তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়

১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত 'এতোটুকু আশা' চলচ্চিত্রের গান

"তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়" ১৯৬৮ সালে বাংলা ভাষায় রচিত একটি চলচ্চিত্র সংগীত। এটা ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে নারায়ণ ঘোষ মিতা'র পরিচালনায় মুক্তি প্রাপ্ত বাংলা চলচ্চিত্র এতোটুকু আশা ছায়াছবির জনপ্রিয় গান। এই গানের গীতিকার ড. মোহাম্মদ মনিরুজ্জামান[][] সত্য সাহা'র সুর ও সঙ্গীত পরিচালনায় বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী আব্দুল জব্বার এই গানে কণ্ঠ দেন।[] চলচ্চিত্রে এই গানের চিত্রায়ণে ঠোঁট মিলান আলতাফ,[] গানের চিত্রায়নে এ টি এম শামসুজ্জামানও ছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-এর রেকর্ডিং স্টুডিওতে এই গানের রেকর্ড করা হয়েছিল।[]

"তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়"
এতোটুকু আশা অ্যালবাম থেকে
আব্দুল জব্বার কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
মুক্তিপ্রাপ্ত২৮ জুন ১৯৬৮
রেকর্ডকৃত১৯৬৮
স্টুডিওপূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন
স্থানঢাকা,পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ
ধারাচলচ্চিত্র সংগীত
লেবেলঅনুপম রেকর্ডিং মিডিয়া(২০১৮ - বর্তমান)
লেখকড. মোহাম্মদ মনিরুজ্জামান
সুরকারসত্য সাহা
প্রযোজকসত্য সাহা
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "তুমি কি দেখেছো কভু"

মুক্তিলাভ

সম্পাদনা

মূল চলচ্চিত্রে গানটি মুক্তি পাওয়ার পঞ্চাশ বছর পর, অনুপম রেকর্ডিং মিডিয়ার ব্যানারে গানটি ভিডিও আদান প্রদান সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম ইউটিউবে ৯ অক্টোবর, ২০১৮-তে উন্মুক্ত করা হয়।[]

গ্রহণযোগ্যতা ও অর্জন

সম্পাদনা

চলচ্চিত্রটি মুক্তির পর এই গানটি শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে। সম্প্রচার টেলিভিশনের যুগে প্রবেশের পর এই গান, চলচ্চিত্র সংগীত অনুষ্ঠানে প্রচার ও রিয়েলিটি শোতে পরিবেশিত হয়েছে। বিখ্যাত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের খুব প্রিয় গান ছিল এটি।[] বিবিসি বাংলা ২০০৬ সালের ১৪ এপ্রিল হতে ৩ মে পর্যন্ত বাংলা গানের শ্রোতাদের নিয়ে এক জরিপ করে। সেই জরিপে এই গানটি 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ কুড়িটি বাংলা গানের তালিকা'য় স্থান পায়।[][] জনপ্রিয়তার স্বীকৃতি স্বরূপ এই গানের প্রথম কলি বাংলা প্রবন্ধে ব্যবহারের উদাহরণ রয়েছে।

পুনর্ব্যবহার

সম্পাদনা

গানটি ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত, কাজী হায়াৎ পরিচালিত দেশপ্রেমিক চলচ্চিত্রে হুবহু ব্যবহার করা হয়েছে। এই চলচ্চিত্রে গানের চিত্রায়নে আলমগীর অভিনয় করেছেন।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "গানের নেপথ্য নায়ক"www.prothom-alo.com। ২০১০-০৭-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০২ 
  2. "বাংলা গানের সেকাল একাল ও আত্মমর্যাদা : স ম শামসুল আলম"www.bhorerkagoj.com। ২০১৭-০২-১৫। ২০১৯-০৯-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০২ 
  3. "আবদুল জব্বারের জনপ্রিয় তিন গানের গল্প"Deshebideshe। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Tumi Ki Dekhecho Kovu | তুমি কি দেখেছো কভু | Altaf & A.T.M. Shamsuzzaman | Etotuku Asha" 
  5. "আবদুল জব্বারের জনপ্রিয় তিন গানের গল্প"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০২ 
  6. "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান"www.bbc.com। BBCBengali.com। ২০০৬-০৫-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০২ 
  7. "Desh Premik | Bangla New Movie 2018 | Manna, Champa, Alamgir, Mizu Ahmed | Official Movie"