কুন্দপুকুর ইউনিয়ন
নীলফামারী জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন
(কুন্দুপুকুর ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)
কুন্দপুকুর ইউনিয়ন বাংলাদেশের নীলফামারী জেলার সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
কুন্দপুকুর | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | নীলফামারী জেলা |
উপজেলা | নীলফামারী সদর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
সম্পাদনানীলফামারী শহরে কাছে ও শহর থেকে দক্ষিণ দিকে অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনাশিক্ষা
সম্পাদনা- বিদ্যালয়
- উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কুন্দপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- গুয়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- সুটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- মধ্যেসুটিপাড়া প্রাথমিক বিদ্যালয়।
- দক্ষিণ সুটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- কুন্দপুকুর উচ্চ বিদ্যালয়।
- ফুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়।
- সুটিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।
- শখের বাজার ভোকেশনাল স্কুল।
- সালহাটি স্কুল অ্যান্ড কলেজ।
- কলেজ
- বারোঘরিয়া মহিলা বিএম কলেজ।
- সুটিপাড়া মডেল কলেজ।
অর্থনীতি
সম্পাদনাকুন্দুপুকুর ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। এই ইউনিয়নের বেশিরভাগ লোক কৃষি পেশার সাথে জড়িত। এখানকার প্রধান অর্থকরী ফসল ধান, ভুট্টা,আলু,গম,মরিচ,পেঁয়াজ,পটল,করলা সরিষা,টমেটো, বিভিন্ন ধরণের শাকসবজি সহ ইত্যাদি। কুন্দুপুকুর ইউনিয়নে বেশ কয়েকটি ছোট বড় বাজার আছে । সবচেয়ে বড় বাজার হলো পুলের হাট ও ডেবিরডাঙ্গা।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কুন্দপুকুর ইউনিয়ন তথ্য বাতায়ন"। ২৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭।