মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
দেশাত্মবোধক বাংলা গান
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গোবিন্দ হালদার রচিত এবং আপেল মাহমুদ কর্তৃক সুরারোপিত দেশাত্মবোধক বাংলা গান। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যোগাতে এই গান রচিত হয়। এই গানটি কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠ প্রাঙ্গনে ১৯৭১ সালে আপেল মাহমুদ খালি গলায় পরিবেশন করেন। পরবর্তীতে আপেল মাহমুদ গানটি ঢাকায় স্টুডিওতে রেকর্ড করেন।
"মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি" | |
---|---|
আপেল মাহমুদ কর্তৃক একক | |
ভাষা | বাংলা |
প্রকাশিত | ১৯৭১ |
রেকর্ডকৃত | ১৯৭১ |
ধারা | দেশাত্ববোধক |
গান লেখক | গোবিন্দ হালদার |
সুরকার | আপেল মাহমুদ |
বাংলাদেশ-এর সঙ্গীত | |
---|---|
![]() বাউল, বাংলার আধ্যাত্মিক গান | |
ধরন | |
নির্দিষ্ট ধরন | |
ধর্মীয় সঙ্গীত | |
জাতিগত সঙ্গীত | |
ঐতিহ্যবাহি সঙ্গীত | |
মিডিয়া এবং কর্মক্ষমতা | |
সঙ্গীত পুরস্কার | |
সঙ্গীত উৎসব | |
সঙ্গীত মিডিয়া | বেতার
টেলিভিশন ইন্টারনেট |
জাতীয় এবং দেশাত্মবোধক গান | |
জাতীয় সঙ্গীত | আমার সোনার বাংলা |
অন্যান্য | নতুনের গান (রণসঙ্গীত) একুশের গান (ভাষা আন্দোলন গাথা) |
আঞ্চলিক সঙ্গীত | |
সম্পর্কিত এলাকা | |
অন্যান্য এলাকা | |
২০০৬ সালে এটি বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনোনীত ২০ সেরা গানের মধ্যে ৭ম অবস্থানে অর্ন্তভূক্ত হয়েছিল।[১]
গানের কথা সম্পাদনা
- মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
- মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি
- যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
- যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা
- যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা
- সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি
- মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
- মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
- মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি
- মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি
- যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে
- যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে
- যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খোলে
- সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি
- মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
- মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি
কর্মীবৃন্দ সম্পাদনা
- আপেল মাহমুদ — কণ্ঠ
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান"। বিবিসি। ৩ মে ২০০৬। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫।