্ষিত মহিলা মেম্বার রয়েছে। এছাড়া প্রশাসনিক কাজ করার জন্য ১ জন সচিব, ২ জন উদ্যোক্তা ও ৯ জন গ্রাম পুলিশ রয়েছে।

বর্তমানে মোঃ আনিসুর রহমান আনিস এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এক নজরে ইউনিয়ন পরিষদ
ক্রম নাম সংখ্যা
গ্রাম ০৭টি
ওয়ার্ড ০৯টি
মৌজা ৪টি
কলেজ ১টি
মাদ্রাসা ৫টি
মাধ্যমিক বিদ্যালয় ৩টি
প্রাথমিক বিদ্যালয় ৮টি
মসজিদ ৫২টি
মন্দির ১০টি
১০ হাটবাজার ৪টি
১১ ক্লিনিক ২টি
১২ নদী ১টি
১৩ খাল ২টি
১৪ ঈদগাহ ২০টি

দর্শনীয় স্থান সম্পাদনা

  • মির্জানগর হাম্মামখানা

খাল ও নদী সম্পাদনা

নদীঃ কপোতাক্ষী নদ

খালঃ কপোতাক্ষের সংযোগ খাল (বুড়িভদ্রা)।

বাওড়ঃ বাওড় মর্শিনা, ঘোনার বাওড়।

হাট-বাজার সম্পাদনা

০১নং ত্রিমোহিনী ইউনিয়নের ০৯ টি বাজার ও ০১ টি গরু-মহিষের হাট আছে

ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা সম্পাদনা

০১নং ইমোহিনী ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক লোক সংখ্যা (সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩ পর্যন্ত)

ক্রম নাম পুরুষ নারী মোট সংখ্যা
চাঁদড়া ১নং ওয়ার্ড ১০৯০ ১০২৩ ২১১৩
চাঁদড়া ২নং ওয়ার্ড ৬০৪ ৫৭৩ ১১৭৭
মির্জানগর ৩নং ওয়ার্ড ৮৩৪ ৮৬০ ১৬৯৪
মির্জানগর ৪নং ওয়ার্ড ১১০৯ ৯৭৫ ২০৮৪
বরণডালী ৫নং ওয়ার্ড ৭৪৮ ৭১৮ ১৪৬৬
বরণডালী ৬নং ওয়ার্ড ৭১৬ ৬৮৪ ১৪০০
বরণডালী ৭নং ওয়ার্ড ৪৭৩ ৫২৩ ৯৯৬
সরসকাটি সাহাপুর ৮নং ওয়ার্ড ৫৭০ ৫৯৭ ১১৬৭
সরাপপুর শ্রীরামপুর ৯ নংওয়ার্ড ৩৯৭ ৩৮৪ ৭৮১

১১টি ভোটার এলাকা পুরুষ ৬৫৪১ জন, মহিলা ৬৩৩৭ জন, হিজড়া ০০ জন মোট ১২৮৭৮ জন

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

কেশবপুর হইতে প্রায় ৮ কি: মি: পাকা রাস্তা রয়েছে। এই রাস্তায় সাধারনত মটরসাইকেল, বেবিটেক্সি, ভ্যান ইত্যাদি যোগে মানুষ চলাচল করে।

তথ্যসূত্র সম্পাদনা