সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান

বিবিসি বাংলা ২০০৬ সালে "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান" শীর্ষক একটি জরিপ পরিচালনা করে।[] জরিপে বিশ্বব্যাপী অবস্থানরত বাঙালিদের কাছ থেকে ভোট নেওয়া হয়। মোট ২০টি বাংলা গানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে আখ্যায়িত করে তালিকা তৈরি করা হয়। জরিপের ফলাফল অনুযায়ী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতীয় সঙ্গীত "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি"।[]

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান (শীর্ষ ২০টি)

সম্পাদনা

২০০৬ সালে তৈরি করা বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকা:[]

ক্রম গানের শিরোনাম রচয়িতা গীতিকার সুরকার শিল্পী
আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বাউল গায়ক গগন হরকরার গান "আমি কোথায় পাব তারে" থেকে এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত।
মানুষ মানুষের জন্যে ভূপেন হাজারিকা; বাংলা রূপান্তর- শিবদাস বন্দ্যোপাধ্যায় শিবদাস বন্দ্যোপাধ্যায় ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকা
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আবদুল গাফফার চৌধুরী আবদুল গাফফার চৌধুরী আলতাফ মাহমুদ
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গৌরীপ্রসন্ন মজুমদার গৌরীপ্রসন্ন মজুমদার সুপর্ণকান্তি ঘোষ মান্না দে
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা গোবিন্দ হালদার গোবিন্দ হালদার আপেল মাহমুদ
আমি বাংলায় গান গাই প্রতুল মুখোপাধ্যায় প্রতুল মুখোপাধ্যায় প্রতুল মুখোপাধ্যায় মাহমুদুজ্জামান বাবু
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গোবিন্দ হালদার গোবিন্দ হালদার আপেল মাহমুদ আপেল মাহমুদ
তুমি আজ কতদূরে প্রণব রায় প্রণব রায় সুবল দাসগুপ্ত জগন্ময় মিত্র
এক নদী রক্ত পেরিয়ে খান আতাউর রহমান খান আতাউর রহমান খান আতাউর রহমান শাহনাজ রহমতুল্লাহ
১০ ধনধান্য পুষ্প ভরা দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায়
১১ মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে গৌরীপ্রসন্ন মজুমদার গৌরীপ্রসন্ন মজুমদার হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়
১২ সালাম সালাম হাজার সালাম ফজল-এ-খোদা ফজল-এ-খোদা আব্দুল জব্বার মহম্মদ আবদুল জব্বার
১৩ জয় বাংলা, বাংলার জয় গাজী মাজহারুল আনোয়ার গাজী মাজহারুল আনোয়ার আনোয়ার পারভেজ
১৪ খাঁচার ভিতর অচিন পাখি লালন শাহ লালন শাহ লালন শাহ ফরিদা পারভীন
১৫ একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে গাজী মাজহারুল আনোয়ার গাজী মাজহারুল আনোয়ার আনোয়ার পারভেজ শাহনাজ রহমতুল্লাহ
১৬ কারার ওই লৌহকপাট কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম
১৭ এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আবু জাফর আবু জাফর আবু জাফর ফরিদা পারভীন
১৮ চল্‌ চল্‌ চল্‌ ঊর্ধগগনে বাজে মাদল কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম
১৯ একতারা তুই দেশের কথা গাজী মাজহারুল আনোয়ার গাজী মাজহারুল আনোয়ার আনোয়ার পারভেজ শাহনাজ রহমতুল্লাহ
২০ তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় ড. মোহাম্মদ মনিরুজ্জামান সত্য সাহা মহম্মদ আবদুল জব্বার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান"www.bbc.com। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৫