সংগলশী ইউনিয়ন

নীলফামারী জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

সংগলশী ইউনিয়ন বাংলাদেশের নীলফামারী জেলার সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[] রংপুর বিভাগ তথা উত্তরাঞ্চলের একমাত্র ইপিজেড উত্তরা ইপিজেড এ ইউনিয়নে অবস্থিত।

সংগলশী
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলানীলফামারী জেলা
উপজেলানীলফামারী সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান

সম্পাদনা

সংগলশী ইউনিয়নের পূর্ব- দক্ষিণে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন, উত্তর-পূর্ব দিকে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়ন, উত্তরে সদর উপজেলার চড়াইখোলা-কুন্দুপুকুর ইউনিয়ন এবং পশ্চিমে সোনারায় ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

সংগলশী ইউনিয়ন ৯টি মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।[]

  1. বড় সংগলশী
  2. ছোট সংগলশী
  3. বড় এলংমারী
  4. ছোট এলংমারী
  5. দক্ষিণ বালাপাড়া
  6. মুশরত কুখাপাড়া
  7. কাদিকোল
  8. সূবর্ণখুলী
  9. দিঘলডাঙ্গী

ইতিহাস

সম্পাদনা

জনসংখ্যা

সম্পাদনা

সংগলশী ইউনিয়নের মোট জনসংখ্যা = ২৪৯৩৫ জন। []

মহিলা =
পুরুষ =

শিক্ষা

সম্পাদনা

সংগলশী ইউনিয়নের শিক্ষার হার ৬৫%।[] এ ইউনিয়নে ১টি কলেজ, ১টি মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ২টি এবং ৮টি প্রাথমিক বিদ্যালয় আছে।

গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান সমুহঃ-

  • ডাঃ সাইফুর রহমান মহিলা কলেজ
  • সংগলশী হাজিপাড়া আলিম মাদ্রাসা
  • কাজী আঃ রশীদ উচ্চ বিদ্যালয়
  • বারুনীরডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়
  • সংগলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • এস. কে. আইডিয়াল কিণ্ডার গার্টেন স্কুল
  • দক্ষিণ বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

অর্থনীতি

সম্পাদনা

হাট ও বাজার

সম্পাদনা
  • বড় সংগলশী কাছারী বাজার
  • সংগলশী কাজীর হাট
  • ঢেলাপীরের হাট

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সংগলশী ইউনিয়ন তথ্য বাতায়ন
  2. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সংগলশী ইউনিয়ন"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪ 
  3. "সংগলশীর জনসংখ্যা"www.lcgbangladesh.org। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৫ 
  4. সংগলশী ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]